ETV Bharat / entertainment

Fukrey 3 Release Date: কবে আসছে ফুকরে-3, জানা গেল রিলিজের দিন - ফুকরে সিরিজ

গত দু'টি অধ্য়ায়ের মারাত্মক সাফল্যের পর এবার আসতে চলেছে 'ফুকরে 3' ৷ আগামী 7 সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি (Fukrey 3 Will Release on 7 Sep 2023) ৷

Etv Bharat
গত দু'টি অধ্য়ায়ের মারাত্মক সাফল্যের পর এবার আসতে চলেছে 'ফুকরে 3'
author img

By

Published : Jan 24, 2023, 4:03 PM IST

মুম্বই, 24 জানুয়ারি: আসছে 'ফুকরে 3' ৷ হাস্যরসে ভরপুর এই ছবির তৃতীয় পর্বের জন্য় বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন দর্শকরা ৷ এবার এই ছবির মুক্তির তারিখ ঘোষণা করলেন প্রযোজক ও বলিউডের জনপ্রিয় অভিনেতা ফারহান আখতার ৷ মঙ্গলবার নির্মাতারা জানিয়েছেন, এই বছর সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে অভিনয় করবেন পুলকিত সম্রাট, বরুণ শর্মা, মনজোত সিং, রিচা চাড্ডা এবং পঙ্কজ ত্রিপাঠী ৷ এর আগের দুই পর্বে রীতিমতো দর্শকদের মোহিত করেছেন তাঁরা ৷ এবার ফের একবার আসতে চলছে দমফাটা হাসির এই কাহিনির নতুন পর্ব ৷

ছবির মুক্তির তারিখ ঘোষণা করে ফারহান লিখেছেন, "এবার হতে চলেছে চমৎকার, যমুনাও হয়ে যাবে পার ৷ ফুকরে 3 প্রেক্ষাগৃহে আসতে চলেছে আগামী 7 সেপ্টেম্বর (Fukrey 3 Will Release on 7 Sep 2023)৷" ফুকরে সিরিজের প্রথম ছবি মুক্তি পেয়েছিল 2013 সালে যার বাজেট ছিল 4 কোটি টাকা ৷ এই ছবিটি বক্স অফিসে আয় করেছিল 50 কোটি ৷ আর দ্বিতীয়টি 2017 সালে ৷ একইরকম সাফল্য পেয়েছিল দ্বিতীয়টিও ৷ এই ছবিটির পরিচালনার দায়িত্বও রয়েছে মৃগদীপ লাম্বার হাতে ৷ প্রথম দু'টি অধ্য়ায় বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে ৷

নির্মাতাদের আশা, প্রথম ও দ্বিতীয় পর্বের মতো এই ছবিটিও আগামিদিনে বক্স অফিসে সাফল্য পেতে চলেছে (Fukrey Series At Box Office)৷ 2017 সালে 22 কোটির বাজেট নিয়ে তৈরি হয় 'ফুকরে 2' ৷ দর্শকদের মোহিত করে এই ছবি ঢুকে পড়ে 100 কোটির ক্লাবে ৷ এই ছবিটি বক্স অফিসে আয় করেছিল প্রায় 106 কোটি টাকা ৷

আরও পড়ুন: মুক্তি পেল স্ট্যান্ট অ্যাকশনে ভরপুর 'ভোলা' র দ্বিতীয় টিজার

তাই এবারও নির্মাতারা আশাবাদী পরবর্তী সিরিজ নিয়ে ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি । এখন এই ছবি কতটা দর্শকদের মনে জায়গা নিতে পারে সেটাই দেখার (Fukrey 3 Release Date OUT) ৷

মুম্বই, 24 জানুয়ারি: আসছে 'ফুকরে 3' ৷ হাস্যরসে ভরপুর এই ছবির তৃতীয় পর্বের জন্য় বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন দর্শকরা ৷ এবার এই ছবির মুক্তির তারিখ ঘোষণা করলেন প্রযোজক ও বলিউডের জনপ্রিয় অভিনেতা ফারহান আখতার ৷ মঙ্গলবার নির্মাতারা জানিয়েছেন, এই বছর সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে অভিনয় করবেন পুলকিত সম্রাট, বরুণ শর্মা, মনজোত সিং, রিচা চাড্ডা এবং পঙ্কজ ত্রিপাঠী ৷ এর আগের দুই পর্বে রীতিমতো দর্শকদের মোহিত করেছেন তাঁরা ৷ এবার ফের একবার আসতে চলছে দমফাটা হাসির এই কাহিনির নতুন পর্ব ৷

ছবির মুক্তির তারিখ ঘোষণা করে ফারহান লিখেছেন, "এবার হতে চলেছে চমৎকার, যমুনাও হয়ে যাবে পার ৷ ফুকরে 3 প্রেক্ষাগৃহে আসতে চলেছে আগামী 7 সেপ্টেম্বর (Fukrey 3 Will Release on 7 Sep 2023)৷" ফুকরে সিরিজের প্রথম ছবি মুক্তি পেয়েছিল 2013 সালে যার বাজেট ছিল 4 কোটি টাকা ৷ এই ছবিটি বক্স অফিসে আয় করেছিল 50 কোটি ৷ আর দ্বিতীয়টি 2017 সালে ৷ একইরকম সাফল্য পেয়েছিল দ্বিতীয়টিও ৷ এই ছবিটির পরিচালনার দায়িত্বও রয়েছে মৃগদীপ লাম্বার হাতে ৷ প্রথম দু'টি অধ্য়ায় বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে ৷

নির্মাতাদের আশা, প্রথম ও দ্বিতীয় পর্বের মতো এই ছবিটিও আগামিদিনে বক্স অফিসে সাফল্য পেতে চলেছে (Fukrey Series At Box Office)৷ 2017 সালে 22 কোটির বাজেট নিয়ে তৈরি হয় 'ফুকরে 2' ৷ দর্শকদের মোহিত করে এই ছবি ঢুকে পড়ে 100 কোটির ক্লাবে ৷ এই ছবিটি বক্স অফিসে আয় করেছিল প্রায় 106 কোটি টাকা ৷

আরও পড়ুন: মুক্তি পেল স্ট্যান্ট অ্যাকশনে ভরপুর 'ভোলা' র দ্বিতীয় টিজার

তাই এবারও নির্মাতারা আশাবাদী পরবর্তী সিরিজ নিয়ে ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি । এখন এই ছবি কতটা দর্শকদের মনে জায়গা নিতে পারে সেটাই দেখার (Fukrey 3 Release Date OUT) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.