হায়দরাবাদ, 26 মার্চ: বলিউডের কিং খানের ভক্তদের সারপ্রাইজ ট্রিট দিলেন শাহরুখ-পত্নী গৌরী খান (Gauri Shares Family Picture)৷ তিনি তাঁর ইনস্টাগ্রামে তাঁদের গোটা পরিবারের একটি না-দেখা ছবি পোস্ট করেছেন ৷ সেই ছবিতে শাহরুখ খান ও গৌরী ছাড়াও রয়েছে তাঁদের তিন সন্তান আরিয়ান, সুহানা এবং আবরাম (Aryan Suhana and AbRam)৷ সবার পরনে কালো পোশাক ৷ সপরিবার শাহরুখের এমন ছবি দেখে আপ্লুত নেট নাগরিকরা ৷ ছবিটি গৌরীর কফি টেবিল বই, মাই লাইফ ইন ডিজাইন থেকে নেওয়া হয়েছে (Gauri Khan shares picture with Shah Rukh Khan)৷
রবিবার গৌরী খান তাঁদের অনুরাগীদের কফি টেবিল বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় একটি দুরন্ত পারিবারিক ছবিটি পোস্ট করেছেন ৷ তাঁদের মন্নতের বাড়িতে আগে কখনও এই ছবি দেখা যায়নি ৷ বলিউডের পাওয়ার কাপল শাহরুখ খান এবং গৌরী খানকে প্রতিটি ক্ষেত্রে তাঁদের কাপল গোল অ্যাচিভ করতে দেখা যায় ৷ এই ছবিতে 31 বছর বিবাহিত থাকার পরেও তাঁদের অতুলনীয় রসায়ন ফুটে উঠেছে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবিতে বলিউডের বাদশা পরেছেন একটি কালো টি-শার্ট আর কালো ট্রাউজার্স এবং রয়েছে একটি কালো চামড়ার জ্যাকেট ৷ গৌরীর পরনে একটি ডিপ নেকলাইনের সুন্দর কালো পোশাক ৷ এসআরকে-এর পদাঙ্ক অনুসরণ করে আরিয়ান এবং আবরামও কালো রঙে মজেছেন । আর সোশ্যাল মিডিয়ায় দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া সুহানাকে একটি কালো-সাদা পোশাকে দারুণ মানিয়েছে ৷ ছেলেদের এসআরকে-র গম্ভীর চেহারা অনুকরণ করতে দেখা গিয়েছে, তবে ছবিতে মা ও মেয়ের লুক অনেকটা সাবলীল ৷
আরও পড়ুন: এনামুলের থেকে 5 কোটি টাকা নিয়েছেন দেব, দুর্নীতিতে জড়িত সায়নীও; বিস্ফোরক হিরণ
গৌরী ছবিটি শেয়ার করার পরপরই ভক্তরা লাল হৃদয়ের ইমোটিকনে বানভাসি করেছে মন্তব্য বিভাগ । ছবিটিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ভক্ত লিখেছেন, "ম্যাম পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ ।" আরেকজন লিখেছেন, "হ্যান্ডসাম অ্যান্ড গর্জিয়াস কিং খান এবং ফ্যামিলি, লাভ ইউ কিং খান ।" আর একজন আবার লিখেছেন, "পাঠান কি পরিবার"৷