ETV Bharat / entertainment

Adipurush Leaked: হাতছাড়া শেষ ভরসাও ! ওটিটিতে মুক্তির আগেই ফাঁস 'আদিপুরুষ' - Adipurush leaked before release on OTT

ওটিটিতে মুক্তির আগেই ফাঁস হয়ে গেল ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবিটি ৷ প্রভাস-কৃতির এই ছবি বক্স অফিসেও অবশ্য় খুব একটা ভালো ফল করতে পারেনি ৷

Adipurush Leaked
নেটপাড়ায় ফাঁস আদিপুরুষ
author img

By

Published : Jul 4, 2023, 8:44 PM IST

মুম্বই, 4 জুলাই: প্রেক্ষাগৃহে মুক্তি পর থেকেই বিতর্কের মুখে পড়েছে ওম রাউত পরিচালিত বিগ বাজেট ছবি 'আদিপুরুষ' ৷ রামায়ণের গল্পকে আজকের প্রজন্মের কাছে তুলে ধরতে গিয়ে তাঁরা যেভাবে এই ছবিকে দর্শকের সামনে হাজির করেছেন তা অনেকের কাছেই রীতিমতো চমক ছিল ৷ সংলাপ থেকে ভিএফএক্স সমস্তকিছুই পড়েছে বিপুল সমালোচনার মুখে ৷ এমনকী প্রভাসের প্যান ইন্ডিয়া কেরিয়ার নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এই ছবির পর ৷ এরই মাঝে এল একটি নতুন খবর ৷ ওটিটিতে মুক্তির আগেই নাকি ছবিটির এইচডি সংস্করণ ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে ।

500 থেকে 600 কোটির বিগ বাজেটে তৈরি হয়েছে 'আদিপুরুষ' ৷ এখনও পর্যন্ত প্রভাস-কৃতির এই ছবিই সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় ছবি । 'তানহাজি' ছবির বিপুল সাফল্যের পর এই ছবিতে হাত দিয়েছিলেন ওম ৷ কিন্তু রামায়ণ নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা ফুটে উঠল না পর্দায় ৷ এমনকি ফ্রি টিকিট বিতরণের স্ট্র্যাটেজিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ৷ ভারতে 300 কোটির গণ্ডি পার করতেই রীতিমতো হিমশিম খাচ্ছে 'আদিপুরুষ' ৷

এরই মাঝে মরার উপর জুটল খাঁড়ার ঘা ৷ বক্স অফিসে খারাপ ফলের পর ওটিটি-ই ছিল শেষ ভরসা ৷ কিন্তু খবর অনুযায়ী ওটিটিতে মুক্তির আগেই নাকি ইন্টারনেটে ফাঁস হয়ে গেল এই ছবি ৷ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত 16 জুন ৷ পরিচালক ওম রাউত এবং ছবির সংলাপ রচয়িতা মনোজ মুন্তাসির তারপর থেকেই লাগাতার সমালোচনার মুখে পড়েছেন ৷ এমনকী ছবির সংলাপ নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে কিছু সংলাপে বদলও এনেছিলেন নির্মাতারা ৷ কিন্তু তাতেও দর্শককে আর হলমুখী করা যায়নি ৷

আরও পড়ুন: শুটিংয়ে চোট পেলেন কিং খান, করা হল অস্ত্রোপচারও

পরিচালক ওম রাউতের 'আদিপুরুষ' ছবিতে লঙ্কেশের ভূমিকায় অভিনয় করছেন সাইফ আলি খান ৷ তাঁর লুক নিয়েও বিতর্ক কম হয়নি ৷ প্রভাসকে ছবিতে দেখা গিয়েছে রাঘব চরিত্রে ৷ আর কৃতি স্যানন হয়েছেন জানকি ৷ ছবিতে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছেন সানি সিং এবং হনুমানের ভূমিকায় দেখা গিয়েছে দেবদত্ত নাগে ।

মুম্বই, 4 জুলাই: প্রেক্ষাগৃহে মুক্তি পর থেকেই বিতর্কের মুখে পড়েছে ওম রাউত পরিচালিত বিগ বাজেট ছবি 'আদিপুরুষ' ৷ রামায়ণের গল্পকে আজকের প্রজন্মের কাছে তুলে ধরতে গিয়ে তাঁরা যেভাবে এই ছবিকে দর্শকের সামনে হাজির করেছেন তা অনেকের কাছেই রীতিমতো চমক ছিল ৷ সংলাপ থেকে ভিএফএক্স সমস্তকিছুই পড়েছে বিপুল সমালোচনার মুখে ৷ এমনকী প্রভাসের প্যান ইন্ডিয়া কেরিয়ার নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এই ছবির পর ৷ এরই মাঝে এল একটি নতুন খবর ৷ ওটিটিতে মুক্তির আগেই নাকি ছবিটির এইচডি সংস্করণ ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে ।

500 থেকে 600 কোটির বিগ বাজেটে তৈরি হয়েছে 'আদিপুরুষ' ৷ এখনও পর্যন্ত প্রভাস-কৃতির এই ছবিই সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় ছবি । 'তানহাজি' ছবির বিপুল সাফল্যের পর এই ছবিতে হাত দিয়েছিলেন ওম ৷ কিন্তু রামায়ণ নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা ফুটে উঠল না পর্দায় ৷ এমনকি ফ্রি টিকিট বিতরণের স্ট্র্যাটেজিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ৷ ভারতে 300 কোটির গণ্ডি পার করতেই রীতিমতো হিমশিম খাচ্ছে 'আদিপুরুষ' ৷

এরই মাঝে মরার উপর জুটল খাঁড়ার ঘা ৷ বক্স অফিসে খারাপ ফলের পর ওটিটি-ই ছিল শেষ ভরসা ৷ কিন্তু খবর অনুযায়ী ওটিটিতে মুক্তির আগেই নাকি ইন্টারনেটে ফাঁস হয়ে গেল এই ছবি ৷ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত 16 জুন ৷ পরিচালক ওম রাউত এবং ছবির সংলাপ রচয়িতা মনোজ মুন্তাসির তারপর থেকেই লাগাতার সমালোচনার মুখে পড়েছেন ৷ এমনকী ছবির সংলাপ নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে কিছু সংলাপে বদলও এনেছিলেন নির্মাতারা ৷ কিন্তু তাতেও দর্শককে আর হলমুখী করা যায়নি ৷

আরও পড়ুন: শুটিংয়ে চোট পেলেন কিং খান, করা হল অস্ত্রোপচারও

পরিচালক ওম রাউতের 'আদিপুরুষ' ছবিতে লঙ্কেশের ভূমিকায় অভিনয় করছেন সাইফ আলি খান ৷ তাঁর লুক নিয়েও বিতর্ক কম হয়নি ৷ প্রভাসকে ছবিতে দেখা গিয়েছে রাঘব চরিত্রে ৷ আর কৃতি স্যানন হয়েছেন জানকি ৷ ছবিতে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছেন সানি সিং এবং হনুমানের ভূমিকায় দেখা গিয়েছে দেবদত্ত নাগে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.