ETV Bharat / entertainment

Himesh Prabhu Dheva New Film: সম্মুখ সমরে নামবেন প্রভু দেবা ও হিমেশ! আসছে 'ব্যাডঅ্যাশ রবিকুমার' - পর্দায় ফিরছেন অভিনেতা হিমেশ রেশামিয়া

ফের একবার রূপোলি পর্দায় ফিরছেন হিমেশ রেশামিয়া ৷ তাঁর এই নতুন ছবির নাম 'ব্যাডঅ্যাশ রবিকুমার' ৷ ছবিটি আসলে হিমেশের 'দ্য এক্সপোসে' ছবিরই দ্বিতীয় পর্ব ৷ ছবিতে খল নায়ক হিসাবে দেখা যাবে প্রভু দেবাকে ৷

Himesh Prabhu Dheva New Film
হিমেশের নতুন ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 3:02 PM IST

হায়দরাবাদ, 22 সেপ্টেম্বর: 'আপকা কা সুরুর' এবং 'কর্জ'-এর মতো ছবির পর হিমেশ বুঝিয়ে দিয়েছিলেন শুধু সুর দিয়ে নয় অভিনয় দিয়েও অনেককেই মোহিত করতে পারেন তিনি ৷ এবার আরও একবার রূপোলি পর্দায় নায়ক হিসাবে দেখা যাবে এই গায়ককে ৷ ছবির নাম 'ব্যাডঅ্যাশ রবিকুমার' ৷ শুক্রবার মুক্তি পেল তাঁর এই নতুন ছবির পোস্টার ৷

পোস্টারে হিমেশকে দেখা গিয়েছে ভয়ংকর সব আগ্নেয়াস্ত্র হাতে ৷ ব্যাকগ্রাউন্ডে দেখা গিয়েছে আগুনের হলকা ৷ নাম এবং পোস্টারই বলে দেয় জমজমাট একটি অ্যাকশন থ্রিলারের আশা করতেই পারেন হিমেশ অনুরাগীরা ৷ হিমেশের এই নতুন ছবির মুক্তির তারিখও ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে ৷ জানা গিয়েছে আগামী বছর দশেরা (দুর্গা পুজো) উপলক্ষ্যে সামনে আসবে এই ছবি ৷

আর অন্য়দিকে ছবির খল নায়কের নামও এদিনই ঘোষণা করে দিয়েছেন নির্মাতারা ৷ হিমেশ যেমন উঠে এসেছেন গানের জগত থেকে তেমনই এই মানুষটি পরিচিত তাঁর নাচের জন্য ৷ তবে হিমেশের ছবিতে তাঁকে দেখা যাবে ভিলেন হিসাবেই ৷ তাঁর এই কোস্টারের নাম প্রভু দেবা ৷ প্রভু তাঁর নাচের জন্য পরিচিত হলেও 'এবিসিডি'র মতো ছবিতে তাঁর অভিনয় বেশ নজর কেড়েছিল ৷ এবার তাঁকে দেখা যাবে হিমেশের নতুন ছবিতে ৷

আরও পড়ুন:বিমানবন্দরে নামলেন তারকা জুটি, রাঘব পরিণীতিকে গ্র্যান্ড স্টাইলে স্বাগত জানাল উদয়পুর

'ব্যাডঅ্যাশ রবিকুমার' আসলে হিমেশের ছবি 'দ্য এক্সপোসে'রই দ্বিতীয় ভাগ ৷ ছবির প্রথম পর্বটি মুক্তি পেয়েছিল 2014 সালে ৷ রবি কুমার একজন প্রাক্তন পুলিশ কর্মী ৷ যাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় একজন সাংসদকে গুলি করার জন্য় ৷ কিন্তু তারপর তার প্রেমিকার মৃত্যুর রহস্য উদঘাটনে কীভাবে এগিয়ে আসে সে সেটাই দেখার ছিল এই ছবিতে ৷ এবারও যে রবি কুমারকে ঘিরে গড়ে উঠবে এক টান টান রহস্য তা বলাই বাহুল্য ৷ আগামী বছর 11 অক্টোবর মুক্তি পেতে চলেছে তাঁর এই নতুন ছবি ৷

হায়দরাবাদ, 22 সেপ্টেম্বর: 'আপকা কা সুরুর' এবং 'কর্জ'-এর মতো ছবির পর হিমেশ বুঝিয়ে দিয়েছিলেন শুধু সুর দিয়ে নয় অভিনয় দিয়েও অনেককেই মোহিত করতে পারেন তিনি ৷ এবার আরও একবার রূপোলি পর্দায় নায়ক হিসাবে দেখা যাবে এই গায়ককে ৷ ছবির নাম 'ব্যাডঅ্যাশ রবিকুমার' ৷ শুক্রবার মুক্তি পেল তাঁর এই নতুন ছবির পোস্টার ৷

পোস্টারে হিমেশকে দেখা গিয়েছে ভয়ংকর সব আগ্নেয়াস্ত্র হাতে ৷ ব্যাকগ্রাউন্ডে দেখা গিয়েছে আগুনের হলকা ৷ নাম এবং পোস্টারই বলে দেয় জমজমাট একটি অ্যাকশন থ্রিলারের আশা করতেই পারেন হিমেশ অনুরাগীরা ৷ হিমেশের এই নতুন ছবির মুক্তির তারিখও ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে ৷ জানা গিয়েছে আগামী বছর দশেরা (দুর্গা পুজো) উপলক্ষ্যে সামনে আসবে এই ছবি ৷

আর অন্য়দিকে ছবির খল নায়কের নামও এদিনই ঘোষণা করে দিয়েছেন নির্মাতারা ৷ হিমেশ যেমন উঠে এসেছেন গানের জগত থেকে তেমনই এই মানুষটি পরিচিত তাঁর নাচের জন্য ৷ তবে হিমেশের ছবিতে তাঁকে দেখা যাবে ভিলেন হিসাবেই ৷ তাঁর এই কোস্টারের নাম প্রভু দেবা ৷ প্রভু তাঁর নাচের জন্য পরিচিত হলেও 'এবিসিডি'র মতো ছবিতে তাঁর অভিনয় বেশ নজর কেড়েছিল ৷ এবার তাঁকে দেখা যাবে হিমেশের নতুন ছবিতে ৷

আরও পড়ুন:বিমানবন্দরে নামলেন তারকা জুটি, রাঘব পরিণীতিকে গ্র্যান্ড স্টাইলে স্বাগত জানাল উদয়পুর

'ব্যাডঅ্যাশ রবিকুমার' আসলে হিমেশের ছবি 'দ্য এক্সপোসে'রই দ্বিতীয় ভাগ ৷ ছবির প্রথম পর্বটি মুক্তি পেয়েছিল 2014 সালে ৷ রবি কুমার একজন প্রাক্তন পুলিশ কর্মী ৷ যাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় একজন সাংসদকে গুলি করার জন্য় ৷ কিন্তু তারপর তার প্রেমিকার মৃত্যুর রহস্য উদঘাটনে কীভাবে এগিয়ে আসে সে সেটাই দেখার ছিল এই ছবিতে ৷ এবারও যে রবি কুমারকে ঘিরে গড়ে উঠবে এক টান টান রহস্য তা বলাই বাহুল্য ৷ আগামী বছর 11 অক্টোবর মুক্তি পেতে চলেছে তাঁর এই নতুন ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.