ETV Bharat / entertainment

ফাইটারে হৃত্বিক স্কোয়াড্রন লিডার প্যাটি, প্রকাশ্যে ফার্স্ট লুক - হৃত্বিক রোশন

Hrithik Roshan first look from Fighter: ফাইটারে হৃত্বিক রোশনের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে । সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন মুভি ফাইটারে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়ার চরিত্রে অভিনয় করছেন হৃত্বিক ৷

Hrithik Roshan
ফাইটারে হৃত্বিক রোশনের ফার্স্ট লুক
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 7:09 PM IST

হায়দরাবাদ, 4 ডিসেম্বর: ফাইটারে হৃত্বিক রোশনের চরিত্রের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন নির্মাতারা ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিতে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়ার ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে । সোমবার তাঁর ফাইটার লুকের পোস্টার নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন হৃতিক ৷ আর তা দেখে যারপরনাই আপ্লুত অনুরাগীরা ৷

হৃত্বিক রোশন ইনস্টাগ্রামে ফাইটারে তাঁর প্রথম লুকের পোস্টার শেয়ার করেছেন এবং প্রকাশ করেছেন যে, এই ছবিতে তাঁর চরিত্রের নাম স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ৷ যাঁর ডাক নাম প্যাটি । ফার্স্ট লুক পোস্টারে সূর্যের আলোকে উদ্ভাসিত হৃত্বিককে বরাবরের মতোই সুদর্শন রূপে দেখা যাচ্ছে । কে বলবে যে, ফাইটারে স্কোয়াড্রন পাইলটের ভূমিকায় অভিনয় করা অভিনেতার বয়স 49 বছর ৷

নির্মাতারা শীঘ্রই ছবিটির প্রচার শুরু করবেন । যদিও ফাইটারের টিজার রিলিজের কথা শোনা যাচ্ছে বলিউডের অন্দরে ৷ যদিও নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করতে পারেননি । বিশেষ সূত্রে খবর, ফাইটারের টিজারটি ডিসেম্বরের 7 তারিখ প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে । যার মুক্তির সঙ্গে সঙ্গেই নির্মাতারা 50 দিনের দীর্ঘ প্রচার শুরু করবেন ৷ 2024 সালের জানুয়ারিতে এই চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার কথা রয়েছে ৷

ফাইটার সিদ্ধার্থের সঙ্গে হৃত্বিকের তৃতীয় ছবি । তাঁদের সৃজনশীল অংশীদারিত্ব শুরু হয়েছিল অ্যাকশন-প্যাকড মুভি ব্যাং ব্যাং দিয়ে, যা 2014 সালের 2 অক্টোবর বড়পর্দায় আসে । সেই ছবি সফল হওয়ার পর তাঁরা স্পাই-থ্রিলারে জুটি বাঁধেন ৷ 2019 সালের 2 অক্টোবর মুক্তি পায় ওয়ার ৷ যা সেই বছরের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি হিসেবে দাবি করা হয় ৷

হৃত্বিক ছাড়াও ফাইটারে দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুরও মুখ্য ভূমিকায় রয়েছেন । ভায়াকম 18 স্টুডিয়োস এবং সিদ্ধার্থের মারফ্লিক্স পিকচার্সের এই ছবির শুটিং শুরু হয় 2022 সালের নভেম্বরে । গত মাসের শুরুতে ফাইটারের শুটিং শেষ হয়েছে । সামনের বছর 25 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই অ্যাকশন মুভি ৷

আরও পড়ুন:

  1. বিদেশে বাজিমাত করল 'অ্যানিম্যাল'! বক্স অফিসে শাহরুখকে হারালেন রণবীর
  2. 6 মাস রহমানের স্টুডিয়োতে, 15 কেজি ওজন বাড়াতে জাংক ফুড, চমকিলার প্রস্তুতির গল্প শোনালেন পরিণীতি
  3. মোদিকে 'ভগবান রামে'র সঙ্গে তুলনা কঙ্গনার, সমালোচনার ঝড় নেটপাড়ায়

হায়দরাবাদ, 4 ডিসেম্বর: ফাইটারে হৃত্বিক রোশনের চরিত্রের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন নির্মাতারা ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিতে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়ার ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে । সোমবার তাঁর ফাইটার লুকের পোস্টার নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন হৃতিক ৷ আর তা দেখে যারপরনাই আপ্লুত অনুরাগীরা ৷

হৃত্বিক রোশন ইনস্টাগ্রামে ফাইটারে তাঁর প্রথম লুকের পোস্টার শেয়ার করেছেন এবং প্রকাশ করেছেন যে, এই ছবিতে তাঁর চরিত্রের নাম স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ৷ যাঁর ডাক নাম প্যাটি । ফার্স্ট লুক পোস্টারে সূর্যের আলোকে উদ্ভাসিত হৃত্বিককে বরাবরের মতোই সুদর্শন রূপে দেখা যাচ্ছে । কে বলবে যে, ফাইটারে স্কোয়াড্রন পাইলটের ভূমিকায় অভিনয় করা অভিনেতার বয়স 49 বছর ৷

নির্মাতারা শীঘ্রই ছবিটির প্রচার শুরু করবেন । যদিও ফাইটারের টিজার রিলিজের কথা শোনা যাচ্ছে বলিউডের অন্দরে ৷ যদিও নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করতে পারেননি । বিশেষ সূত্রে খবর, ফাইটারের টিজারটি ডিসেম্বরের 7 তারিখ প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে । যার মুক্তির সঙ্গে সঙ্গেই নির্মাতারা 50 দিনের দীর্ঘ প্রচার শুরু করবেন ৷ 2024 সালের জানুয়ারিতে এই চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার কথা রয়েছে ৷

ফাইটার সিদ্ধার্থের সঙ্গে হৃত্বিকের তৃতীয় ছবি । তাঁদের সৃজনশীল অংশীদারিত্ব শুরু হয়েছিল অ্যাকশন-প্যাকড মুভি ব্যাং ব্যাং দিয়ে, যা 2014 সালের 2 অক্টোবর বড়পর্দায় আসে । সেই ছবি সফল হওয়ার পর তাঁরা স্পাই-থ্রিলারে জুটি বাঁধেন ৷ 2019 সালের 2 অক্টোবর মুক্তি পায় ওয়ার ৷ যা সেই বছরের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি হিসেবে দাবি করা হয় ৷

হৃত্বিক ছাড়াও ফাইটারে দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুরও মুখ্য ভূমিকায় রয়েছেন । ভায়াকম 18 স্টুডিয়োস এবং সিদ্ধার্থের মারফ্লিক্স পিকচার্সের এই ছবির শুটিং শুরু হয় 2022 সালের নভেম্বরে । গত মাসের শুরুতে ফাইটারের শুটিং শেষ হয়েছে । সামনের বছর 25 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই অ্যাকশন মুভি ৷

আরও পড়ুন:

  1. বিদেশে বাজিমাত করল 'অ্যানিম্যাল'! বক্স অফিসে শাহরুখকে হারালেন রণবীর
  2. 6 মাস রহমানের স্টুডিয়োতে, 15 কেজি ওজন বাড়াতে জাংক ফুড, চমকিলার প্রস্তুতির গল্প শোনালেন পরিণীতি
  3. মোদিকে 'ভগবান রামে'র সঙ্গে তুলনা কঙ্গনার, সমালোচনার ঝড় নেটপাড়ায়
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.