ETV Bharat / entertainment

Hrithik-Saba: মুম্বই বিমানবন্দরে হাতে হাত রেখে হাঁটছেন হৃত্বিক-সাবা, ভাইরাল ভিডিয়োয় আপ্লুত ভক্তরা - সাবা আজাদ

Hrithik Roshan-Saba Azad in Mumbai Airport: হৃতিক রোশন ও সাবা আজাদ বলিউডের অন্যতম আলোচিত কাপল । সম্প্রতি তাঁদের মুম্বই বিমানবন্দরে হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে ।

Hrithik-Saba
হৃত্বিক-সাবা
author img

By

Published : Aug 18, 2023, 7:12 PM IST

হায়দরাবাদ, 18 অগস্ট: পেশাগত এবং ব্যক্তিগত জীবনে দারুণ সময় কাটাচ্ছেন বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশন । অভিনেতাকে সম্প্রতি ক্রাইম ড্রামা বিক্রম বেদাতে দেখা গিয়েছে, যা 2022 সালে মুক্তি পেয়েছিল ৷ এই ছবিতে তাঁর অসামান্য অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন হৃত্বিক । আবার ব্যক্তিগত জীবনে তিনি অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের সঙ্গে সম্পর্কের বাঁধনে আষ্টেপিষ্টে বেঁধে রয়েছেন ৷ তাঁদের সম্প্রতি আউটিং-এ যেতে দেখা গিয়েছে ৷

শুক্রবার মুম্বই বিমানবন্দরে তাঁদের ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎজিরা ৷ টার্মিনালে হাতে হাত দিয়ে গল্প করতে করতে হাঁটতে দেখা গিয়েছে তাঁদের ৷ এ দিন একসঙ্গে বিমানে যাত্রা করেন হৃতিক ও সাবা । তাঁদের ভিডিয়ো অনলাইনে শেয়ার হওয়ার পর থেকেই সেলেব যুগলের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা ৷ তাঁদের মন্তব্যে বানভাসি হয়েছে কমেন্ট সেকশন ৷

এর আগে, এই হৃত্বিক ও সাবাকে সম্প্রতি ইরা এবং মধু মান্তেনার বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছিল, যেখানে তাঁদের রাজকীয় পোশাক দেখে মাথা ঘুরে গিয়েছিল সবার । অভিনেত্রী তাঁর প্রেমিক হৃত্বিকের সঙ্গে পোজ দেওয়া ছবি পোস্টও করেছিলেন । হৃতিক রোশনের সঙ্গে তাঁর দুটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন সাবা ৷

আরও পড়ুন: এবার 300 কোটির ক্লাবে করণের ছবি, বিদেশেও হিট 'রকি অউর রানি কি প্রেম কাহানি'

অভিনেত্রীকে হলুদ ব্লাউজের একটি উজ্জ্বল হলুদ সাদামাটা শাড়িতে পোজ দিতে দেখা যায় । মাথায় খোঁপা, গলায় চোকার ও কানে মোটা বিশাল ঝুমকায় মোহময়ী লাগছিল তাঁকে ৷ তাঁর পাশে অল-ব্ল্যাক লুকে ঋত্বিককে বরাবরের মতোই ড্যাশিং লাগছিল । তিনি কালো ট্রাউজার এবং একটি কালো নেহরু জ্যাকেটের উপর একটি কালো কুর্তা পরেছিলেন ৷ প্রথম ছবিতে তিনি তাঁর গার্লফ্রেন্ডকে তাঁর খুব কাছে ধরে রেখেছেন ।

কর্মক্ষেত্রে হৃত্বিক রোশন বর্তমানে ফাইটারের শুটিং করছেন ৷ এই ছবিতে তিনি ফের ওয়ারের পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে জুটি বেঁধেছেন ৷ 2024 সালের প্রথম ত্রৈমাসিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এই ছবিতে হৃত্বিককে প্রথমবারের মতো দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ৷ এর পরে, ওয়ার 2-তে ফের র-এর এজেন্ট কবীরের ভূমিকায় থাকবেন তিনি ৷ তিনি ক্রিশ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ অধ্যায় ক্রিশ 4-এর কাজও রয়েছে তাঁর হাতে ৷

হায়দরাবাদ, 18 অগস্ট: পেশাগত এবং ব্যক্তিগত জীবনে দারুণ সময় কাটাচ্ছেন বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশন । অভিনেতাকে সম্প্রতি ক্রাইম ড্রামা বিক্রম বেদাতে দেখা গিয়েছে, যা 2022 সালে মুক্তি পেয়েছিল ৷ এই ছবিতে তাঁর অসামান্য অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন হৃত্বিক । আবার ব্যক্তিগত জীবনে তিনি অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের সঙ্গে সম্পর্কের বাঁধনে আষ্টেপিষ্টে বেঁধে রয়েছেন ৷ তাঁদের সম্প্রতি আউটিং-এ যেতে দেখা গিয়েছে ৷

শুক্রবার মুম্বই বিমানবন্দরে তাঁদের ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎজিরা ৷ টার্মিনালে হাতে হাত দিয়ে গল্প করতে করতে হাঁটতে দেখা গিয়েছে তাঁদের ৷ এ দিন একসঙ্গে বিমানে যাত্রা করেন হৃতিক ও সাবা । তাঁদের ভিডিয়ো অনলাইনে শেয়ার হওয়ার পর থেকেই সেলেব যুগলের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা ৷ তাঁদের মন্তব্যে বানভাসি হয়েছে কমেন্ট সেকশন ৷

এর আগে, এই হৃত্বিক ও সাবাকে সম্প্রতি ইরা এবং মধু মান্তেনার বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছিল, যেখানে তাঁদের রাজকীয় পোশাক দেখে মাথা ঘুরে গিয়েছিল সবার । অভিনেত্রী তাঁর প্রেমিক হৃত্বিকের সঙ্গে পোজ দেওয়া ছবি পোস্টও করেছিলেন । হৃতিক রোশনের সঙ্গে তাঁর দুটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন সাবা ৷

আরও পড়ুন: এবার 300 কোটির ক্লাবে করণের ছবি, বিদেশেও হিট 'রকি অউর রানি কি প্রেম কাহানি'

অভিনেত্রীকে হলুদ ব্লাউজের একটি উজ্জ্বল হলুদ সাদামাটা শাড়িতে পোজ দিতে দেখা যায় । মাথায় খোঁপা, গলায় চোকার ও কানে মোটা বিশাল ঝুমকায় মোহময়ী লাগছিল তাঁকে ৷ তাঁর পাশে অল-ব্ল্যাক লুকে ঋত্বিককে বরাবরের মতোই ড্যাশিং লাগছিল । তিনি কালো ট্রাউজার এবং একটি কালো নেহরু জ্যাকেটের উপর একটি কালো কুর্তা পরেছিলেন ৷ প্রথম ছবিতে তিনি তাঁর গার্লফ্রেন্ডকে তাঁর খুব কাছে ধরে রেখেছেন ।

কর্মক্ষেত্রে হৃত্বিক রোশন বর্তমানে ফাইটারের শুটিং করছেন ৷ এই ছবিতে তিনি ফের ওয়ারের পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে জুটি বেঁধেছেন ৷ 2024 সালের প্রথম ত্রৈমাসিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এই ছবিতে হৃত্বিককে প্রথমবারের মতো দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ৷ এর পরে, ওয়ার 2-তে ফের র-এর এজেন্ট কবীরের ভূমিকায় থাকবেন তিনি ৷ তিনি ক্রিশ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ অধ্যায় ক্রিশ 4-এর কাজও রয়েছে তাঁর হাতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.