ETV Bharat / entertainment

Bipasha Celebrates Devi Half-birthday: দেবীর 6 মাস পূর্তির উদযাপন বিপাশা-করণের - বিপাশা বসু

6 মাস পূর্ণ হল বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের কন্যা দেবীর ৷ এই বিশেষ দিনটি সেলিব্রেট করে একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী ৷

Bipasha Celebrates Devi Half-birthday
বিপাশা-করণ
author img

By

Published : May 13, 2023, 12:57 PM IST

মুম্বই, 13 মে: বলিউডের সেলেব কাপল বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার প্রায়ই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁদের আদরের কন্যা দেবীর নানা মুহূর্ত তুলে ধরেন । শুক্রবার জিসম অভিনেত্রী তাঁর ভক্তদের জানালেন যে, তাঁরা দেবীর 6 মাস পূর্তি উদযাপন করছেন ৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেবীর একটি ছবিও পোস্ট করেন তিনি ৷

12 মে ছয় মাস বয়স হল বিপাশা ও করণের কন্যা দেবীর ৷ সেই উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে বিপাশা ক্যাপশনে লিখেছেন, "আমাদের হৃদয়ে 6 মাস শুভ হোক । দেবী । যাঁরা তাকে ভালবাসা ও শুভেচ্ছা দিয়েছেন এবং মিষ্টি উপহার পাঠিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ । কৃতজ্ঞ ।"

বিপাশার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তাঁর হাবি করণ সিং গ্রোভার কোলে জড়িয়ে রেখেছেন তাঁর কন্যা দেবীকে ৷ সেলেব-কন্যার পরনে সাদার উপর হলুদ প্রিন্টের পোশাক ৷ পাশে রয়েছে একটি বেলুন এবং একটি টি-শার্ট ৷ সেখানে লেখা রয়েছে, "1/2 ওয়ে টু ওয়ান" ৷ অর্থাৎ এক বছর হওয়ার পথে অর্ধেক পথ অতিক্রান্ত ৷ পাশে রয়েছে বেশ কয়েকটি উপহারের বাক্স এবং খেলনা ৷

বিপাশা বসু তাঁর মেয়ের ছবি এবং সুন্দর ভিডিয়ো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করতে ভালোবাসেন । সম্প্রতি তিনি একটি ক্লিপ শেয়ার করেন, যেখানে তিনি তাঁর ছোট্ট মেয়েকে একজন ক্রীড়াবিদ হিসেবে উল্লেখ করেছেন । বিপাশা এবং করণ সিং গ্রোভার তাঁদের বিয়ের ছয় বছর পর গত বছর 12 নভেম্বর তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানান । ইনস্টাগ্রামে বিপাশা একটি পোস্ট শেয়ার করে মেয়ের নাম ঘোষণা করেন অভিনেত্রী ।

ছবিতে লেখা ছিল, "12.11.2022 । দেবী বসু সিং গ্রোভার । মায়ের ভালোবাসা এবং আশীর্বাদের শারীরিক প্রকাশ এখন এখানে এবং সে ঐশ্বরিক ।" গত বছরের 16 অগস্ট এই দম্পতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন যে, তাঁদের জীবনে আসতে চলেছে প্রথম সন্তান ।

পেশাদার জীবনে করণ সিং গ্রোভারকে পরবর্তীতে পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরবর্তী এরিয়াল অ্যাকশন থ্রিলার ফিল্ম ফাইটারে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা যাবে ।

আরও পড়ুন: ন্যাচরাল অ্যাথলিট, মেয়ে দেবীর ভিডিয়ো শেয়ার করে কেন লিখলেন বিপাশা ?

মুম্বই, 13 মে: বলিউডের সেলেব কাপল বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার প্রায়ই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁদের আদরের কন্যা দেবীর নানা মুহূর্ত তুলে ধরেন । শুক্রবার জিসম অভিনেত্রী তাঁর ভক্তদের জানালেন যে, তাঁরা দেবীর 6 মাস পূর্তি উদযাপন করছেন ৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেবীর একটি ছবিও পোস্ট করেন তিনি ৷

12 মে ছয় মাস বয়স হল বিপাশা ও করণের কন্যা দেবীর ৷ সেই উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে বিপাশা ক্যাপশনে লিখেছেন, "আমাদের হৃদয়ে 6 মাস শুভ হোক । দেবী । যাঁরা তাকে ভালবাসা ও শুভেচ্ছা দিয়েছেন এবং মিষ্টি উপহার পাঠিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ । কৃতজ্ঞ ।"

বিপাশার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তাঁর হাবি করণ সিং গ্রোভার কোলে জড়িয়ে রেখেছেন তাঁর কন্যা দেবীকে ৷ সেলেব-কন্যার পরনে সাদার উপর হলুদ প্রিন্টের পোশাক ৷ পাশে রয়েছে একটি বেলুন এবং একটি টি-শার্ট ৷ সেখানে লেখা রয়েছে, "1/2 ওয়ে টু ওয়ান" ৷ অর্থাৎ এক বছর হওয়ার পথে অর্ধেক পথ অতিক্রান্ত ৷ পাশে রয়েছে বেশ কয়েকটি উপহারের বাক্স এবং খেলনা ৷

বিপাশা বসু তাঁর মেয়ের ছবি এবং সুন্দর ভিডিয়ো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করতে ভালোবাসেন । সম্প্রতি তিনি একটি ক্লিপ শেয়ার করেন, যেখানে তিনি তাঁর ছোট্ট মেয়েকে একজন ক্রীড়াবিদ হিসেবে উল্লেখ করেছেন । বিপাশা এবং করণ সিং গ্রোভার তাঁদের বিয়ের ছয় বছর পর গত বছর 12 নভেম্বর তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানান । ইনস্টাগ্রামে বিপাশা একটি পোস্ট শেয়ার করে মেয়ের নাম ঘোষণা করেন অভিনেত্রী ।

ছবিতে লেখা ছিল, "12.11.2022 । দেবী বসু সিং গ্রোভার । মায়ের ভালোবাসা এবং আশীর্বাদের শারীরিক প্রকাশ এখন এখানে এবং সে ঐশ্বরিক ।" গত বছরের 16 অগস্ট এই দম্পতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন যে, তাঁদের জীবনে আসতে চলেছে প্রথম সন্তান ।

পেশাদার জীবনে করণ সিং গ্রোভারকে পরবর্তীতে পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরবর্তী এরিয়াল অ্যাকশন থ্রিলার ফিল্ম ফাইটারে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা যাবে ।

আরও পড়ুন: ন্যাচরাল অ্যাথলিট, মেয়ে দেবীর ভিডিয়ো শেয়ার করে কেন লিখলেন বিপাশা ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.