ETV Bharat / entertainment

Prithviraj First Song Hari Har : আমার কেরিয়ারে শোনা সবচেয়ে দেশাত্মবোধক গান 'হরি হর': অক্ষয় - Akshay Kumar on Hari Har song

মুক্তি পেল 'পৃথ্বীরাজ' ছবির প্রথম গান 'হরি হর' ৷ অক্ষয় বললেন এটি তাঁর অভিনয় কেরিয়ারে শোনা সবচেয়ে দেশাত্মবোধক গানগুলির মধ্যে একটি (Akshay Kumar on Hari Har song )৷

akshay kumar latest movie
আমার অভিনয় কেরিয়ারে শোনা সবচেয়ে দেশাত্মবোধক গান 'হরি হর' : অক্ষয়
author img

By

Published : May 12, 2022, 4:19 PM IST

মুম্বই, 12 মে : 'বচ্চন পাণ্ডে' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর অক্ষয় এখন অপেক্ষা করছেন তাঁর নতুন ছবি 'পৃথ্বীরাজ'-এর মুক্তির জন্য় ৷ এই ছবিতে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অভিনয় করছেন বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার ৷ এবার মুক্তি পেল ছবির প্রথম গান 'হরি হর' ৷ ছবিতে যুদ্ধের দৃশ্য চলাকালীন ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে এই গানটি ৷ ছবির মতই এই গানও ভীষণ পছন্দের একটি গান হয়ে উঠেছে অক্ষয়ের ৷ তিনি বলেন এটি তাঁর অভিনয় কেরিয়ারে শোনা সবচেয়ে দেশাত্মবোধক গানগুলির মধ্যে এটি অন্যতম (Akshay Kumar on Hari Har song )৷

অক্ষয়ের কথায়, আমার মতে এই ছবির আত্মা হল এই 'হরি হর' এবং সম্রাট পৃথ্বীরাজের দুঃসাহসী আত্মাকে শ্রদ্ধার্ঘ জানায় এই গান, যিনি নির্দয় হানাদার মহম্মদ ঘুরির হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করতে নিজের সর্বস্ব উৎসর্গ করেছিলেন ৷" তিনি আরও বলেন, "হরি হর এমন একটি গান যে, আমি প্রথমবার শোনার পর থেকেই প্রেমে পড়ে গিয়েছিলাম ৷ আজও, আমি এই গানটি খুব ঘন ঘন শুনি ৷ কারণ এটি আমার পুরো অভিনয় কেরিয়ারে শোনা সবচেয়ে দেশাত্মবোধক গানগুলির মধ্যে একটি ৷" গানটির কথা লিখেছেন বরুণ গ্রোভার, কন্ঠ দিয়েছেন আদর্শ শিন্ডে এবং সুরারোপ করেছেন শঙ্কর এহসান ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : কবে ওটিটিতে আসছে রাজামৌলির 'আরআরআর' ? সামনে এল দিনক্ষণ

এই ছবিতে প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয় ৷ 2017 সালের বিশ্বসুন্দরীর খেতাব জেতা মানুষীর বলিউডে অভিষেক ঘটছে এই ছবির হাত ধরেই ৷ গানেও দেখানো হয়েছে অক্ষয়ের বেশ কিছু প্রেমের দৃশ্য় ৷ জানা গিয়েছে ছবিটির পিছনে রয়েছে ডঃ চন্দ্রপ্রকাশ ত্রিবেদীর 18 বছরের রিসার্চ ৷ সঞ্জয় দত্ত এবং সোনু সুদও এই ছবিতে অভিনয় করতে চলেছেন বিশেষ বিশেষ চরিত্রে ৷ 3 জুন পর্দায় আসছে 'পৃথ্বীরাজ' ৷

মুম্বই, 12 মে : 'বচ্চন পাণ্ডে' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর অক্ষয় এখন অপেক্ষা করছেন তাঁর নতুন ছবি 'পৃথ্বীরাজ'-এর মুক্তির জন্য় ৷ এই ছবিতে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অভিনয় করছেন বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার ৷ এবার মুক্তি পেল ছবির প্রথম গান 'হরি হর' ৷ ছবিতে যুদ্ধের দৃশ্য চলাকালীন ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে এই গানটি ৷ ছবির মতই এই গানও ভীষণ পছন্দের একটি গান হয়ে উঠেছে অক্ষয়ের ৷ তিনি বলেন এটি তাঁর অভিনয় কেরিয়ারে শোনা সবচেয়ে দেশাত্মবোধক গানগুলির মধ্যে এটি অন্যতম (Akshay Kumar on Hari Har song )৷

অক্ষয়ের কথায়, আমার মতে এই ছবির আত্মা হল এই 'হরি হর' এবং সম্রাট পৃথ্বীরাজের দুঃসাহসী আত্মাকে শ্রদ্ধার্ঘ জানায় এই গান, যিনি নির্দয় হানাদার মহম্মদ ঘুরির হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করতে নিজের সর্বস্ব উৎসর্গ করেছিলেন ৷" তিনি আরও বলেন, "হরি হর এমন একটি গান যে, আমি প্রথমবার শোনার পর থেকেই প্রেমে পড়ে গিয়েছিলাম ৷ আজও, আমি এই গানটি খুব ঘন ঘন শুনি ৷ কারণ এটি আমার পুরো অভিনয় কেরিয়ারে শোনা সবচেয়ে দেশাত্মবোধক গানগুলির মধ্যে একটি ৷" গানটির কথা লিখেছেন বরুণ গ্রোভার, কন্ঠ দিয়েছেন আদর্শ শিন্ডে এবং সুরারোপ করেছেন শঙ্কর এহসান ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : কবে ওটিটিতে আসছে রাজামৌলির 'আরআরআর' ? সামনে এল দিনক্ষণ

এই ছবিতে প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয় ৷ 2017 সালের বিশ্বসুন্দরীর খেতাব জেতা মানুষীর বলিউডে অভিষেক ঘটছে এই ছবির হাত ধরেই ৷ গানেও দেখানো হয়েছে অক্ষয়ের বেশ কিছু প্রেমের দৃশ্য় ৷ জানা গিয়েছে ছবিটির পিছনে রয়েছে ডঃ চন্দ্রপ্রকাশ ত্রিবেদীর 18 বছরের রিসার্চ ৷ সঞ্জয় দত্ত এবং সোনু সুদও এই ছবিতে অভিনয় করতে চলেছেন বিশেষ বিশেষ চরিত্রে ৷ 3 জুন পর্দায় আসছে 'পৃথ্বীরাজ' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.