কলকাতা, 20 জানুয়ারি: নতুন বছরের শুরুতেই প্রয়াত হন জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র তথা চিত্রনাট্যকার, পরিচালক সন্দীপ চৌধুরী ৷ বাবার মতোই ছবির জগতে ছিল তাঁর অবাধ বিচরণ। তবে, বাংলা ধারাবাহিকে উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন সন্দীপ । একাধিক ধারাবাহিক পরিচালনার কাজ সামলেছেন তাঁর কর্মজীবনে । তাঁর ধারালো চিত্রনাট্যের দৌলতে জনপ্রিয় হয়ে টি আর পি হাঁকিয়েছে বহু ধারাবাহিক । আজ তারার আকাশে পাড়ি দিয়েছেন তিনি (Sandip Chowdhury Death)৷ আর দেউলিয়া হয়ে গিয়েছে 'ফেরারি মন'। তাঁকে ছাড়া 'ফেরারি মন' ধারাবাহিক আজ এক প্রকার অভিভাবকহীন (Ferari Mon Actors on Sandip Chowdhury )।
সংশ্লিষ্ট চ্যানেলের টপার এই ধারাবাহিক । মানে ক্লাসের ফার্স্ট বয় বলা চলে ৷ সন্দীপকে ছাড়া চিত্রনাট্য কোথাও একটা ধাক্কা খেলেও তা সামলে নেওয়ার চেষ্টা আপ্রাণ জানিয়েছেন ধারাবাহিকের ময়না অর্থাৎ পিঙ্কি বন্দ্যোপাধ্যায় । তার মেয়ে চন্দনার সঙ্গেই ধারাবাহিকের নায়ক অগ্নির (বিপুল পাত্র) বিয়ে হওয়ার কথা । বিপুলের কথায়, "সন্দীপদার অনেককিছু দেওয়ার বাকি ছিল । আমাদের আরও অনেককিছু পাওয়ার বাকি ছিল । এত ভাল একজন মানুষ ছিলেন যার বিষয়ে যতই বলি কম বলা হবে (Team Ferari Mon on Sandip Chowdhury )।"
এদিন 'ফেরারি মন' ধারাবাহিকের নায়িকা সুদীপ্তা রায় বলেন, "উত্তরবঙ্গে কাটানো দিনগুলোর কথা আমার আজও মনে পড়ে খুব । সকালে উঠেই মিষ্টি হাসি হাসি । মুখটা দেখতে পেতাম দাদার। কী যে ভাল ব্যবহার ছিল মানুষটার! আর লেখা নিয়ে আমি কোনও কথা বলব না ।"
আরও পড়ুন: বুলেট চালিয়ে কনে হাজির বিয়ের মণ্ডপে, আসছে 'ফেরারি মন' এর জমজমাট পর্ব
ধারাবাহিকের অ্যান্টাগনিস্ট বিদীপ্তা চক্রবর্তী বলেন, "সন্দীপদার সঙ্গে ঘটনাচক্রে এটা আমার প্রথম কাজ ছিল । দু'দিন আগেও ওঁর জন্মদিনের কেক কাটা হল, কত আনন্দ করলাম আমরা । এরপর আমি একটু আউটডোরে শ্যুটিং-এ গেলাম । ফিরে এসেই শুনি মানুষটা নেই । আমি এখনও খবরটা হজম করতে পারিনি । খুব ভাল লিখতেন উনি । ডায়লগ লেখার ধরনটা ছিল অসাধারণ । আমাদের বলতে খুব সুবিধা হত আসলে । আমরা সবাই খুব অভাব বোধ করি ওঁর ।"