ETV Bharat / entertainment

Tiger Shroff-Disha Patani: জুড়ছে ভাঙা সম্পর্ক? রাজধানীতে গল্প-আড্ডায় জমজমাট টাইগার-দিশার 'রিইউনিয়ন' - Tiger Shroff

বলিউডের চর্চিত জুটি ছিল টাইগার-দিশা ৷ বছর খানেক আগে তাঁদের ব্রেকআপের খবর ছড়িয়ে পড়ে ৷ তবে সম্প্রতি দু'জনকে দেখা গিয়েছে দিল্লির একটি অনুষ্ঠানে ৷ শুধু একসঙ্গে দেখা না, ছবি তোলা, পাশে বসে আড্ডা দিতেও দেখা গিয়েছে ৷ তাহলে ফের কি পুরনো সম্পর্ক জোড়া লাগল? তবে নেটাগরিকরা এই ব্যাপারটিকে নিয়ে আনন্দে মেতেছেন ৷

Tiger and Disha
দিশা পাটানি এবং টাইগার শ্রফ
author img

By

Published : Jul 2, 2023, 6:23 PM IST

দিশা পাটানি এবং টাইগার শ্রফ

হায়দরাবাদ, 2 জুলাই: একসঙ্গে বসে গল্প করছেন, আড্ডা মারছেন আবার ছবিও তুলছেন টাইগার শ্রফ এবং দিশা পাটানি ৷ হ্যাঁ, অবাক লাগলেও সত্যি ৷ আগে তাঁদের দেখলে অনুরাগীরা বলত, 'মেড ফর ইচ আদার' ৷ কিন্তু বছরখানেক আগে দিশার সঙ্গে জ্যাকি-পুত্রের ব্রেক-আপের খবর সামনে আসে! তবে সম্প্রতি রিইউনিয়ন ঘটল দু'জনের ৷ সোশাল মিডিয়ায় একসঙ্গে ভাইরাল হলেন তাঁরা ৷ শুধু এক ফ্লাইটে যাওয়াই নয়, দিল্লির একটি অনুষ্ঠানে একসঙ্গেই হাজির হয়েছিলেন তাঁরা। একসঙ্গেই সেই অনুষ্ঠানের প্রবেশ করেন, পাপারাৎজিদের সামনে পোজও দেন ৷ তাই নেটাগরিকদের মধ্যে জল্পনা পুরনো সম্পর্ক বুঝি জোড়া লাগছে ৷

সম্প্রতি সেই অনুষ্ঠানে বেগুনি রংয়ের ক্রপ টপ এবং সাদা প্য়ান্টে সেজেছিলেন দিশা। টাইগারকে দেখা গিয়েছিল ব্ল্যাক টিশার্ট আর ম্যাচিং প্যান্টে। অনুষ্ঠানে পাশাপাশি বসে গল্প জুড়লেন দুই পুরনো বন্ধু। এই ইভেন্টে হাজির ছিলেন টাইগারের মা আয়েশা শ্রফ এবং দিদি কৃষ্ণা শ্রফও। সেখানে টাইগারের পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছে দিশাকে ৷ এই ভিডিয়ো দেখে প্রতিক্রিয়া কেউ কেউ বলছেন, "তবে কি ফের একসঙ্গে টাইগার-দিশা?" আবার কারও মতে, "টাইগার তো দিশার দিকে সরাসরি তাকাচ্ছেও না।" কেউ আবার লিখেছেন, "এতদিন পর ওদের একসঙ্গে দেখে ভালো লাগল।" আরও কমেন্ট, "সর্বদা আমার প্রিয় জুটি।"

উল্লেখ্য, এর আগে জ্যাকি-পুত্র গত মাসে দিশার জন্মদিনের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন। তাতে তিনি লিখেছিলেন, "শুভ জন্মদিন দিশা পাটানি ৷ সামনে সেরা সময়! ডানা মেলে এভাবেই উড়তে থাক ৷ সর্বদা তুমি হাসিখুশি থেকো।" তবে এটা ঠিক তাঁরা কখনই আনুষ্ঠানিকভাবে নিজেদের 'প্রেমের সম্পর্ক' বিষয়টি নিশ্চিত করেননি ৷ কিন্তু অজানা কারণেই গত বছরের মাঝামাঝি পথ আলাদা হয় দু'জনের। জানা যায়, প্রেম ভাঙলেও এখনও বন্ধুত্ব টিকে রয়েছে টাইগার-দিশার। 'বাগি 2', 'বাগি 3' ছবিতে কাজ করেছেন টাইগার-দিশা।

