ETV Bharat / entertainment

Rekha Birthday: 69-এ রেখা, জন্মদিনে ফিরে দেখা অমিতাভের সঙ্গে তাঁর রসায়ন - অমিতাভ বচ্চন

Rekha-Amitabh Bachchan Best Films: বলিউডের এভারগ্রিন ডিভা রেখার আজ 69তম জন্মদিন ৷ এই বিশেষ দিনে তাঁর সঙ্গে অমিতাভ বচ্চনের কালজয়ী কিছু ছবির কথা আজ ফিরে দেখব ৷

Rekha Birthday
রেখার জন্মদিন
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 6:55 PM IST

হায়দরাবাদ, 10 অক্টোবর: আজ বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখার জন্মদিন ৷ 69 বছর পূর্ণ করলেন এই ডিভা ৷ পর্দায় রেখার জুটি হিসেবে সবার আগে মনে আসে অমিতাভ বচ্চনের নাম ৷ তাঁদের অভিনয়, দু'জনের রসায়ন মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের ৷ রেখার জন্মদিনে তাঁর ও বিগ বি-র স্মরণীয় কিছু ছবির দিকে নজর রাখব, যা আজও মাতিয়ে রাখে নতুন প্রজন্মকে ৷

দো আনজানে (1976): দুলাল গুহ পরিচালিত 'দো আনজানে' দিয়ে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা শুরু করে রেখা ও অমিতাভ জুটি । এটি একটি বিবাহিত দম্পতির গল্প, যারা ভুল বোঝাবুঝি এবং জীবনের পরীক্ষায় জর্জরিত । রেখা এবং অমিতাভের অভিনয় দেখে মনে হয়েছে, প্রকৃতই যেন তাঁরা স্বামী-স্ত্রী ৷ তাঁদের অসাধারণ রসায়নে বুঝিয়ে দেয় যে, অন-স্ক্রিন তাঁদের এই পার্টনারশিপ দীর্ঘায়িত হতে চলেছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুকাদ্দার কা সিকন্দর (1978): প্রকাশ মেহরা পরিচালিত এই চলচ্চিত্রটি একটি ব্লকবাস্টার হিট ৷ সেই সময়ে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম ছিল মুকাদ্দার কা সিকন্দর । রেখা এই ছবিতে একজন বাইজির চরিত্রে অভিনয় করেছেন ৷ আর অমিতাভ ছিলেন শিরোনাম চরিত্রে ৷ ত্রিকোণ প্রেমের সেই কাহিনি আজও ভুলতে পারেননি দর্শকরা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

গঙ্গা কি সৌগন্ধ (1978): সুলতান আহমেদ পরিচালিত এই অ্যাকশন-প্যাকড ড্রামায় অমিতাভ বচ্চনকে প্রতিশোধ নিতে দেখা গিয়েছে ৷ অশান্তিতে জড়িয়ে পড়া এক চরিত্রের ভূমিকায় অভিনয় করেছেন রেখা । তাঁদের অভিনয়, স্টোরিলাইন রেখা-অমিতাভের জুটিকে আরও জনপ্রিয় করে তুলেছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সিলসিলা (1981): যশ চোপড়ার সিলসিলা সম্ভবত রেখা-অমিতাভ জুটির সবচেয়ে আলোচিত চলচ্চিত্র ৷ সেই সময়ে এই ছবিকে ঘিরে তাঁদের সম্পর্ক নিয়ে বিতর্কের সৃষ্টি হয় । ফিল্মে তাঁদের প্রেমের দৃশ্য মন জয় করেছে দর্শকদের ৷

আরও পড়ুন: ফের পান মশলার বিজ্ঞাপন! কড়া জবাব অভিনেতা অক্ষয় কুমারের

মি. নটবরলাল (1979): রাকেশ কুমার পরিচালিত এই চলচ্চিত্রটি কমেডি এবং নাটকের একটি আনন্দদায়ক মিশ্রণ ৷ অমিতাভ বচ্চনের সঙ্গে সহায়ক ভূমিকায় অভিনয় করেছেন রেখা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সুহাগ (1979): মনমোহন দেশাই পরিচালিত এই রোমাঞ্চকর অ্যাকশন মুভিতে রেখার প্রেমে পাগল ছিলেন অমিতাভ বচ্চন ৷ তাঁদের অন-স্ক্রিন রসায়ন ও কাহিনি এই চলচ্চিত্রে ব্যবসায়িক সাফল্য এনে দেয় ৷ এই ছবি তাঁদের সময়ের সবচেয়ে প্রশংসিত অন-স্ক্রিন জুটি হিসাবে তাদের খ্যাতি আরও বাড়িয়ে তোলে ।

