কলকাতা, 20 এপ্রিল : পর্দায় চলতি বছর বড় যেমন মুক্তির পথে একাধিক প্রতীক্ষিত বাংলা ছবি, তেমনই ওয়েবে মুক্তির অপেক্ষাতে বহু সিরিজ ৷ আর নতুন বছরের গোড়াতেই সিনে অনুরাগীদের একগুচ্ছ সিরিজের তালিকা হাতে ধরিয়ে দিল 'হইচই' ৷ শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের মালিকানাধীন ওয়েব প্ল্যাটফর্মের এই নতুন অভিযানের নাম রাখা হয়েছে 'নতুন গল্প হয়ে যাক'। যাতে থাকছে 8টি ভিন্ন স্বাদের সিরিজ (Hoichoi announces 8 new series called notun golpo hoyejak) ৷
তালিকা প্রথমেই যেমন রয়েছে 'ফেলুদার গোয়েন্দাগিরি', তেমনই 'শ্রীকান্ত' বলবে প্রেমের কাহিনি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'ফেলুদার গোয়েন্দাগিরি' গল্পে ফেলুদার চরিত্রে ইন্ডাস্ট্রির নয়া প্রদোষ মিত্র টোটা রায়চৌধুরী। অন্যদিকে 'শ্রীকান্ত' সিরিজের বিভিন্ন চরিত্রে রয়েছেন ঋষভ বসু, সোহিনী সরকার, শ্রীমা ভট্টাচার্য। 'নতুন গল্প হয়ে যাক'-এর অন্তর্গত 'সম্পূর্ণা' বলবে যৌন নির্যাতন এবং বিবাহ পরবর্তী ধর্ষণের কথা। অভিনয় করছেন সোহিনী সরকার এবং রাজনন্দিনী পাল ৷ ওদিকে মন্টু আবার ফিরছে উড়োজাহাজে ৷ সঙ্গে মিথিলা। দেবালয় ভট্টাচার্য পরিচালিত মন্টু পাইলটের সিক্যুয়েলে মুখ্য চরিত্রে রয়েছেন সৌরভ দাসই।
তালিকায় আছে 'মহাভারত মার্ডার্স'। একুশ শতকের দুর্যোধনের সঙ্গে পরিচিত হবেন ওয়েব দর্শকরা ৷ এক সিরিয়াল কিলারের গল্প বলবে এই সিরিজ। বিভিন্ন চরিত্রে আছেন প্রিয়াঙ্কা সরকার, শাশ্বত চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, কৌশিক সেন, ঋষভ বসু, রাজদীপ গুপ্ত, অর্ণ মুখোপাধ্যায়, অর্পিতা ঘোষ, রিয়া গাঙ্গুলি, দেবাশিস মণ্ডল। তালিকায় রয়েছে ওপার বাংলার সিরিজও ৷ ঢাকা জেলার একটি কাহিনিকে কেন্দ্র করে আসছে 'দৌড়'। মুখ্য দুই চরিত্রে মোশারফ করিম এবং রোবেনা রেজা।
আরও পড়ুন : ২২তম 'নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, 2022'-এ পাড়ি দিল রঞ্জন ঘোষের 'মহিষাসুরমর্দিনী'
বাংলাদেশের আরও গল্প থাকছে 'নতুন গল্প হয়ে যাক'-এ ৷ তনিম কাপুরের পরিচালনায় আসছে 'কাইজার'। শ্রেষ্ঠাংশে আফরান নিশো। ঢাকার এক গোয়েন্দাকে ঘিরে এই গল্প। বাংলাদেশের এক বিহারী ক্যাম্পের ড্রাগ ডিলারদের নিয়ে এগোবে 'রিফিউজি'-র গল্প ৷ কী ভাবছেন কোনটা ছেড়ে কোনটা দেখবেন? সব দেখলেও ক্ষতি কী? মুঠোফোন তো সারাদিনই থাকে হাতে। সময়ে পেলেই সেরে ফেলুন একটা।