আরও পড়ুন: রত্নখচিত পোশাক, হাতে পশুরাজের মুখোশ... মনীশের ডিজাইনে তাক লাগালেন জাহ্নবী

দিশা পাটানি এবং টাইগার শ্রফ

হায়দরাবাদ, 2 জুলাই: একসঙ্গে বসে গল্প করছেন, আড্ডা মারছেন আবার ছবিও তুলছেন টাইগার শ্রফ এবং দিশা পাটানি ৷ হ্যাঁ, অবাক লাগলেও সত্যি ৷ আগে তাঁদের দেখলে অনুরাগীরা বলত, 'মেড ফর ইচ আদার' ৷ কিন্তু বছরখানেক আগে দিশার সঙ্গে জ্যাকি-পুত্রের ব্রেক-আপের খবর সামনে আসে! তবে সম্প্রতি রিইউনিয়ন ঘটল দু'জনের ৷ সোশাল মিডিয়ায় একসঙ্গে ভাইরাল হলেন তাঁরা ৷ শুধু এক ফ্লাইটে যাওয়াই নয়, দিল্লির একটি অনুষ্ঠানে একসঙ্গেই হাজির হয়েছিলেন তাঁরা। একসঙ্গেই সেই অনুষ্ঠানের প্রবেশ করেন, পাপারাৎজিদের সামনে পোজও দেন ৷ তাই নেটাগরিকদের মধ্যে জল্পনা পুরনো সম্পর্ক বুঝি জোড়া লাগছে ৷

সম্প্রতি সেই অনুষ্ঠানে বেগুনি রংয়ের ক্রপ টপ এবং সাদা প্য়ান্টে সেজেছিলেন দিশা। টাইগারকে দেখা গিয়েছিল ব্ল্যাক টিশার্ট আর ম্যাচিং প্যান্টে। অনুষ্ঠানে পাশাপাশি বসে গল্প জুড়লেন দুই পুরনো বন্ধু। এই ইভেন্টে হাজির ছিলেন টাইগারের মা আয়েশা শ্রফ এবং দিদি কৃষ্ণা শ্রফও। সেখানে টাইগারের পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছে দিশাকে ৷ এই ভিডিয়ো দেখে প্রতিক্রিয়া কেউ কেউ বলছেন, "তবে কি ফের একসঙ্গে টাইগার-দিশা?" আবার কারও মতে, "টাইগার তো দিশার দিকে সরাসরি তাকাচ্ছেও না।" কেউ আবার লিখেছেন, "এতদিন পর ওদের একসঙ্গে দেখে ভালো লাগল।" আরও কমেন্ট, "সর্বদা আমার প্রিয় জুটি।"

উল্লেখ্য, এর আগে জ্যাকি-পুত্র গত মাসে দিশার জন্মদিনের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন। তাতে তিনি লিখেছিলেন, "শুভ জন্মদিন দিশা পাটানি ৷ সামনে সেরা সময়! ডানা মেলে এভাবেই উড়তে থাক ৷ সর্বদা তুমি হাসিখুশি থেকো।" তবে এটা ঠিক তাঁরা কখনই আনুষ্ঠানিকভাবে নিজেদের 'প্রেমের সম্পর্ক' বিষয়টি নিশ্চিত করেননি ৷ কিন্তু অজানা কারণেই গত বছরের মাঝামাঝি পথ আলাদা হয় দু'জনের। জানা যায়, প্রেম ভাঙলেও এখনও বন্ধুত্ব টিকে রয়েছে টাইগার-দিশার। 'বাগি 2', 'বাগি 3' ছবিতে কাজ করেছেন টাইগার-দিশা।

আরও পড়ুন: রত্নখচিত পোশাক, হাতে পশুরাজের মুখোশ... মনীশের ডিজাইনে তাক লাগালেন জাহ্নবী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.