ETV Bharat / entertainment

Films on Lord Shiva: 'বাবা তারকনাথ' থেকে 'কেদারনাথ', শিবরাত্রিতে দেখুন এই ছবিগুলি

মহা শিবরাত্রি উপলক্ষে যদি ছবি দেখতে চান তাহলে বাংলা, হিন্দি দুই ভাষাতেই কিন্তু দারুণ কিছু সিনেমা রয়েছে আপনার জন্য় ৷ তালিকায় রয়েছে সন্ধ্যা রায়ের 'বাবা তারকনাথ' থেকে সুশান্ত সিং রাজপুতের 'কেদারনাথ' (Films to Watch on Shivratri )৷

author img

By

Published : Feb 18, 2023, 1:09 PM IST

Etv Bharat
মহা শিবরাত্রি উপলক্ষে যদি ছবি দেখতে চান তাহলে বাংলা, হিন্দি দুই ভাষাতেই কিন্তু দারুণ কিছু সিনেমা রয়েছে আপনার জন্য়

কলকাতা, 18 ফেব্রুয়ারি: আজ মহা শিবরাত্রি ৷ দেবাদিদেবের ভক্তরা সারাদিন উপবাস রেখে পুজোয় অংশ নেবেন সন্ধ্যাবেলায় ৷ দেবাদিদেব মহাদেবের প্রতি ভক্তদের এই ভক্তির কাহিনি বারবার উঠে এসেছে রূপোলি পর্দায় ৷ নানা ভাবে উঠে এসেছে তীর্থস্থানের ভ্রমণের ঘটনা ৷ আসলে সিনেমায় নির্মাতারা তুলে ধরেন সমাজের ছবি ৷ সেখানে সমাজের নানা মান্যতা, সংস্কার সমস্তটাই উঠে আসে ৷ আর সাহিত্য হোক বা শিল্প ধর্মীয় কাহিনি বারংবার জায়গা করে নিয়েছে কলমে-তুলিতে-ক্যামেরায় ৷ আজ মহা শিবরাত্রির এই পূন্যতিথিতে আসুন স্মরণ করা যাক এমন কিছু ছবির কথা যেখানে ফুটে উঠেছে ভগবানের শিবের প্রতি ভক্তি ও বিশ্বাসের কাহিনি (Films to Watch on Shivratri ) ৷

বাবা তারকনাথ:

সন্ধ্যা রায়ের একটি ইতিহাস তৈরি করা ছবি এই 'বাবা তারকনাথ' ৷ মহা শিবরাত্রির আর টেলিভিশনের পর্দায় এই ছবি। একসময় ছিল একেবারে 'ম্যাচ মেড ইন হেভেন' ৷ ধর্মীয় এই ছবিতে ফুটে ওঠে ভগবানের প্রতি এক ভক্তের বিশ্বাস এবং ভক্তির কাহিনি ৷ খালি পায়ে বাঁক নিয়ে এগিয়ে চলা সন্ধ্যা রায় অর্থাৎ পর্দার সুধাকে তখন তাঁদেরই একজন ভেবে নিয়েছিলেন বাংলার বহু মা, কাকিমারা ৷ ছবির পরিচালক অর্ধেন্দু চট্টোপাধ্য়ায় ৷ বিশ্বজিৎ চট্টোপাধ্য়ায়, অনুপ কুমারের মতো পরিচিত অভিনেতদেরও দেখা গিয়েছিল পর্দায় ৷

জয় বাবা ভোলেনাথ:

সন্ধ্যা রায় পরবর্তী ক্ষেত্রে বাংলা সিনেমার অন্যতম পরিচিত মুখ রচনা বন্দোপাধ্যায় ৷ রামধনু থেকে একাধিক অন্য ধরনের ছবিতে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী ৷ তবে গ্রাম বাংলার অনেকেই তাঁকে আজও মনে রাখেন জয় বাবা ভোলেনাথ ছবির জন্য় ৷ ছবির পরিচালক ছিলেন বাবু রায় ৷ জ্যাকি শ্রফ এবং অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন রচনা ৷ 2010 সালে মুক্তি পাওয়া এই ছবিটি আজও সমান জনপ্রিয় ৷

জয় বাবা অমরনাথ:

হিন্দিতেও 'জয় বাবা অমরনাথ'-এর মতো ছবিতে ফুটে উঠেছে ভগবান শিবের মহিমার কাহিনি ৷ এই ছবিতে অভিনয় করেছিলেন বীনা বন্দোপাধ্য়ায়, বিক্রম গোখলের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ ছবিটি তৈরি হয়েছিল 1983 সালে ৷ ছবির পরিচালক ছিলেন বদ্রিপ্রসাদ যোশি ৷

