ETV Bharat / entertainment

Honey Singh Divorce: বিবাহবিচ্ছেদ হানি সিং-এর, স্ত্রী শালিনীকে খোরপোশ দিতে হবে 1 কোটি টাকা - whopping alimony

বিবাহ বিচ্ছেদ হয়ে গেল ব়্যাপার ইয়ো ইয়ো হানি সিং-এর (Honey Singh Divorce)৷ স্ত্রী শালিনী তলওয়ারকে (Shalini Talwar) এক কোটি টাকা খোরপোশ দিতে হবে তাঁকে (Whopping alimony)৷

Honey Singh Divorce: Singer has to pay whopping alimony amount for wife Shalini Talwar
বিবাহবিচ্ছেদ হানি সিং-এর, স্ত্রী শালিনীকে খোরপোষ দিতে হবে 1 কোটি টাকা
author img

By

Published : Sep 9, 2022, 3:20 PM IST

Updated : Sep 9, 2022, 3:42 PM IST

মুম্বই, 9 সেপ্টেম্বর: 10 বছরের বৈবাহিক জীবনে ইতি পড়ল জনপ্রিয় সঙ্গীতশিল্পী তথা ব়্যাপার ইয়ো ইয়ো হানি সিং-এর (Honey Singh Divorce)৷ তাঁর স্ত্রী শালিনী তলওয়ারের (Shalini Talwar) সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়ে গেল ৷ তবে খোরপোশ হিসেবে স্ত্রীকে মোটা অংকের টাকা দিতে হচ্ছে শিল্পীকে ৷ জানা গিয়েছে, শালিনীকে এক কোটি টাকা খোরপোশ (Whopping alimony) দিতে হবে হানি সিং-কে ৷

আবারও খবরের শিরোনামে ইয়ো ইয়ো হানি সিং ৷ না, তাঁর কোনও সাম্প্রতিক ট্র্যাকের জন্য নয় ৷ তিনি খবরে তাঁর ব্যক্তিগত জীবনের কারণে ৷ তাঁর স্ত্রী শালিনী তলওয়ারের সঙ্গে আইনি লড়াই চলছিল শিল্পীর ৷ তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন শালিনী ৷ শুধু তাই নয়, স্বামীর বিরুদ্ধে পরকীয়ারও অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন তিনি ৷

তবে আদালত তাঁদের আলাদা হওয়ার আগে আরও একবার ভেবে দেখতে বলেছিল ৷ কিন্তু তাতে লাভ হয়নি ৷ অবশেষে বিবাহ বিচ্ছেদই হতে চলেছে তাঁদের ৷ হানি সিং-এর থেকে 10 কোটি টাকা দাবি করেছিলেন তাঁর স্ত্রী শালিনী ৷ তবে জানা গিয়েছে, তাঁকে এক কোটি টাকা খোরপোশ দেওয়ার জন্য শিল্পীকে নির্দেশ দিয়েছে আদালত ৷

আরও পড়ুন: আমিই আমার প্রতিদ্বন্দ্বী : হানি সিং

প্রায় 20 বছর হল ডেটিং করছেন ৷ 2011 সালের 23 জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হানি সিং ও শালিনী তলওয়ার ৷ চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে দিল্লির এক গুরুদ্বারে গিয়ে তাঁরা বিয়ে করেন ৷ তাঁদের সম্পর্কের কথা জানাজানি হতে প্রায় তিন বছর লেগে যায় ৷ জানা গিয়েছে, বিয়ের কিছুদিন পর থেকেই দুজনের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল ৷ 2021 সালে দিল্লির তিস হাজারি আদালতে হানি সিং ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন শালিনী ৷

মুম্বই, 9 সেপ্টেম্বর: 10 বছরের বৈবাহিক জীবনে ইতি পড়ল জনপ্রিয় সঙ্গীতশিল্পী তথা ব়্যাপার ইয়ো ইয়ো হানি সিং-এর (Honey Singh Divorce)৷ তাঁর স্ত্রী শালিনী তলওয়ারের (Shalini Talwar) সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়ে গেল ৷ তবে খোরপোশ হিসেবে স্ত্রীকে মোটা অংকের টাকা দিতে হচ্ছে শিল্পীকে ৷ জানা গিয়েছে, শালিনীকে এক কোটি টাকা খোরপোশ (Whopping alimony) দিতে হবে হানি সিং-কে ৷

আবারও খবরের শিরোনামে ইয়ো ইয়ো হানি সিং ৷ না, তাঁর কোনও সাম্প্রতিক ট্র্যাকের জন্য নয় ৷ তিনি খবরে তাঁর ব্যক্তিগত জীবনের কারণে ৷ তাঁর স্ত্রী শালিনী তলওয়ারের সঙ্গে আইনি লড়াই চলছিল শিল্পীর ৷ তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন শালিনী ৷ শুধু তাই নয়, স্বামীর বিরুদ্ধে পরকীয়ারও অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন তিনি ৷

তবে আদালত তাঁদের আলাদা হওয়ার আগে আরও একবার ভেবে দেখতে বলেছিল ৷ কিন্তু তাতে লাভ হয়নি ৷ অবশেষে বিবাহ বিচ্ছেদই হতে চলেছে তাঁদের ৷ হানি সিং-এর থেকে 10 কোটি টাকা দাবি করেছিলেন তাঁর স্ত্রী শালিনী ৷ তবে জানা গিয়েছে, তাঁকে এক কোটি টাকা খোরপোশ দেওয়ার জন্য শিল্পীকে নির্দেশ দিয়েছে আদালত ৷

আরও পড়ুন: আমিই আমার প্রতিদ্বন্দ্বী : হানি সিং

প্রায় 20 বছর হল ডেটিং করছেন ৷ 2011 সালের 23 জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হানি সিং ও শালিনী তলওয়ার ৷ চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে দিল্লির এক গুরুদ্বারে গিয়ে তাঁরা বিয়ে করেন ৷ তাঁদের সম্পর্কের কথা জানাজানি হতে প্রায় তিন বছর লেগে যায় ৷ জানা গিয়েছে, বিয়ের কিছুদিন পর থেকেই দুজনের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল ৷ 2021 সালে দিল্লির তিস হাজারি আদালতে হানি সিং ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন শালিনী ৷

Last Updated : Sep 9, 2022, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.