কলকাতা, 14 নভেম্বর: এর আগে শুভ বিজয়ার উপহার হিসাবে পরিচালকরা দর্শকদের দিয়েছেন 'হামি-2' এর মিউজিক্যাল ট্রেলার ৷ আর আজকের দিনে অর্থাৎ শিশু দিবসের (Children's Day) দিনে, শিবপ্রসাদ ও নন্দিতা হাজির (Shiboprosad Mukherjee Nandita Roy New Film) করলেন 'হামি 2'-এর অফিসিয়াল ট্রেলার। আগামী 16 ডিসেম্বর বড়দিনের উপহার হিসাবে বড় পর্দায় এই ছবি মুক্তি পাবে ৷
এ দিনের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির কুশীলবেরা ছাড়াও অন্যান্য বিশিষ্টজন। এখানেই শেষ নয়, হাজির ছিল শহরের বিভিন্ন স্কুল থেকে আসা প্রায় 200টি বাচ্চা। সকলকে নিয়েই ট্রেলার লঞ্চে গমগম করছিল প্রিয়া সিনেমা হল।
অনুষ্ঠানে নজর কাড়েন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন স্কুল বয়-এর বেশে মঞ্চে হাজির হন ছবির লাল্টু তথা পরিচালক অর্থাৎ শিবপ্রসাদ মুখোপাধ্যায়। হাজির ছিলেন ছবির আরেক পরিচালক নন্দিতা রায়ও।
হামি'র দুর্দান্ত সাফল্যের পর 'হামি-2' আসছে অন্য গল্প নিয়ে। লাল্টু আর মিতালি তো থাকছেই। এবার তাঁদের পদবী বদল হচ্ছে। আর লাল্টুর পেশাও। এবার তাঁদের দুই ছেলে। জানা গিয়েছে এই ছবিতে সবমিলিয়ে প্রায় 81 জন বাচ্চা অভিনয় করবে।
এবছর বড়দিনের ছুটিতেই আসবে এই ছবি। অঞ্জন দত্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তীর পাশাপাশি মনামী ঘোষ, সোমক ঘোষকেও দেখা যাবে এই ছবিতে।
আরও পড়ুন: হাজির 'হামি 2'-এর নতুন গান, অরুণাকে প্রশংসায় ভরালেন কুমার শানু এবং জয় সরকার