হায়দরাবাদ, 22 মার্চ: মিস্টার অ্যান্ড মিসেস মাহীর সেট থেকে নিজের দুরন্ত সেলফি তুলে ভক্তদের ট্রিট দিলেন বলিউডের অভিনেতা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor Selfie)৷ মঙ্গলবার তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই সেলফি পোস্ট করেছেন তিনি ৷ যা দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা (Janhvi Kapoor latest news)৷
মিলির অভিনেত্রী চারটি ছবির একটি কোলাজ পোস্ট করেছেন ইনস্টাগ্রামে (Janhvi Kapoor Instagram)৷ সেই ছবি দেখে বোঝা গিয়েছে যে, সেলফি তুলেছেন শ্রীদেবী-কন্যা । তাঁর পরনে সাদা ট্যাঙ্ক টপ । অভিনেত্রীর ঢেউ খেলানো লম্বা চুল তাঁকে আকর্ষণীয় করে তুলেছে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কোলাজটি ভক্তদের সঙ্গে শেয়ার করে তার ক্যাপশনে জাহ্নবী লিখেছেন, "সেলফির জন্য এটি একটি ভালো দিন ৷" তিনি কোলাজটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাঁর মন্তব্য বিভাগ বানভাসি হয়েছে । একজন ভক্ত মন্তব্য করেছেন, "আপনাকে আজ খুব সুন্দর এবং আশ্চর্যজনক দেখাচ্ছে আমার রানি, দিনের প্রতিটি সেকেন্ডে আপনাকে মিস করি, আপনি আমার হৃদয়ের রানি এবং আপনি আমার কাছে অনেক কিছু..৷" অন্য একজন লিখেছেন, "আমার চোখ কখনওই আমাকে মিথ্যে বলে না; সত্যিই সুন্দর !"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় জাহ্নবী কাপুর ৷ তাঁর ইনস্টাগ্রাম পরিবারে নিয়মিত নিজের মোহময়ী ছবি পোস্ট করে অনুরাগীদের ট্রিট দেন তিনি ৷ কয়েকদিন আগে অভিনেত্রী একটি ফটোশুটের সেটে তোলা ছবিগুলির একটি সিরিজ পোস্ট করেছিলেন এবং একটি কালো হৃদয় ইমোজি দিয়েছিলেন পোস্টটির ক্যাপশনে । ছবিতে জাহ্নবী একটি ডিপ নেকলাইনের কালো পোশাক পরেছিলেন এবং তাঁর থেকে চোখ ফেরানো যাচ্ছিল না । তিনি নিজের একটি মনোক্রোম ছবিও পোস্ট করেন, যেখানে তিনি একটি অগোছালো খোঁপা করে তাতে ফুল দিয়েছিলেন ৷ ভক্তরা বেশ পছন্দ করে তাঁর সেই ছবি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: জুনিয়র এনটিআর-এর বিপরীতে অভিনয়, স্বপ্ন সত্যি হতে চলেছে জাহ্নবীর !
কর্মক্ষেত্রে জাহ্নবী কাপুর বর্তমানে রাজকুমার রাওয়ের সঙ্গে তাঁর আসন্ন ফিল্ম মিস্টার অ্যান্ড মিসেস মাহী-র শুটিং-এ ব্যস্ত । এ ছাড়াও তিনি জুনিয়র এনটিআর-এর সহ-অভিনেত্রী হিসেবে দক্ষিণের ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন ৷ সেই ছবির নাম এখনও ঠিক হয়নি ৷ 6 মার্চ তাঁর জন্মদিনে জাহ্নবীর ফিল্ম থেকে নিজের প্রথম লুক শেয়ার করেছিলেন এবং লিখেছিলেন যে, তিনি উত্তেজিত এবং তাঁর প্রিয় জুনিয়র এনটিআরের সঙ্গে সফর শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৷