রেখা এবং অমিতাভ বচ্চনের অন-স্ক্রিন পার্টনারশিপ হিন্দি সিনেমাকে নানা উপহারে ভরিয়ে দিয়েছে ৷ সেই কারণে তাঁদের আবার এক ফ্রেমে দেখার ইচ্ছে প্রকাশ করেন ভক্তরা, যদিও সেই সম্ভাবনা নেই বললেই চলে ৷

হায়দরাবাদ, 10 অক্টোবর: আজ বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখার জন্মদিন ৷ 69 বছর পূর্ণ করলেন এই ডিভা ৷ পর্দায় রেখার জুটি হিসেবে সবার আগে মনে আসে অমিতাভ বচ্চনের নাম ৷ তাঁদের অভিনয়, দু'জনের রসায়ন মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের ৷ রেখার জন্মদিনে তাঁর ও বিগ বি-র স্মরণীয় কিছু ছবির দিকে নজর রাখব, যা আজও মাতিয়ে রাখে নতুন প্রজন্মকে ৷

দো আনজানে (1976): দুলাল গুহ পরিচালিত 'দো আনজানে' দিয়ে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা শুরু করে রেখা ও অমিতাভ জুটি । এটি একটি বিবাহিত দম্পতির গল্প, যারা ভুল বোঝাবুঝি এবং জীবনের পরীক্ষায় জর্জরিত । রেখা এবং অমিতাভের অভিনয় দেখে মনে হয়েছে, প্রকৃতই যেন তাঁরা স্বামী-স্ত্রী ৷ তাঁদের অসাধারণ রসায়নে বুঝিয়ে দেয় যে, অন-স্ক্রিন তাঁদের এই পার্টনারশিপ দীর্ঘায়িত হতে চলেছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুকাদ্দার কা সিকন্দর (1978): প্রকাশ মেহরা পরিচালিত এই চলচ্চিত্রটি একটি ব্লকবাস্টার হিট ৷ সেই সময়ে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম ছিল মুকাদ্দার কা সিকন্দর । রেখা এই ছবিতে একজন বাইজির চরিত্রে অভিনয় করেছেন ৷ আর অমিতাভ ছিলেন শিরোনাম চরিত্রে ৷ ত্রিকোণ প্রেমের সেই কাহিনি আজও ভুলতে পারেননি দর্শকরা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

গঙ্গা কি সৌগন্ধ (1978): সুলতান আহমেদ পরিচালিত এই অ্যাকশন-প্যাকড ড্রামায় অমিতাভ বচ্চনকে প্রতিশোধ নিতে দেখা গিয়েছে ৷ অশান্তিতে জড়িয়ে পড়া এক চরিত্রের ভূমিকায় অভিনয় করেছেন রেখা । তাঁদের অভিনয়, স্টোরিলাইন রেখা-অমিতাভের জুটিকে আরও জনপ্রিয় করে তুলেছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সিলসিলা (1981): যশ চোপড়ার সিলসিলা সম্ভবত রেখা-অমিতাভ জুটির সবচেয়ে আলোচিত চলচ্চিত্র ৷ সেই সময়ে এই ছবিকে ঘিরে তাঁদের সম্পর্ক নিয়ে বিতর্কের সৃষ্টি হয় । ফিল্মে তাঁদের প্রেমের দৃশ্য মন জয় করেছে দর্শকদের ৷

আরও পড়ুন: ফের পান মশলার বিজ্ঞাপন! কড়া জবাব অভিনেতা অক্ষয় কুমারের

মি. নটবরলাল (1979): রাকেশ কুমার পরিচালিত এই চলচ্চিত্রটি কমেডি এবং নাটকের একটি আনন্দদায়ক মিশ্রণ ৷ অমিতাভ বচ্চনের সঙ্গে সহায়ক ভূমিকায় অভিনয় করেছেন রেখা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সুহাগ (1979): মনমোহন দেশাই পরিচালিত এই রোমাঞ্চকর অ্যাকশন মুভিতে রেখার প্রেমে পাগল ছিলেন অমিতাভ বচ্চন ৷ তাঁদের অন-স্ক্রিন রসায়ন ও কাহিনি এই চলচ্চিত্রে ব্যবসায়িক সাফল্য এনে দেয় ৷ এই ছবি তাঁদের সময়ের সবচেয়ে প্রশংসিত অন-স্ক্রিন জুটি হিসাবে তাদের খ্যাতি আরও বাড়িয়ে তোলে ।

রেখা এবং অমিতাভ বচ্চনের অন-স্ক্রিন পার্টনারশিপ হিন্দি সিনেমাকে নানা উপহারে ভরিয়ে দিয়েছে ৷ সেই কারণে তাঁদের আবার এক ফ্রেমে দেখার ইচ্ছে প্রকাশ করেন ভক্তরা, যদিও সেই সম্ভাবনা নেই বললেই চলে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.