ETV Bharat / entertainment

Palak on Ibrahim Ali Khan: সইফ পুত্রর সঙ্গে প্রেমের গুজব নিয়ে সরব পলক - সইফ পুত্রর সঙ্গে প্রেমের গুজব নিয়ে সরব পলক

শ্বেতা কন্যা পলকের সঙ্গে ইব্রাহিমের প্রেম নিয়ে গুজব আজকের নয় ৷ এবার এই নিয়ে মুখ খুললেন পলক নিজেই ৷ জানালেন এখন তিনি কাজেই মন দিতে চান ৷

Palak on Ibrahim Ali Khan
ইব্রাহিম আলি খানের সঙ্গে প্রেমের গুজবে জবাব পলকের
author img

By

Published : Apr 3, 2023, 7:19 PM IST

হায়দরাবাদ, 3 এপ্রিল: অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে গুজব কোনও বড় বিষয় নয় ৷ প্রায়শই কোনও না কোনও নায়ক বা নায়িকার সঙ্গে অন্য়দের নাম জড়াতে দেখা যায় ৷ ঠিক যেভাবে এককালে চর্চা হয়েছে সিড-কিয়ারা, আলিয়া-রণবীর কিংবা বিরাট-অনুষ্কাদের নিয়ে ৷ কয়েকদিন আগে তেমনই চর্চা শুরু হয়েছিল সইফ পুত্র ইব্রাহিম আলি খান এবং অভিনেত্রী পলক তিওয়ারিকে নিয়ে ৷ এর আগে 2021 সালে হার্ডি সান্ধুর মিউজিক ভিডিয়োতে সামনে আসার পর থেকেই চর্চায় রয়েছেন পলক ৷

পলক-ইব্রাহিমকে নিয়ে আলোচনার সূত্রপাত হয় গতবছর ৷ মুম্বইয়ের একটি রেস্তোরাঁ থেকে তাঁদের একসঙ্গে বেরিয়ে আসতে দেখা যায় আর তারপরেই তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয় গুঞ্জন ৷ এবার সাম্প্রতিক একটি ইন্টারভিউতে তাঁকে এই নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে ৷ তিনি বলেন, "দু'টি ছবির শ্য়ুটিংয়ের কাজ নিয়ে আমার এখন ভীষণ ব্যস্ততায় সময় কাটছে ৷ এটাই আমার কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ এই বছরটা আমার জন্য় সত্যিই ভীষণ কঠিন একটা সময় ৷"

তিনি আরও বলেন, "যদিও এটা আমাদের কাজের একটা অংশ, তবে আমি গুজবে আমল দিই না ৷ আমি এখন আমার কাজ নিয়ে থাকতেই বেশি পছন্দ করব ৷ ভালোবাসা মাপাও যায় না আর তা নিয়ে অনুমানও করা যায় না ৷ কিন্তু এখন আমার কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে ৷ এটা আমার জন্য একটা দারুণ গুরুত্বপূর্ণ সময় ৷ আর তাই আমি আমার সমস্ত মনোযোগ এখানেই কেন্দ্রীভূত করতে চাই ৷"

আগামী দিনে পলক তিওয়ারি অভিনয়ে পা রাখতে চলেছেন সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির হাত ধরে ৷ এই ছবি ছাড়াও সঞ্জয় দত্তের সঙ্গে একটি ছবিতেও অভিনয় করছেন তিনি ৷ এই ছবির নাম 'দ্য় ভার্জিন ট্রি' ৷ আর অন্যাদিকে ইব্রাহিম মূলত কাজ করছেন পর্দার পিছনে ৷ সইফ-অমৃতার পুত্র করণ জোহরের পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ছবিতে কাজ করবেন সহকারী পরিচালক হিসাবে ৷

আরও পড়ুন: শ্রীবল্লীকে এবার অন্য়ভাবে চিনবেন ফ্যানেরা, মুক্তি পেল রশ্মিকার 'রেনবো' ছবির পোস্টার

হায়দরাবাদ, 3 এপ্রিল: অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে গুজব কোনও বড় বিষয় নয় ৷ প্রায়শই কোনও না কোনও নায়ক বা নায়িকার সঙ্গে অন্য়দের নাম জড়াতে দেখা যায় ৷ ঠিক যেভাবে এককালে চর্চা হয়েছে সিড-কিয়ারা, আলিয়া-রণবীর কিংবা বিরাট-অনুষ্কাদের নিয়ে ৷ কয়েকদিন আগে তেমনই চর্চা শুরু হয়েছিল সইফ পুত্র ইব্রাহিম আলি খান এবং অভিনেত্রী পলক তিওয়ারিকে নিয়ে ৷ এর আগে 2021 সালে হার্ডি সান্ধুর মিউজিক ভিডিয়োতে সামনে আসার পর থেকেই চর্চায় রয়েছেন পলক ৷

পলক-ইব্রাহিমকে নিয়ে আলোচনার সূত্রপাত হয় গতবছর ৷ মুম্বইয়ের একটি রেস্তোরাঁ থেকে তাঁদের একসঙ্গে বেরিয়ে আসতে দেখা যায় আর তারপরেই তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয় গুঞ্জন ৷ এবার সাম্প্রতিক একটি ইন্টারভিউতে তাঁকে এই নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে ৷ তিনি বলেন, "দু'টি ছবির শ্য়ুটিংয়ের কাজ নিয়ে আমার এখন ভীষণ ব্যস্ততায় সময় কাটছে ৷ এটাই আমার কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ এই বছরটা আমার জন্য় সত্যিই ভীষণ কঠিন একটা সময় ৷"

তিনি আরও বলেন, "যদিও এটা আমাদের কাজের একটা অংশ, তবে আমি গুজবে আমল দিই না ৷ আমি এখন আমার কাজ নিয়ে থাকতেই বেশি পছন্দ করব ৷ ভালোবাসা মাপাও যায় না আর তা নিয়ে অনুমানও করা যায় না ৷ কিন্তু এখন আমার কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে ৷ এটা আমার জন্য একটা দারুণ গুরুত্বপূর্ণ সময় ৷ আর তাই আমি আমার সমস্ত মনোযোগ এখানেই কেন্দ্রীভূত করতে চাই ৷"

আগামী দিনে পলক তিওয়ারি অভিনয়ে পা রাখতে চলেছেন সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির হাত ধরে ৷ এই ছবি ছাড়াও সঞ্জয় দত্তের সঙ্গে একটি ছবিতেও অভিনয় করছেন তিনি ৷ এই ছবির নাম 'দ্য় ভার্জিন ট্রি' ৷ আর অন্যাদিকে ইব্রাহিম মূলত কাজ করছেন পর্দার পিছনে ৷ সইফ-অমৃতার পুত্র করণ জোহরের পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ছবিতে কাজ করবেন সহকারী পরিচালক হিসাবে ৷

আরও পড়ুন: শ্রীবল্লীকে এবার অন্য়ভাবে চিনবেন ফ্যানেরা, মুক্তি পেল রশ্মিকার 'রেনবো' ছবির পোস্টার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.