ETV Bharat / entertainment

Haami 2 Trailer Launch: শিশু দিবসেই দর্শকের দরবারে 'হামি-2' ট্রেলার - Haami 2 Trailer

আজ 14 নভেম্বর, শিশু দিবস (Children's Day) ৷ আর এইদিনটাকেই বেছে নিল 'হামি-2' এর পরিচালক ৷ দর্শকের সামনে পেশ করলেন 'হামি-2' এর ট্রেলার (Haami 2 Trailer) ৷ তাছাড়া শিশু দিবস ছাড়া 'হামি 2'- এর ট্রেলার লঞ্চের আদর্শ দিন আর কোনটা হতে পারে?

Haami 2 Trailer Launch
শিশু দিবসেই দর্শক দরবারে 'হামি-2' এর ট্রেলার
author img

By

Published : Nov 14, 2022, 10:50 PM IST

কলকাতা, 14 নভেম্বর: এর আগে শুভ বিজয়ার উপহার হিসাবে পরিচালকরা দর্শকদের দিয়েছেন 'হামি-2' এর মিউজিক্যাল ট্রেলার ৷ আর আজকের দিনে অর্থাৎ শিশু দিবসের (Children's Day) দিনে, শিবপ্রসাদ ও নন্দিতা হাজির (Shiboprosad Mukherjee Nandita Roy New Film) করলেন 'হামি 2'-এর অফিসিয়াল ট্রেলার। আগামী 16 ডিসেম্বর বড়দিনের উপহার হিসাবে বড় পর্দায় এই ছবি মুক্তি পাবে ৷

Haami 2 Trailer Launch
অঞ্জন দত্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তীর পাশাপাশি মনামী ঘোষ, সোমক ঘোষকেও দেখা যাবে এই ছবিতে

এ দিনের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির কুশীলবেরা ছাড়াও অন্যান্য বিশিষ্টজন। এখানেই শেষ নয়, হাজির ছিল শহরের বিভিন্ন স্কুল থেকে আসা প্রায় 200টি বাচ্চা। সকলকে নিয়েই ট্রেলার লঞ্চে গমগম করছিল প্রিয়া সিনেমা হল।

Haami 2 Trailer Launch
এদিন স্কুল বয়-এর বেশে মঞ্চে হাজির হন ছবির লাল্টু তথা পরিচালক অর্থাৎ শিবপ্রসাদ মুখোপাধ্যায় পাশে ছিলেন ছবির আরেক পরিচালক নন্দিতা রায়ও

অনুষ্ঠানে নজর কাড়েন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন স্কুল বয়-এর বেশে মঞ্চে হাজির হন ছবির লাল্টু তথা পরিচালক অর্থাৎ শিবপ্রসাদ মুখোপাধ্যায়। হাজির ছিলেন ছবির আরেক পরিচালক নন্দিতা রায়ও।

Haami 2 Trailer Launch
শিবপ্রসাদ ও নন্দিতা হাজির করলেন 'হামি 2'-এর অফিসিয়াল ট্রেলার

হামি'র দুর্দান্ত সাফল্যের পর 'হামি-2' আসছে অন্য গল্প নিয়ে। লাল্টু আর মিতালি তো থাকছেই। এবার তাঁদের পদবী বদল হচ্ছে। আর লাল্টুর পেশাও। এবার তাঁদের দুই ছেলে। জানা গিয়েছে এই ছবিতে সবমিলিয়ে প্রায় 81 জন বাচ্চা অভিনয় করবে।

Haami 2 Trailer Launch
হাজির ছিল শহরের বিভিন্ন স্কুল থেকে আসা প্রায় 200টি বাচ্চা

এবছর বড়দিনের ছুটিতেই আসবে এই ছবি। অঞ্জন দত্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তীর পাশাপাশি মনামী ঘোষ, সোমক ঘোষকেও দেখা যাবে এই ছবিতে।

আরও পড়ুন: হাজির 'হামি 2'-এর নতুন গান, অরুণাকে প্রশংসায় ভরালেন কুমার শানু এবং জয় সরকার

কলকাতা, 14 নভেম্বর: এর আগে শুভ বিজয়ার উপহার হিসাবে পরিচালকরা দর্শকদের দিয়েছেন 'হামি-2' এর মিউজিক্যাল ট্রেলার ৷ আর আজকের দিনে অর্থাৎ শিশু দিবসের (Children's Day) দিনে, শিবপ্রসাদ ও নন্দিতা হাজির (Shiboprosad Mukherjee Nandita Roy New Film) করলেন 'হামি 2'-এর অফিসিয়াল ট্রেলার। আগামী 16 ডিসেম্বর বড়দিনের উপহার হিসাবে বড় পর্দায় এই ছবি মুক্তি পাবে ৷

Haami 2 Trailer Launch
অঞ্জন দত্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তীর পাশাপাশি মনামী ঘোষ, সোমক ঘোষকেও দেখা যাবে এই ছবিতে

এ দিনের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির কুশীলবেরা ছাড়াও অন্যান্য বিশিষ্টজন। এখানেই শেষ নয়, হাজির ছিল শহরের বিভিন্ন স্কুল থেকে আসা প্রায় 200টি বাচ্চা। সকলকে নিয়েই ট্রেলার লঞ্চে গমগম করছিল প্রিয়া সিনেমা হল।

Haami 2 Trailer Launch
এদিন স্কুল বয়-এর বেশে মঞ্চে হাজির হন ছবির লাল্টু তথা পরিচালক অর্থাৎ শিবপ্রসাদ মুখোপাধ্যায় পাশে ছিলেন ছবির আরেক পরিচালক নন্দিতা রায়ও

অনুষ্ঠানে নজর কাড়েন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন স্কুল বয়-এর বেশে মঞ্চে হাজির হন ছবির লাল্টু তথা পরিচালক অর্থাৎ শিবপ্রসাদ মুখোপাধ্যায়। হাজির ছিলেন ছবির আরেক পরিচালক নন্দিতা রায়ও।

Haami 2 Trailer Launch
শিবপ্রসাদ ও নন্দিতা হাজির করলেন 'হামি 2'-এর অফিসিয়াল ট্রেলার

হামি'র দুর্দান্ত সাফল্যের পর 'হামি-2' আসছে অন্য গল্প নিয়ে। লাল্টু আর মিতালি তো থাকছেই। এবার তাঁদের পদবী বদল হচ্ছে। আর লাল্টুর পেশাও। এবার তাঁদের দুই ছেলে। জানা গিয়েছে এই ছবিতে সবমিলিয়ে প্রায় 81 জন বাচ্চা অভিনয় করবে।

Haami 2 Trailer Launch
হাজির ছিল শহরের বিভিন্ন স্কুল থেকে আসা প্রায় 200টি বাচ্চা

এবছর বড়দিনের ছুটিতেই আসবে এই ছবি। অঞ্জন দত্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তীর পাশাপাশি মনামী ঘোষ, সোমক ঘোষকেও দেখা যাবে এই ছবিতে।

আরও পড়ুন: হাজির 'হামি 2'-এর নতুন গান, অরুণাকে প্রশংসায় ভরালেন কুমার শানু এবং জয় সরকার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.