ETV Bharat / entertainment

Gadar 2 BO Collection: মুকুটে নতুন পালক, স্বাধীনতা দিবসে রেকর্ড ব্যবসা করল 'গদর 2' - Gadar 2 BO Collection

রেকর্ড গড়ল সানি-আমিশার 'গদর 2' ৷ ভারতীয় সিনেমার ইতিহাসে স্বাধীনতা দিবসে সবচেয়ে বেশি টাকা ঘরে তুলল ছবিটি ৷

Gadar 2 BO Collection
রেকর্ড গড়ল গদর 2
author img

By

Published : Aug 16, 2023, 10:26 AM IST

Updated : Aug 16, 2023, 10:59 AM IST

হায়দরাবাদ, 15 অগস্ট: সিনে ক্রিটিক তরণ আদর্শ লিখেছিলেন, বলিউডের চোখ খুলে দেওয়ার মতো ছবি 'গদর 2' ৷ নয়ের দশকের আদলে তৈরি এই ছবি সিঙ্গল স্ক্রিনে যেভাবে রাজ করছে তা থেকে স্পষ্ট লজিককে দূরে সরিয়ে সানি-ম্যাজিকেই মাত অনুরাগীরা ৷ সানি-আমিশা জুটির উপর ভরসা রেখে পরিচালক অনিল শর্মা যে কোনও ভুল করেননি তা আবারও প্রমাণ হল স্বাধীনতা দিবসে ৷ নতুন মাইলফলক স্পর্শ করল ছবিটি ৷

সোমবারই 150 কোটি পার করেছিল শক্তিমান তলোয়ারের লেখা কাহিনি ৷ লালমোহনবাবুর ভাষায় 'হলে পায়রা উড়িয়ে দেওয়া সংলাপ' আর দুরন্ত অ্যাকশন... সবমিলিয়ে সানি-উৎকর্ষদের কাছ থেকে দর্শক যা আশা করেছিলেন সবটাই রয়েছে ছবিতে ৷ আর সেই ফর্মুলাতেই আরও একবার অঙ্কের হিসেবে সুপারহিট এক ছবি উপহার দিলেন অনিল ৷ মঙ্গলবার অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ভারতীয় সিনেমার ইতিহাসে এক বিশেষ মাইলস্টোন ছুঁল ছবিটি ৷ 'স্বাধীনতা দিবসে সবচেয়ে বেশি আয় করা ছবি'র তালিকার শীর্ষস্থান দখল করল 'গদর 2' ৷

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, স্বাধীনতা দিবসে 50.53 কোটি টাকা আয় করেছে ছবিটি ৷ স্যাকনিল্কের দাবি, এর আগে কোনও ভারতীয় সিনেমা এই বিশেষ দিনে এত টাকা আয় করতে পারেনি ৷ দেশের বক্স অফিস ধরে হিসেব করলে 'গদর 2'-এর মোট আয় 228.98 কোটি ৷ মুক্তির পর পাঁচ দিনের মধ্যেই বাজেটের দ্বিগুণেরও বেশি টাকা ঘরে তুলে ফেলেছে ছবিটি ৷

আরও পড়ুন: পুজোর আগেই আসছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'পালান', ছবি মুক্তির তারিখ জানালেন পরিচালক

যদিও বক্স অফিস, কোনও সিনেমার সাফল্যের শেষ কথা নয় ৷ কিন্তু যে কোনও নির্মাতাই মানবেন দিনের শেষে সিনেমার সঙ্গে জড়িয় থাকে ব্যবসা ৷ ইন্ডাস্ট্রির জন্য সুপারহিট ছবি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় ৷ 'গদর: এক প্রেম কথা'র মতো 'গদর 2' ক্লাট ছবির তালিকায় জায়গা পাবে কি না সে উত্তর দেবে সময় ৷

সমালোচকদের অনেকে এও বলছেন, সানি দেওল তাঁর চরিত্রে সেরা হলেও আমিশা কিংবা উৎকর্ষ শর্মা ততোটা নজর কাড়তে পারেননি ৷ কিন্তু একথা ঠিক যে নয়ের দশকের স্মৃতিকে আবার ফিরিয়ে এনেছে এই ছবি ৷ পাশাপাশি সিঙ্গল স্ক্রিনের গুরুত্ব কতখানি তাও আবার চোখে আঙুল দিয়ে বলিউডকে দেখিয়ে দিয়েছেন সানি দেওল-আমিশা প্যাটেলরা ৷