কেদারনাথ:
2018 সালে মুক্তি পেয়েছিল অভিষেক কাপুর পরিচালিত ছবি কেদারনাথ ৷ ছবিতে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত এবং সারা আলি খান ৷ 'প্রেম হল তীর্থ' 'কেদারনাথ' ছবির ট্যাগলাইন ছিল এটাই ৷ একজন যুবতীর কেদারনাথ যাত্রা সেখানে এক গাইডের সঙ্গে প্রেম সমস্ত কিছু নিয়েই গড়ে উঠেছে এই কাহিনি ৷ কেদারনাথের ধ্বসের কাহিনিও তুলে ধরে এই ছবি ৷ শুধু তাই নয়, ভারতীয় সমাজ ব্যবস্থা বিভিন্ন ধর্মের সহাবস্থান ঠিক কতটা মধুর তাও তুলে ধরা হয়েছে ছবিতে ।

শিবায়:
অজয় দেবগণ পরিচালিত এই ছবিটিতে ফুটে উঠেছে এক পর্বতারোহীর কথা । তাঁর নাম শিবায় ৷ শিবায়ের মধ্যে ভগবান শিবের প্রতিটি স্বভাবই ফুটে উঠেছে ৷ সে নেশা করে । ভয়ঙ্কর তাঁর রাগ । সে মানুষ হিসেবে ভীষণই ভালো কিন্তু দুষ্টের দমনে সে সর্বদা অগ্রণী ভূমিকা নেয় ৷ 2016 সালে মুক্তি পায় এই ছবি ৷ ভগবান শিবের কাহিনিকে আধুনিকভাবে তুলে ধরে এই ছবি ৷

আরও পড়ুন: প্রয়াত মির্জাপুর খ্যাত প্রবীণ অভিনেতা শাহনওয়াজ প্রধান

এছাড়া বাহুবলী এবং অন্যান্য অনেক ছবিতেই মহাদেবের বন্দনার দৃশ্য় ফুটে উঠেছে ৷ তবে আপনি যদি শিবের ভক্ত হন তাহলে প্রভাসের শিব লিঙ্গ কাঁধে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য আজ একবার দেখবেন নিশ্চয় । আরও বেশ কিছু ছবিতে গুরুত্ব দিয়ে শিবের উপাসনার বিষয়টি তুলে ধরা হয়েছে। কয়েক দশক আগে পর্যন্ত বেশিরভাগ ছবিতে শিব মন্দির থেকে শুরু করে বিভিন্ন মন্দিরের দৃশ্য দেখানো হত ।

কলকাতা, 18 ফেব্রুয়ারি: আজ মহা শিবরাত্রি ৷ দেবাদিদেবের ভক্তরা সারাদিন উপবাস রেখে পুজোয় অংশ নেবেন সন্ধ্যাবেলায় ৷ দেবাদিদেব মহাদেবের প্রতি ভক্তদের এই ভক্তির কাহিনি বারবার উঠে এসেছে রূপোলি পর্দায় ৷ নানা ভাবে উঠে এসেছে তীর্থস্থানের ভ্রমণের ঘটনা ৷ আসলে সিনেমায় নির্মাতারা তুলে ধরেন সমাজের ছবি ৷ সেখানে সমাজের নানা মান্যতা, সংস্কার সমস্তটাই উঠে আসে ৷ আর সাহিত্য হোক বা শিল্প ধর্মীয় কাহিনি বারংবার জায়গা করে নিয়েছে কলমে-তুলিতে-ক্যামেরায় ৷ আজ মহা শিবরাত্রির এই পূন্যতিথিতে আসুন স্মরণ করা যাক এমন কিছু ছবির কথা যেখানে ফুটে উঠেছে ভগবানের শিবের প্রতি ভক্তি ও বিশ্বাসের কাহিনি (Films to Watch on Shivratri ) ৷

বাবা তারকনাথ:

