কলকাতা, 20 জানুয়ারি: নতুন বছরের শুরুতেই প্রয়াত হন জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র তথা চিত্রনাট্যকার, পরিচালক সন্দীপ চৌধুরী ৷ বাবার মতোই ছবির জগতে ছিল তাঁর অবাধ বিচরণ। তবে, বাংলা ধারাবাহিকে উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন সন্দীপ । একাধিক ধারাবাহিক পরিচালনার কাজ সামলেছেন তাঁর কর্মজীবনে । তাঁর ধারালো চিত্রনাট্যের দৌলতে জনপ্রিয় হয়ে টি আর পি হাঁকিয়েছে বহু ধারাবাহিক । আজ তারার আকাশে পাড়ি দিয়েছেন তিনি (Sandip Chowdhury Death)৷ আর দেউলিয়া হয়ে গিয়েছে 'ফেরারি মন'। তাঁকে ছাড়া 'ফেরারি মন' ধারাবাহিক আজ এক প্রকার অভিভাবকহীন (Ferari Mon Actors on Sandip Chowdhury )।
সংশ্লিষ্ট চ্যানেলের টপার এই ধারাবাহিক । মানে ক্লাসের ফার্স্ট বয় বলা চলে ৷ সন্দীপকে ছাড়া চিত্রনাট্য কোথাও একটা ধাক্কা খেলেও তা সামলে নেওয়ার চেষ্টা আপ্রাণ জানিয়েছেন ধারাবাহিকের ময়না অর্থাৎ পিঙ্কি বন্দ্যোপাধ্যায় । তার মেয়ে চন্দনার সঙ্গেই ধারাবাহিকের নায়ক অগ্নির (বিপুল পাত্র) বিয়ে হওয়ার কথা । বিপুলের কথায়, "সন্দীপদার অনেককিছু দেওয়ার বাকি ছিল । আমাদের আরও অনেককিছু পাওয়ার বাকি ছিল । এত ভাল একজন মানুষ ছিলেন যার বিষয়ে যতই বলি কম বলা হবে (Team Ferari Mon on Sandip Chowdhury )।"
![Ferari Mon](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/picssandipchowdhury_19012023120403_1901f_1674110043_462.jpg)
এদিন 'ফেরারি মন' ধারাবাহিকের নায়িকা সুদীপ্তা রায় বলেন, "উত্তরবঙ্গে কাটানো দিনগুলোর কথা আমার আজও মনে পড়ে খুব । সকালে উঠেই মিষ্টি হাসি হাসি । মুখটা দেখতে পেতাম দাদার। কী যে ভাল ব্যবহার ছিল মানুষটার! আর লেখা নিয়ে আমি কোনও কথা বলব না ।"
আরও পড়ুন: বুলেট চালিয়ে কনে হাজির বিয়ের মণ্ডপে, আসছে 'ফেরারি মন' এর জমজমাট পর্ব
ধারাবাহিকের অ্যান্টাগনিস্ট বিদীপ্তা চক্রবর্তী বলেন, "সন্দীপদার সঙ্গে ঘটনাচক্রে এটা আমার প্রথম কাজ ছিল । দু'দিন আগেও ওঁর জন্মদিনের কেক কাটা হল, কত আনন্দ করলাম আমরা । এরপর আমি একটু আউটডোরে শ্যুটিং-এ গেলাম । ফিরে এসেই শুনি মানুষটা নেই । আমি এখনও খবরটা হজম করতে পারিনি । খুব ভাল লিখতেন উনি । ডায়লগ লেখার ধরনটা ছিল অসাধারণ । আমাদের বলতে খুব সুবিধা হত আসলে । আমরা সবাই খুব অভাব বোধ করি ওঁর ।"