ETV Bharat / entertainment

SRK in WC Promo: আইসিসি'র বিশ্বকাপের প্রোমোয় শাহরুখ, আবেগে ভাসলেন অনুরাগীরা - বিশ্বকাপের প্রোমোতে শাহরুখ আবেগে ভাসলেন অনুরাগীরা

ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপ ৷ তৃতীয়বার বিশ্বসেরার লক্ষ্যে মরিয়া হয়ে ঝাঁপাবেন বিরাট-রোহিতরা ৷ তার আগে সুখবর ভারতীয় ফ্যানেদের জন্য ৷ আইসিসি'র প্রোমোয় দেখা গিয়েছে শাহরুখ খানকে ৷ আবেগে ভাসছেন অনুরাগীরা ৷

SRK in ICC World Cup Promo
বিশ্বকাপের প্রোমোতে শাহরুখকে দেখে আপ্লুত ফ্যানেরা
author img

By

Published : Jul 20, 2023, 3:46 PM IST

Updated : Jul 20, 2023, 4:19 PM IST

হায়দরাবাদ, 20 জুলাই: ক্রিকেট বিশ্বকাপ নিয়ে মাটি তেতে উঠতে শুরু করেছে একটু একটু করে ৷ ফের একবার ভারতের মাটিতে 2011-র 2 এপ্রিল ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন অনুরাগীরা ৷ বিরাট কোহলি, রোহিত শর্মারা কী পারবেন আরেকবার ভারত বিশ্বজয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে ৷ তার জন্য় অপেক্ষা তো করতেই হবে ৷ কিন্তু তার আগে আরও একটা দারুণ খবর রয়েছে শাহরুখ ফ্যানেদের জন্য় ৷ বলিউড আর ক্রিকেট এই দুই বিষয় নিয়েই চর্চা তুঙ্গে থাকে সবসময় ৷ এবার ক্রিকেটের উন্মাদনা বাড়াতে বলিউডের বেতাজ বাদশাকেই হাতিয়ার করল আইসিসি ৷

আইসিসি বৃহস্পতিবার যে প্রোমোটি শেয়ার করেছে তাতে সমস্ত দেশের ক্রিকেটারদের সঙ্গে দেখা গিয়েছে কিং খানকেও ৷ বিশ্বকাপের উন্মাদনায় সকলকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ৷ এই আইসিসি তরফে প্রোমোটি শেয়ার করে লেখা হয়েছে, "ইতিহাস লেখা হবে আর স্বপ্ন সত্য়ি হবে 2023 সালে আইসিসি বিশ্বকাপে ৷ এতকিছুর জন্য় শুধু প্রয়োজন একটামাত্র দিন ৷"

ফ্যানেরা কিং খানকে দেখে রীতিমতো অভিভূত ৷ কেউ লিখেছেন,"বিশ্বস্তরে ভারতের প্রতিনিধিত্ব করছেন শাহরুখ ৷" আবার কেউ লিখেছেন, "চক দে ইন্ডিয়া ছবির থিমটা আমার কানে বাজছে ৷" আবার আরেকজন অনুরাগী লিখেছেন, "কিং খান আদতেই এক প্রতিষ্ঠান ৷" বিশ্বকাপের সময়সূচি ইতিমধ্য়েই সামনে এসে গিয়েছে ৷ ঢাকে কাঠি পড়তে চলেছে আগামী 5 অক্টোবর ৷ গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্য়ে হতে চলেছে প্রথম দ্বৈরথ ৷

  • History will be written and dreams will be realised at the ICC Men's Cricket World Cup 2023 🏆

    All it takes is just one day ✨ pic.twitter.com/G5J0Fyzw0Z

    — ICC (@ICC) July 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পুজোয় আসছে সৃজিতের 'দশম অবতার', এক ফ্রেমে বুম্বা যীশু অনির্বাণ; সঙ্গী জয়াও

বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে 19 নভেম্বর ৷ সবমিলিয়ে মোট 48টি ম্যাচ খেলা হবে 46 দিনে ৷ ভারতের প্রথম ম্য়াচ রয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে ৷ 8 অক্টোবর অজি শিবিরের বিরুদ্ধে মরিয়া হয়ে ঝাঁপাবেন বিরাট রোহিতরা ৷ কার্যত এখন থেকেই ভারতীয় দল নিয়ে ফ্যানেদের মধ্য়ে উত্তেজনা তুঙ্গে ৷ আর তারওপর সোনায় সোহাগা হয়ে সামনে এল এই ভিডিয়োটি ৷ সব মিলিয়ে 2 মিনিট 13 সেকেন্ডের এই প্রোমো ভিডিয়োতে শাহরুখকে দেখে আপ্লুত অনুরাগীরা ৷

হায়দরাবাদ, 20 জুলাই: ক্রিকেট বিশ্বকাপ নিয়ে মাটি তেতে উঠতে শুরু করেছে একটু একটু করে ৷ ফের একবার ভারতের মাটিতে 2011-র 2 এপ্রিল ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন অনুরাগীরা ৷ বিরাট কোহলি, রোহিত শর্মারা কী পারবেন আরেকবার ভারত বিশ্বজয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে ৷ তার জন্য় অপেক্ষা তো করতেই হবে ৷ কিন্তু তার আগে আরও একটা দারুণ খবর রয়েছে শাহরুখ ফ্যানেদের জন্য় ৷ বলিউড আর ক্রিকেট এই দুই বিষয় নিয়েই চর্চা তুঙ্গে থাকে সবসময় ৷ এবার ক্রিকেটের উন্মাদনা বাড়াতে বলিউডের বেতাজ বাদশাকেই হাতিয়ার করল আইসিসি ৷

আইসিসি বৃহস্পতিবার যে প্রোমোটি শেয়ার করেছে তাতে সমস্ত দেশের ক্রিকেটারদের সঙ্গে দেখা গিয়েছে কিং খানকেও ৷ বিশ্বকাপের উন্মাদনায় সকলকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ৷ এই আইসিসি তরফে প্রোমোটি শেয়ার করে লেখা হয়েছে, "ইতিহাস লেখা হবে আর স্বপ্ন সত্য়ি হবে 2023 সালে আইসিসি বিশ্বকাপে ৷ এতকিছুর জন্য় শুধু প্রয়োজন একটামাত্র দিন ৷"

ফ্যানেরা কিং খানকে দেখে রীতিমতো অভিভূত ৷ কেউ লিখেছেন,"বিশ্বস্তরে ভারতের প্রতিনিধিত্ব করছেন শাহরুখ ৷" আবার কেউ লিখেছেন, "চক দে ইন্ডিয়া ছবির থিমটা আমার কানে বাজছে ৷" আবার আরেকজন অনুরাগী লিখেছেন, "কিং খান আদতেই এক প্রতিষ্ঠান ৷" বিশ্বকাপের সময়সূচি ইতিমধ্য়েই সামনে এসে গিয়েছে ৷ ঢাকে কাঠি পড়তে চলেছে আগামী 5 অক্টোবর ৷ গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্য়ে হতে চলেছে প্রথম দ্বৈরথ ৷

  • History will be written and dreams will be realised at the ICC Men's Cricket World Cup 2023 🏆

    All it takes is just one day ✨ pic.twitter.com/G5J0Fyzw0Z

    — ICC (@ICC) July 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পুজোয় আসছে সৃজিতের 'দশম অবতার', এক ফ্রেমে বুম্বা যীশু অনির্বাণ; সঙ্গী জয়াও

বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে 19 নভেম্বর ৷ সবমিলিয়ে মোট 48টি ম্যাচ খেলা হবে 46 দিনে ৷ ভারতের প্রথম ম্য়াচ রয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে ৷ 8 অক্টোবর অজি শিবিরের বিরুদ্ধে মরিয়া হয়ে ঝাঁপাবেন বিরাট রোহিতরা ৷ কার্যত এখন থেকেই ভারতীয় দল নিয়ে ফ্যানেদের মধ্য়ে উত্তেজনা তুঙ্গে ৷ আর তারওপর সোনায় সোহাগা হয়ে সামনে এল এই ভিডিয়োটি ৷ সব মিলিয়ে 2 মিনিট 13 সেকেন্ডের এই প্রোমো ভিডিয়োতে শাহরুখকে দেখে আপ্লুত অনুরাগীরা ৷

Last Updated : Jul 20, 2023, 4:19 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.