ETV Bharat / entertainment

Falguni on Neha: রিক্রিয়েশন কর কিন্তু পদ্ধতি মেনে, 'ও সাজনা' রিমেক প্রসঙ্গে বললেন ফাল্গুনী - Falguni Pathak hit O Sajna

নেহা কক্করের 'ও সাজনা' গানের রিক্রিয়েশন নিয়ে এখন চর্চা রীতিমতো তুঙ্গে উঠেছে ৷ ফের একবার এই নিয়ে মুখ খুললেন ফাল্গুনী পাঠক ৷ গায়িকা বলেন, "রিক্রিয়েশন কর কিন্তু পদ্ধতি মেনে কর ৷ রিমিক্স হয়, আজকাল আরও ভালোও হয় ৷"

Falguni on Neha
রিক্রিয়েশন কর কিন্তু পদ্ধতি মেনে,রিমেক নিয়ে বললেন ফাল্গুনী
author img

By

Published : Sep 27, 2022, 6:29 PM IST

Updated : Sep 27, 2022, 9:25 PM IST

মুম্বই, 27 সেপ্টেম্বর: নেহা কক্করের 'ও সাজনা' গানের রিক্রিয়েশন নিয়ে এখন চর্চা রীতিমতো তুঙ্গে উঠেছে ৷ কারণ 1999 সালের জনপ্রিয় এই গানটি নেহা যেভাবে গেয়েছেন তাতে খুশি নন অনেকেই ৷ মূল গানটির গায়িকা ছিলেন ফাল্গুনী পাঠক (Falguni Pathak hit O Sajna ) ৷ তিনিও অখুশি ছিলেন নেহার এই কাজ নিয়ে ৷ এবার ফের একবার এই ধরনের জনপ্রিয় গানের রিক্রিয়েশন নিয়ে নিজের মতামত দিলেন তিনি ৷

সম্প্রতি যখন মিরচি প্লাসে ফাল্গুনী পাঠককে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি নেহার নতুন সংস্করণটি দেখেছেন কি? তার উত্তর দিতে গিয়ে তিনি বলেন, "রিক্রিয়েশন কর কিন্তু পদ্ধতি মেনে কর ৷ রিমিক্স আজকাল হচ্ছে এবং ভালোও হচ্ছে, যা আমরাও স্টেজেও গেয়ে থাকি ৷ কিন্তু তুমি সঠিক পদ্ধতি মেনে এটা (গান) কর, আরও ভালো করো তাই না ৷ কেন খামোকা গানগুলোকে নষ্ট করছ (Falguni Pathak says about Neha Kakkar )?"

নেহার গানটি সামনে আসার গর্বা ক্যুইন ফাল্গুনী পাঠক নামক একটি ইনস্টা অ্যাকাউন্টের স্টোরিতে লেখা হয়, "আপনি এতদূর কী করে যেতে পারেন নেহা কক্কর? আমাদের পুরানো ক্লাসিকগুলি নষ্ট করা বন্ধ করুন (new version of O Sajna)। ফাল্গুনী পাঠক হল ওল্ড গ্যাংস্টার । অবিলম্বে এসব বন্ধ করুন ৷"

আরও পড়ুন: পুজোয় কী খান, কোন পানীয়ে আসক্তি? দেবকে অকপট জানালেন বুম্বা

এরপর নেহাও অবশ্য় তাঁর জবাব দেন ৷ কারও নাম না-করে সমালোচকদের একহাত নিয়ে তিনি লেখেন, "সাফল্য এবং সুখ দেখে যাঁরা অখুশি ৷ আমার তাঁদের জন্য করুণা হচ্ছে ৷ প্লিজ মন্তব্য করব না কারণ আমি জানি সবাই জানে নেহা কক্করকে(Neha kakkar new song controversy) ৷"

