ETV Bharat / entertainment

Hrithik on RRKPK: 'আবার দেখব', করণের 'রকি অউর রানি'কে প্রশংসায় ভাসালেন হৃতিক - Hrithik on RRKPK

একবার দেখে সাধ মেটেনি ৷ আরও একবার তিনি দেখবেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ এই ভাবেই করণের ছবিকে প্রশংসায় ভাসালেন হৃতিক ৷

Pic Karan Johar Hrithik Roshan Instagram
করণের ছবির ভূয়সী প্রশংসা হৃতিকের গলায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 10:00 AM IST

কলকাতা, 29 অগস্ট: করণের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিটি এগিয়ে চলেছে নিজস্ব ছন্দে ৷ ইতিমধ্যেই রণবীর সিং-আলিয়া ভাট জুটি বক্স অফিসে বেশ শোরগোল ফেলেছে ৷ পরিচালক করণ জোহরের দেওয়া হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী বক্স অফিসে 340 কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি ৷ যা নিশ্চিত ভাবেই একটি বড় মাইলস্টোন ৷ এবার হৃতিক রোশনও প্রশংসায় ভরালেন করণের এই ড্রিম প্রজেক্টকে ৷ শুধু তাই নয়, একবার দেখে তাঁর সাধ মেটেনি ৷ আরও একবার তিনি ছবিটি দেখবেন তাও কথা দিয়েছেন অভিনেতা ৷

হৃতিক সম্প্রতি তাঁর সোশাল মিডিয়া পোস্টে লেখেন, "গত রাতে রকি অউর রানি দেখলাম ৷ সত্যি এটাই সঠিক ভারতীয় এন্টারটেইনার ৷ ছবিটা দারুণ লেগেছে ৷ লেখা, অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক সমস্তটাই একেবারে ঠিকঠাক ৷ আরও একবার দেখব ৷ যান ছবিটা আজই দেখে ফেলুন ৷ কারণ এটা বড় পর্দার জন্যই তৈরি ৷"

হৃতিকের এই রিভিউ-এর পর তাঁকে ধন্যবাদ জানাতে ভোলেননি করণ জোহরও ৷ অভিনেতার পোস্টের একটি স্ক্রিনশট ইনস্টা স্টোরিতে শেয়ার করে তিনি লেখেন, "দুগু ধন্যবাদ আর তোমার জন্য একরাশ ভালোবাসা ৷" 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র হাত ধরে 7 বছরের সন্ন্যাস ভেঙে আবার বড় পর্দায় পরিচালনায় ফিরেছেন করণ ৷ আর তাঁর 180 কোটি টাকায় তৈরি এই ফ্যামিলি এন্টারটেইনার যে বেশ পছন্দ করেছেন দর্শক তার প্রমাণ মিলেছে বক্স অফিসে ৷

Pic Karan Johar Instagram
হৃতিকের প্রশংসা কুড়োলেন করণ

আরও পড়ুন: অপরাধ জগতে উত্থান নতুন বাদশার, আসছে ফারহানের 'বোম্বাই মেরি জান'

শাবানা আজমি, জয়া বচ্চন, ধর্মেন্দ্র, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায় প্রত্য়েকেই নজর কেড়েছেন নিজের মতো করে ৷ করণের এই প্রজেক্টের মধ্যে শুধু ফিলগুড ছবি নয় নারী ক্ষমতায়ণের বার্তাও বড় হয়ে উঠেছে ৷ প্রেমের পাশাপাশি নারীর সম্মান, তার পছন্দ-অপছন্দ নিয়ে কথা বলেছেন করণ ৷ আর সেই কারণ ছবিটি ভারতীয় প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ বলেও মনে করেছেন অনেকেই ৷

কলকাতা, 29 অগস্ট: করণের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিটি এগিয়ে চলেছে নিজস্ব ছন্দে ৷ ইতিমধ্যেই রণবীর সিং-আলিয়া ভাট জুটি বক্স অফিসে বেশ শোরগোল ফেলেছে ৷ পরিচালক করণ জোহরের দেওয়া হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী বক্স অফিসে 340 কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি ৷ যা নিশ্চিত ভাবেই একটি বড় মাইলস্টোন ৷ এবার হৃতিক রোশনও প্রশংসায় ভরালেন করণের এই ড্রিম প্রজেক্টকে ৷ শুধু তাই নয়, একবার দেখে তাঁর সাধ মেটেনি ৷ আরও একবার তিনি ছবিটি দেখবেন তাও কথা দিয়েছেন অভিনেতা ৷

হৃতিক সম্প্রতি তাঁর সোশাল মিডিয়া পোস্টে লেখেন, "গত রাতে রকি অউর রানি দেখলাম ৷ সত্যি এটাই সঠিক ভারতীয় এন্টারটেইনার ৷ ছবিটা দারুণ লেগেছে ৷ লেখা, অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক সমস্তটাই একেবারে ঠিকঠাক ৷ আরও একবার দেখব ৷ যান ছবিটা আজই দেখে ফেলুন ৷ কারণ এটা বড় পর্দার জন্যই তৈরি ৷"

হৃতিকের এই রিভিউ-এর পর তাঁকে ধন্যবাদ জানাতে ভোলেননি করণ জোহরও ৷ অভিনেতার পোস্টের একটি স্ক্রিনশট ইনস্টা স্টোরিতে শেয়ার করে তিনি লেখেন, "দুগু ধন্যবাদ আর তোমার জন্য একরাশ ভালোবাসা ৷" 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র হাত ধরে 7 বছরের সন্ন্যাস ভেঙে আবার বড় পর্দায় পরিচালনায় ফিরেছেন করণ ৷ আর তাঁর 180 কোটি টাকায় তৈরি এই ফ্যামিলি এন্টারটেইনার যে বেশ পছন্দ করেছেন দর্শক তার প্রমাণ মিলেছে বক্স অফিসে ৷

Pic Karan Johar Instagram
হৃতিকের প্রশংসা কুড়োলেন করণ

আরও পড়ুন: অপরাধ জগতে উত্থান নতুন বাদশার, আসছে ফারহানের 'বোম্বাই মেরি জান'

শাবানা আজমি, জয়া বচ্চন, ধর্মেন্দ্র, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায় প্রত্য়েকেই নজর কেড়েছেন নিজের মতো করে ৷ করণের এই প্রজেক্টের মধ্যে শুধু ফিলগুড ছবি নয় নারী ক্ষমতায়ণের বার্তাও বড় হয়ে উঠেছে ৷ প্রেমের পাশাপাশি নারীর সম্মান, তার পছন্দ-অপছন্দ নিয়ে কথা বলেছেন করণ ৷ আর সেই কারণ ছবিটি ভারতীয় প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ বলেও মনে করেছেন অনেকেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.