কলকাতা, 20 মার্চ: রবিবার ভোর 5টা 20 মিনিটে বিধ্বংসী আগুন লাগে মহানায়ক উত্তম কুমার স্মৃতি বিজড়িত এনটি ওয়ান স্টুডিয়োতে (NT One Studio) ৷ নিমেষে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে ৷ দমকলের তিনটি ইঞ্জিনের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আয়ত্তে আসে আগুন ৷ তবে সেই আগুনের হাত থেকে বড়সড় রক্ষা পেয়েছে বাংলা ধারাবাহিক 'হরগৌরী পাইস হোটেল' (Horogouri Pice Hotel)-এর শ্যুটিং ফ্লোর।
যীশু সেনগুপ্ত ও নীলঞ্জনা সেনগুপ্ত প্রযোজিত 'হরগৌরী পাইস হোটেল'-এর শ্যুটিং গত বছরের সেপ্টেম্বরে শুরু হয়েছে ৷ রাহুল মজুমদার ও শুভমিতা মুখোপাধ্যায় রয়েছেন ধারাবাহিকের মুখ্যচরিত্রে ৷ সেই ধারাবাহিকের শুটিং রবিবার বন্ধ ছিল ৷ ফলে যেখানে আগুন লেগেছে সেই ক্যান্টিনের ঠিক পাশেই তৈরি হওয়া এই সেটে ঘটে যেতে পারত আরও বড় কোনও বিপদ। আগুন আরও ছড়িয়ে পড়লে ক্ষতিও হতে পারত আরও অনেক।
সেটের সাউন্ড রেকোর্ডিস্ট শম্ভু দাস জানিয়েছেন, ভোর বেলায় আগুন লাগার খবর পেয়েই একে একে সকলে চলে আসেন ৷ টেকনিশিয়ানের লোকজন ও দমকলের প্রচেষ্টায় ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ভাগ্য ভাল ছিল তাই বড় কোনও ক্ষতি হয়নি ৷ অন্যদিকে, ধারাবাহিকের অভিনেতা রাহুল মজুমদারও এই ঘটনাকে দুঃখজনক জানিয়েছেন ৷ তিনি বলেছেন, ভগবান সহায় থাকায় বড়সড় ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছে শ্যুটিং সেট ৷ সোমবার জোর কদমে চলেছে শুটিং ৷
আরও পড়ুন: এনটি ওয়ান স্টুডিয়োতে আগুন, রেহাই পেল উত্তমের সংগ্রহশালা
সোমবারও ঘটনাস্থলে মোতায়েন ছিলেন দমকল কর্মীরা ৷ আগুন নিভে গেলেও যাতে কোনও ভাবে পকেট ফায়ার না থাকে তার জন্য জল দিয়ে কুলিং সিস্টেম চালু রাখা হয়েছে বলেন জানান দমকল কর্মী রাজু গুপ্ত ৷ উল্লেখ্য, রবিবার, স্টুডিয়োর যে দিকে আগুন লাগে তার থেকে বেশ খানিকটা দূরেই রয়েছে স্মৃতি বিজড়িত মহানায়ক উত্তমকুমারের মেকআপ রুম। যদি আগুন ছড়িয়ে পড়ত তাহলে বাঙালীর নস্টালজিয়া অনেকাংশে ক্ষতি হত ৷