ETV Bharat / entertainment

Jeetu-Nabanita: নবনীতা-জিতুর হেনস্তাকাণ্ডে অভিযুক্তদের জামিন মঞ্জুর

author img

By

Published : Dec 10, 2022, 3:19 PM IST

সম্প্রতি নিমতা থানা এলাকায় দুষ্কৃতিদের হাতে হেনস্থার শিকার হন অভিনেতা জিতু কমল এবং তাঁর অভিনেত্রী স্ত্রী নবনীতা দাস । শুক্রবার জামিন মঞ্জুর হল এই ঘটনার অভিযুক্তদের (Four accused who harassed Jeetu-Nabanita Get Bail) ।

Etv Bharat
নবনীতা-জিতুর হেনস্থাকাণ্ডের অভিযুক্তদের জামিন মঞ্জুর

কলকাতা, 10 ডিসেম্বর: সম্প্রতি নিমতা থানা এলাকায় দুষ্কৃতীদের হাতে হেনস্তার শিকার হন অভিনেতা জিতু কমল এবং তাঁর অভিনেত্রী স্ত্রী নবনীতা দাস । ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার দুপুরে ৷ তাঁদের গাড়িতে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয় বেশকিছু দুষ্কৃতী ৷ তারই প্রতিবাদ করায় অশ্লীল মন্তব্য করা হয় নবনীতাকে উদ্দেশ্য করে । নবনীতা এবং জিতুর ড্রাইভার এই ঘটনার প্রতিবাদ করলে তাঁকে মারতে উদ্যত হয় দুষ্কৃতীরা । আর গোটা বিষয়টাই ঘটে থানা এলাকায় (Jeetu-Nabanita Harassment Case)।

নবনীতার কথা অনুযায়ী থানায় ডায়েরি করতে গেলে তাঁদেরকে অনেকক্ষণ বসিয়ে রাখা হয় । কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, উলটে সেই দুষ্কৃতীদেরই ভারপ্রাপ্ত অফিসার বলেন, "চলে যা চলে যা(Four accused who harassed Jeetu-Nabanita )।" এই ঘটনার ফুটেজ লাইভে দেখান জিতু । এমনকী দুষ্কৃতিদের অভব্য আচরণের ঝলক ফেসবুকে শেয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগও করেন নবনীতা । এরপর জিতু এবং নবনীতার সঙ্গে দূরাভাষে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁদের সাড়া মেলেনি ।

Jeetu-Nabanita
শুক্রবার জামিন মঞ্জুর হল এই ঘটনার অভিযুক্তদের

আরও পড়ুন: এখনই অভিনয়ে ফিরতে চান না আমির

অবশেষে ওইদিন সন্ধে সাড়ে ছ'টা নাগাদ এফআইআর করা হয় নিমতা থানায় ৷ অভিযুক্তদের গ্রেফতারও করে পুলিশ । অভিযুক্তদের ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এরপর তাদের জামিন মঞ্জুরও হয় । উল্লেখ্য, এদিন তারকা দম্পতির নামেও থানায় পালটা ডায়েরি করে চার অভিযুক্ত । নবনীতার সোশাল মিডিয়ায় পোস্ট থেকে শুক্রবার জানা যায় যে অভিযুক্তদের জামিন মঞ্জুর হয়েছে(Four accused who harassed Jeetu-Nabanita Get Bail) । নবনীতা তাঁর সোশাল মিডিয়ায় পোস্টে লেখেন, "চার অভিযুক্ত ইতিমধ্যেই জামিন পেয়ে গেছেন... বাকি রইল পরশুরাম বাবু। আপনার আর চিন্তা কিসের, আপনি তো "পুলিশ"...!!"

কলকাতা, 10 ডিসেম্বর: সম্প্রতি নিমতা থানা এলাকায় দুষ্কৃতীদের হাতে হেনস্তার শিকার হন অভিনেতা জিতু কমল এবং তাঁর অভিনেত্রী স্ত্রী নবনীতা দাস । ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার দুপুরে ৷ তাঁদের গাড়িতে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয় বেশকিছু দুষ্কৃতী ৷ তারই প্রতিবাদ করায় অশ্লীল মন্তব্য করা হয় নবনীতাকে উদ্দেশ্য করে । নবনীতা এবং জিতুর ড্রাইভার এই ঘটনার প্রতিবাদ করলে তাঁকে মারতে উদ্যত হয় দুষ্কৃতীরা । আর গোটা বিষয়টাই ঘটে থানা এলাকায় (Jeetu-Nabanita Harassment Case)।

নবনীতার কথা অনুযায়ী থানায় ডায়েরি করতে গেলে তাঁদেরকে অনেকক্ষণ বসিয়ে রাখা হয় । কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, উলটে সেই দুষ্কৃতীদেরই ভারপ্রাপ্ত অফিসার বলেন, "চলে যা চলে যা(Four accused who harassed Jeetu-Nabanita )।" এই ঘটনার ফুটেজ লাইভে দেখান জিতু । এমনকী দুষ্কৃতিদের অভব্য আচরণের ঝলক ফেসবুকে শেয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগও করেন নবনীতা । এরপর জিতু এবং নবনীতার সঙ্গে দূরাভাষে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁদের সাড়া মেলেনি ।

Jeetu-Nabanita
শুক্রবার জামিন মঞ্জুর হল এই ঘটনার অভিযুক্তদের

আরও পড়ুন: এখনই অভিনয়ে ফিরতে চান না আমির

অবশেষে ওইদিন সন্ধে সাড়ে ছ'টা নাগাদ এফআইআর করা হয় নিমতা থানায় ৷ অভিযুক্তদের গ্রেফতারও করে পুলিশ । অভিযুক্তদের ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এরপর তাদের জামিন মঞ্জুরও হয় । উল্লেখ্য, এদিন তারকা দম্পতির নামেও থানায় পালটা ডায়েরি করে চার অভিযুক্ত । নবনীতার সোশাল মিডিয়ায় পোস্ট থেকে শুক্রবার জানা যায় যে অভিযুক্তদের জামিন মঞ্জুর হয়েছে(Four accused who harassed Jeetu-Nabanita Get Bail) । নবনীতা তাঁর সোশাল মিডিয়ায় পোস্টে লেখেন, "চার অভিযুক্ত ইতিমধ্যেই জামিন পেয়ে গেছেন... বাকি রইল পরশুরাম বাবু। আপনার আর চিন্তা কিসের, আপনি তো "পুলিশ"...!!"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.