হায়দরাবাদ, 15 অগস্ট: সিনে ক্রিটিক তরণ আদর্শ লিখেছিলেন, বলিউডের চোখ খুলে দেওয়ার মতো ছবি 'গদর 2' ৷ নয়ের দশকের আদলে তৈরি এই ছবি সিঙ্গল স্ক্রিনে যেভাবে রাজ করছে তা থেকে স্পষ্ট লজিককে দূরে সরিয়ে সানি-ম্যাজিকেই মাত অনুরাগীরা ৷ সানি-আমিশা জুটির উপর ভরসা রেখে পরিচালক অনিল শর্মা যে কোনও ভুল করেননি তা আবারও প্রমাণ হল স্বাধীনতা দিবসে ৷ নতুন মাইলফলক স্পর্শ করল ছবিটি ৷

সোমবারই 150 কোটি পার করেছিল শক্তিমান তলোয়ারের লেখা কাহিনি ৷ লালমোহনবাবুর ভাষায় 'হলে পায়রা উড়িয়ে দেওয়া সংলাপ' আর দুরন্ত অ্যাকশন... সবমিলিয়ে সানি-উৎকর্ষদের কাছ থেকে দর্শক যা আশা করেছিলেন সবটাই রয়েছে ছবিতে ৷ আর সেই ফর্মুলাতেই আরও একবার অঙ্কের হিসেবে সুপারহিট এক ছবি উপহার দিলেন অনিল ৷ মঙ্গলবার অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ভারতীয় সিনেমার ইতিহাসে এক বিশেষ মাইলস্টোন ছুঁল ছবিটি ৷ 'স্বাধীনতা দিবসে সবচেয়ে বেশি আয় করা ছবি'র তালিকার শীর্ষস্থান দখল করল 'গদর 2' ৷

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, স্বাধীনতা দিবসে 50.53 কোটি টাকা আয় করেছে ছবিটি ৷ স্যাকনিল্কের দাবি, এর আগে কোনও ভারতীয় সিনেমা এই বিশেষ দিনে এত টাকা আয় করতে পারেনি ৷ দেশের বক্স অফিস ধরে হিসেব করলে 'গদর 2'-এর মোট আয় 228.98 কোটি ৷ মুক্তির পর পাঁচ দিনের মধ্যেই বাজেটের দ্বিগুণেরও বেশি টাকা ঘরে তুলে ফেলেছে ছবিটি ৷

আরও পড়ুন: পুজোর আগেই আসছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'পালান', ছবি মুক্তির তারিখ জানালেন পরিচালক

যদিও বক্স অফিস, কোনও সিনেমার সাফল্যের শেষ কথা নয় ৷ কিন্তু যে কোনও নির্মাতাই মানবেন দিনের শেষে সিনেমার সঙ্গে জড়িয় থাকে ব্যবসা ৷ ইন্ডাস্ট্রির জন্য সুপারহিট ছবি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় ৷ 'গদর: এক প্রেম কথা'র মতো 'গদর 2' ক্লাট ছবির তালিকায় জায়গা পাবে কি না সে উত্তর দেবে সময় ৷

সমালোচকদের অনেকে এও বলছেন, সানি দেওল তাঁর চরিত্রে সেরা হলেও আমিশা কিংবা উৎকর্ষ শর্মা ততোটা নজর কাড়তে পারেননি ৷ কিন্তু একথা ঠিক যে নয়ের দশকের স্মৃতিকে আবার ফিরিয়ে এনেছে এই ছবি ৷ পাশাপাশি সিঙ্গল স্ক্রিনের গুরুত্ব কতখানি তাও আবার চোখে আঙুল দিয়ে বলিউডকে দেখিয়ে দিয়েছেন সানি দেওল-আমিশা প্যাটেলরা ৷

Last Updated : Aug 16, 2023, 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.