ETV Bharat / entertainment

Celebs Viral Dance Video: নাচে মাতলেন ঊর্বশী থেকে অমলা, দেখে নিন সেলেবদের হোলি সেলিব্রেশনের কিছু ঝলক - Amala Urvashi Share New Dance Videos For Holi

হোলির রঙে মেতেছে বলিউড থেকে টলিউড ৷ ঊর্বশী থেকে অমলা অনেকের নাচের ভিডিয়োই এখন ভাইরাল নেটপাড়ায় ৷ আসুন দেখে নেওয়া এমনই কয়েকটি ভিডিয়ো (Amala Urvashi Share New Dance Videos For Holi)৷

Etv Bharat
দেখুন সেলেবদের হোলি সেলিব্রেশনের ভাইরাল ভিডিয়ো
author img

By

Published : Mar 8, 2023, 7:48 PM IST

হায়দরাবাদ, 8 মার্চ: হোলির রঙে মেতে উঠেছেন সকলেই ৷ বলিউড, টলিউড তো বটেই দক্ষিণের অভিনেতা অভিনেত্রীরাও মেতে উঠেছে বসন্তের রঙিন উৎসবে ৷ রঙের উৎসবে একদিকে যেমন নেচে উঠলেন অমলা পল ৷ তেমনই নেচে উঠলেন ঊর্বশী রাউতেলাও ৷ দু'জনেই হোলি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ফ্যানেদের ৷ আর দু'টি ভিডিয়োই এখন রীতিমতো ভাইরাল নেটপাড়ায় (Celebs Viral Dance Video of Holi Celebration )৷

অভিনেত্রী অমলা পল ভিডিয়োটি শেয়ার করেছেন মঙ্গলবার ৷ ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, 'শুভ পূর্নিমা এবং হোলির শুভেচ্ছা ৷' অমলার নতুন ভিডিয়ো মানেই চড়বে নেটপাড়ার পারদ ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷ তাঁর ব্লোড ডান্স মুভ ঘায়েল করল ফ্যানেদের ৷ অন্যদিকে ঊর্বশীও মেতে উঠলেন হোলির উদযাপনে ৷ ঊর্বশী এবং অমলাদের এদিন এক সুতোয় বেঁধে দিল হোলি ৷

ঊর্বশীকে হোলি উদযাপন করতে দেখা গেল রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে ৷ সুখবীরের গানে রং মেখে ভাংড়া নাচে কোমর দোলাতেও ভুললেন না অভিনেত্রী ৷ অবশ্য় বলিউড এবং টলিউডের আরও অনেকেই হোলি উপলক্ষ্যে তাঁদের নাচের ভিডিয়ো শেয়ার করেছেন ৷ ঠিক যেমন অভিনেত্রী ঋত্বিকা সেন গতকাল নেচে উঠেছিলেন 'লেটস প্লে হোলি গানে' ৷ আবার অভিনেত্রী মনামী ঘোষ নেচে উঠেছিলেন 'বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের' ৷

আরও পড়ুন: মুম্বইয়ে জওয়ানের শ্যুটিং শেষ করলেন শাহরুখ নয়নতারা

আসলে হোলি মানেই রং আর হোলি মানেই আনন্দের উদযাপন ৷ ঠিক যেভাবে এক আনন্দের উদযাপন এক করে দিয়েছে গোটা ভারতকে ৷ শুধু সাধারণ মানুষ নন রং খেলায় মেতে উঠেছেন সেলেবরাও ৷ ভিকি-ক্যাটরিনা থেকে সিড-কিয়ারা প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের ফ্যানেদের ৷ তবে হোলিতে কিছু এমন নাচের ভিডিয়ো সামনে এসেছে যা ভুলতে পারবেন না নেটিজেনরা ৷ নেটপাড়ার সেই ভাইরাল ভিডিয়োগুলি দিয়েই আজ মালা গাঁথার চেষ্টা করল ইটিভি ভারত ৷

হায়দরাবাদ, 8 মার্চ: হোলির রঙে মেতে উঠেছেন সকলেই ৷ বলিউড, টলিউড তো বটেই দক্ষিণের অভিনেতা অভিনেত্রীরাও মেতে উঠেছে বসন্তের রঙিন উৎসবে ৷ রঙের উৎসবে একদিকে যেমন নেচে উঠলেন অমলা পল ৷ তেমনই নেচে উঠলেন ঊর্বশী রাউতেলাও ৷ দু'জনেই হোলি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ফ্যানেদের ৷ আর দু'টি ভিডিয়োই এখন রীতিমতো ভাইরাল নেটপাড়ায় (Celebs Viral Dance Video of Holi Celebration )৷

অভিনেত্রী অমলা পল ভিডিয়োটি শেয়ার করেছেন মঙ্গলবার ৷ ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, 'শুভ পূর্নিমা এবং হোলির শুভেচ্ছা ৷' অমলার নতুন ভিডিয়ো মানেই চড়বে নেটপাড়ার পারদ ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷ তাঁর ব্লোড ডান্স মুভ ঘায়েল করল ফ্যানেদের ৷ অন্যদিকে ঊর্বশীও মেতে উঠলেন হোলির উদযাপনে ৷ ঊর্বশী এবং অমলাদের এদিন এক সুতোয় বেঁধে দিল হোলি ৷

ঊর্বশীকে হোলি উদযাপন করতে দেখা গেল রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে ৷ সুখবীরের গানে রং মেখে ভাংড়া নাচে কোমর দোলাতেও ভুললেন না অভিনেত্রী ৷ অবশ্য় বলিউড এবং টলিউডের আরও অনেকেই হোলি উপলক্ষ্যে তাঁদের নাচের ভিডিয়ো শেয়ার করেছেন ৷ ঠিক যেমন অভিনেত্রী ঋত্বিকা সেন গতকাল নেচে উঠেছিলেন 'লেটস প্লে হোলি গানে' ৷ আবার অভিনেত্রী মনামী ঘোষ নেচে উঠেছিলেন 'বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের' ৷

আরও পড়ুন: মুম্বইয়ে জওয়ানের শ্যুটিং শেষ করলেন শাহরুখ নয়নতারা

আসলে হোলি মানেই রং আর হোলি মানেই আনন্দের উদযাপন ৷ ঠিক যেভাবে এক আনন্দের উদযাপন এক করে দিয়েছে গোটা ভারতকে ৷ শুধু সাধারণ মানুষ নন রং খেলায় মেতে উঠেছেন সেলেবরাও ৷ ভিকি-ক্যাটরিনা থেকে সিড-কিয়ারা প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের ফ্যানেদের ৷ তবে হোলিতে কিছু এমন নাচের ভিডিয়ো সামনে এসেছে যা ভুলতে পারবেন না নেটিজেনরা ৷ নেটপাড়ার সেই ভাইরাল ভিডিয়োগুলি দিয়েই আজ মালা গাঁথার চেষ্টা করল ইটিভি ভারত ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.