সন্ধ্যা রায়ের একটি ইতিহাস তৈরি করা ছবি এই 'বাবা তারকনাথ' ৷ মহা শিবরাত্রির আর টেলিভিশনের পর্দায় এই ছবি। একসময় ছিল একেবারে 'ম্যাচ মেড ইন হেভেন' ৷ ধর্মীয় এই ছবিতে ফুটে ওঠে ভগবানের প্রতি এক ভক্তের বিশ্বাস এবং ভক্তির কাহিনি ৷ খালি পায়ে বাঁক নিয়ে এগিয়ে চলা সন্ধ্যা রায় অর্থাৎ পর্দার সুধাকে তখন তাঁদেরই একজন ভেবে নিয়েছিলেন বাংলার বহু মা, কাকিমারা ৷ ছবির পরিচালক অর্ধেন্দু চট্টোপাধ্য়ায় ৷ বিশ্বজিৎ চট্টোপাধ্য়ায়, অনুপ কুমারের মতো পরিচিত অভিনেতদেরও দেখা গিয়েছিল পর্দায় ৷

জয় বাবা ভোলেনাথ:

সন্ধ্যা রায় পরবর্তী ক্ষেত্রে বাংলা সিনেমার অন্যতম পরিচিত মুখ রচনা বন্দোপাধ্যায় ৷ রামধনু থেকে একাধিক অন্য ধরনের ছবিতে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী ৷ তবে গ্রাম বাংলার অনেকেই তাঁকে আজও মনে রাখেন জয় বাবা ভোলেনাথ ছবির জন্য় ৷ ছবির পরিচালক ছিলেন বাবু রায় ৷ জ্যাকি শ্রফ এবং অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন রচনা ৷ 2010 সালে মুক্তি পাওয়া এই ছবিটি আজও সমান জনপ্রিয় ৷

জয় বাবা অমরনাথ:

হিন্দিতেও 'জয় বাবা অমরনাথ'-এর মতো ছবিতে ফুটে উঠেছে ভগবান শিবের মহিমার কাহিনি ৷ এই ছবিতে অভিনয় করেছিলেন বীনা বন্দোপাধ্য়ায়, বিক্রম গোখলের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ ছবিটি তৈরি হয়েছিল 1983 সালে ৷ ছবির পরিচালক ছিলেন বদ্রিপ্রসাদ যোশি ৷

কেদারনাথ:
2018 সালে মুক্তি পেয়েছিল অভিষেক কাপুর পরিচালিত ছবি কেদারনাথ ৷ ছবিতে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত এবং সারা আলি খান ৷ 'প্রেম হল তীর্থ' 'কেদারনাথ' ছবির ট্যাগলাইন ছিল এটাই ৷ একজন যুবতীর কেদারনাথ যাত্রা সেখানে এক গাইডের সঙ্গে প্রেম সমস্ত কিছু নিয়েই গড়ে উঠেছে এই কাহিনি ৷ কেদারনাথের ধ্বসের কাহিনিও তুলে ধরে এই ছবি ৷ শুধু তাই নয়, ভারতীয় সমাজ ব্যবস্থা বিভিন্ন ধর্মের সহাবস্থান ঠিক কতটা মধুর তাও তুলে ধরা হয়েছে ছবিতে ।

শিবায়:
অজয় দেবগণ পরিচালিত এই ছবিটিতে ফুটে উঠেছে এক পর্বতারোহীর কথা । তাঁর নাম শিবায় ৷ শিবায়ের মধ্যে ভগবান শিবের প্রতিটি স্বভাবই ফুটে উঠেছে ৷ সে নেশা করে । ভয়ঙ্কর তাঁর রাগ । সে মানুষ হিসেবে ভীষণই ভালো কিন্তু দুষ্টের দমনে সে সর্বদা অগ্রণী ভূমিকা নেয় ৷ 2016 সালে মুক্তি পায় এই ছবি ৷ ভগবান শিবের কাহিনিকে আধুনিকভাবে তুলে ধরে এই ছবি ৷

আরও পড়ুন: প্রয়াত মির্জাপুর খ্যাত প্রবীণ অভিনেতা শাহনওয়াজ প্রধান

এছাড়া বাহুবলী এবং অন্যান্য অনেক ছবিতেই মহাদেবের বন্দনার দৃশ্য় ফুটে উঠেছে ৷ তবে আপনি যদি শিবের ভক্ত হন তাহলে প্রভাসের শিব লিঙ্গ কাঁধে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য আজ একবার দেখবেন নিশ্চয় । আরও বেশ কিছু ছবিতে গুরুত্ব দিয়ে শিবের উপাসনার বিষয়টি তুলে ধরা হয়েছে। কয়েক দশক আগে পর্যন্ত বেশিরভাগ ছবিতে শিব মন্দির থেকে শুরু করে বিভিন্ন মন্দিরের দৃশ্য দেখানো হত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.