ETV Bharat / entertainment

Vijay New Film: জন্মদিনে অ্যাকশন মুডে বিজয়, সামনে এল 'লিও'-এর পোস্টার - leo release date

থলাপতি বিজয়ের জন্মদিনে সামনে এল তাঁর নতুন ছবির পোস্টার ৷ এই ছবি ওটিটিতে মুক্তি পেতে চলেছে আগামী অক্টোবরে ৷

Vijay New Film
জন্মদিনে সামনে এল বিজয়ের ছবির পোস্টার
author img

By

Published : Jun 22, 2023, 5:11 PM IST

হায়দরাবাদ, 22 জুন: আরও একটি বসন্ত পার করে ফেললেন থলাপতি বিজয় ৷ দক্ষিণী এই অভিনেতা হাফসেঞ্চুরি থেকে রয়েছেন ঠিক এক বছরের দূরত্বে ৷ দক্ষিণে অভিনেতাদের জন্মদিনে প্রায়ই সামনে আসে তাঁদের নতুন ছবির পোস্টার ৷ এবার বিজয়ের জন্মদিনেও সামনে এল তাঁর নতুন ছবির পোস্টার ৷ পরিচালক লোকেশ কনাগরজের 'লিও' ছবির হাত ধরে আগামীতে পর্দায় ফিরতে চলেছেন বিজয় ৷ এবার সামনে এল সেই ছবির লুক ৷ এবারও বিজয়কে দেখা গিয়েছে একেবারে অ্যাকশন মুডে ৷ বিজয়ের হাতে রয়েছে একটি বিশাল হাতুড়ি ৷ আর তার চারপাশে নেকড়ের পাল ৷

পোস্টারটি শেয়ার করে পরিচালক লিখেছেন, "লিওর ফার্স্ট লুক ৷ শুভ জন্মদিন বিজয় আন্না ৷ আবার জুটি বাঁধতে পেরে ভীষণ আনন্দিত ৷ আসুন উল্লাস করি ৷" ছবির পোস্টার সামনে আসতেই উচ্ছ্বাসিত ফ্যানেরাও ৷ কারও মতে 'ভাবাই যাচ্ছে না এটা হলিউড ছবি নয় বরং কলিউড ফিল্ম ৷' আবার কেউ কেউ বলেছেন, 'শুভ জন্মদিন বিজয় আন্না ৷ থালাইভা আসছেন ৷'

এই ছবির আরও বেশকিছু পোস্টারও নেটপাড়ায় ভাইরাল হচ্ছে আজ তবে তা নির্মাতারা শেয়ার করেননি ৷ বরং ফ্যানেদের অনেকেই এই পোস্টারগুলি শেয়ার করেছেন অভিনেতার জন্মদিনে ৷ ছবির বেশিরভাগ শ্য়ুটিং হয়েছে কাশ্মীরে ৷ 'মাস্টার'-এর পর বিজয়ের সঙ্গে এটা দ্বিতীয় কাজ লোকেশের ৷ ছবিতে আরও অভিনয় করছেন তৃশা, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলি খান, স্যান্ডি এবং মাইস্কিন ৷

আরও পড়ুন: ব্যর্থতাই সাফল্যের সিঁড়ি, জন্মদিনে ফিরে দেখা অনুভবের 'রা ওয়ান' থেকে 'আর্টিকেল 15' এর যাত্রা

ললিত কুমারের প্রযোজনায় অক্টোবরে ওটিটিতে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ যদিও মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷ অন্যদিকে বিজয় শাহরুখের বিপরীতে তাঁর আগামী ছবি 'জওয়ান'-এ কাজ করবেন এমন চর্চাও চলেছে বেশ কয়েক মাস ধরে ৷ অনেক রিপোর্টে এও দাবি করা হয়েছে যে বিজয় বাদশার ছবিতে একজন খলনায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন ৷

হায়দরাবাদ, 22 জুন: আরও একটি বসন্ত পার করে ফেললেন থলাপতি বিজয় ৷ দক্ষিণী এই অভিনেতা হাফসেঞ্চুরি থেকে রয়েছেন ঠিক এক বছরের দূরত্বে ৷ দক্ষিণে অভিনেতাদের জন্মদিনে প্রায়ই সামনে আসে তাঁদের নতুন ছবির পোস্টার ৷ এবার বিজয়ের জন্মদিনেও সামনে এল তাঁর নতুন ছবির পোস্টার ৷ পরিচালক লোকেশ কনাগরজের 'লিও' ছবির হাত ধরে আগামীতে পর্দায় ফিরতে চলেছেন বিজয় ৷ এবার সামনে এল সেই ছবির লুক ৷ এবারও বিজয়কে দেখা গিয়েছে একেবারে অ্যাকশন মুডে ৷ বিজয়ের হাতে রয়েছে একটি বিশাল হাতুড়ি ৷ আর তার চারপাশে নেকড়ের পাল ৷

পোস্টারটি শেয়ার করে পরিচালক লিখেছেন, "লিওর ফার্স্ট লুক ৷ শুভ জন্মদিন বিজয় আন্না ৷ আবার জুটি বাঁধতে পেরে ভীষণ আনন্দিত ৷ আসুন উল্লাস করি ৷" ছবির পোস্টার সামনে আসতেই উচ্ছ্বাসিত ফ্যানেরাও ৷ কারও মতে 'ভাবাই যাচ্ছে না এটা হলিউড ছবি নয় বরং কলিউড ফিল্ম ৷' আবার কেউ কেউ বলেছেন, 'শুভ জন্মদিন বিজয় আন্না ৷ থালাইভা আসছেন ৷'

এই ছবির আরও বেশকিছু পোস্টারও নেটপাড়ায় ভাইরাল হচ্ছে আজ তবে তা নির্মাতারা শেয়ার করেননি ৷ বরং ফ্যানেদের অনেকেই এই পোস্টারগুলি শেয়ার করেছেন অভিনেতার জন্মদিনে ৷ ছবির বেশিরভাগ শ্য়ুটিং হয়েছে কাশ্মীরে ৷ 'মাস্টার'-এর পর বিজয়ের সঙ্গে এটা দ্বিতীয় কাজ লোকেশের ৷ ছবিতে আরও অভিনয় করছেন তৃশা, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলি খান, স্যান্ডি এবং মাইস্কিন ৷

আরও পড়ুন: ব্যর্থতাই সাফল্যের সিঁড়ি, জন্মদিনে ফিরে দেখা অনুভবের 'রা ওয়ান' থেকে 'আর্টিকেল 15' এর যাত্রা

ললিত কুমারের প্রযোজনায় অক্টোবরে ওটিটিতে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ যদিও মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷ অন্যদিকে বিজয় শাহরুখের বিপরীতে তাঁর আগামী ছবি 'জওয়ান'-এ কাজ করবেন এমন চর্চাও চলেছে বেশ কয়েক মাস ধরে ৷ অনেক রিপোর্টে এও দাবি করা হয়েছে যে বিজয় বাদশার ছবিতে একজন খলনায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.