19 সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল নেহার গাওয়া এই গানটি ৷ ইতিমধ্যেই বেশ কয়েক মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গিয়েছে এই গান ৷ তবে একইসঙ্গে চলছে বিতর্কও (Neha Kakkar on Falguni Pathak Song) ৷ টি-সিরিজের ব্যানারে সুরকার তানিষ্ক বাগচি এবং গীতিকার জনি এই গানটিকে রিক্রিয়েট করেছেন ৷ ভিডিয়োতে দেখা যায় প্রিয়াঙ্ক শর্মা, নেহা এবং ধনশ্রী বর্মাকে ৷

মুম্বই, 27 সেপ্টেম্বর: নেহা কক্করের 'ও সাজনা' গানের রিক্রিয়েশন নিয়ে এখন চর্চা রীতিমতো তুঙ্গে উঠেছে ৷ কারণ 1999 সালের জনপ্রিয় এই গানটি নেহা যেভাবে গেয়েছেন তাতে খুশি নন অনেকেই ৷ মূল গানটির গায়িকা ছিলেন ফাল্গুনী পাঠক (Falguni Pathak hit O Sajna ) ৷ তিনিও অখুশি ছিলেন নেহার এই কাজ নিয়ে ৷ এবার ফের একবার এই ধরনের জনপ্রিয় গানের রিক্রিয়েশন নিয়ে নিজের মতামত দিলেন তিনি ৷

সম্প্রতি যখন মিরচি প্লাসে ফাল্গুনী পাঠককে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি নেহার নতুন সংস্করণটি দেখেছেন কি? তার উত্তর দিতে গিয়ে তিনি বলেন, "রিক্রিয়েশন কর কিন্তু পদ্ধতি মেনে কর ৷ রিমিক্স আজকাল হচ্ছে এবং ভালোও হচ্ছে, যা আমরাও স্টেজেও গেয়ে থাকি ৷ কিন্তু তুমি সঠিক পদ্ধতি মেনে এটা (গান) কর, আরও ভালো করো তাই না ৷ কেন খামোকা গানগুলোকে নষ্ট করছ (Falguni Pathak says about Neha Kakkar )?"

নেহার গানটি সামনে আসার গর্বা ক্যুইন ফাল্গুনী পাঠক নামক একটি ইনস্টা অ্যাকাউন্টের স্টোরিতে লেখা হয়, "আপনি এতদূর কী করে যেতে পারেন নেহা কক্কর? আমাদের পুরানো ক্লাসিকগুলি নষ্ট করা বন্ধ করুন (new version of O Sajna)। ফাল্গুনী পাঠক হল ওল্ড গ্যাংস্টার । অবিলম্বে এসব বন্ধ করুন ৷"

আরও পড়ুন: পুজোয় কী খান, কোন পানীয়ে আসক্তি? দেবকে অকপট জানালেন বুম্বা

এরপর নেহাও অবশ্য় তাঁর জবাব দেন ৷ কারও নাম না-করে সমালোচকদের একহাত নিয়ে তিনি লেখেন, "সাফল্য এবং সুখ দেখে যাঁরা অখুশি ৷ আমার তাঁদের জন্য করুণা হচ্ছে ৷ প্লিজ মন্তব্য করব না কারণ আমি জানি সবাই জানে নেহা কক্করকে(Neha kakkar new song controversy) ৷"

19 সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল নেহার গাওয়া এই গানটি ৷ ইতিমধ্যেই বেশ কয়েক মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গিয়েছে এই গান ৷ তবে একইসঙ্গে চলছে বিতর্কও (Neha Kakkar on Falguni Pathak Song) ৷ টি-সিরিজের ব্যানারে সুরকার তানিষ্ক বাগচি এবং গীতিকার জনি এই গানটিকে রিক্রিয়েট করেছেন ৷ ভিডিয়োতে দেখা যায় প্রিয়াঙ্ক শর্মা, নেহা এবং ধনশ্রী বর্মাকে ৷

Last Updated : Sep 27, 2022, 9:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.