হায়দরাবাদ, 18 মে: 'পুষ্পা: দ্য রাইজ' ছবির বিপুল বক্স অফিস সাফল্য়ের পর সুকুমার এখন ব্যস্ত তাঁর এই ছবির পরবর্তী পর্বের কাজ নিয়ে ৷ আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনা অভিনীত এই ছবির দ্বিতীয় পর্বের নাম হতে চলেছে 'পুষ্পা 2: দ্য রুল' ৷ এই ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে চলেছেন ফাহাদ ফাসিল ৷ ফাহাদের চরিত্রের নাম ভানওয়ার সিং সেখাওয়াত ৷ বৃহস্পতিবার জানা গেল ছবির একটি গুরুত্বপূর্ণ পর্বের শ্য়ুটিং শেষ করেছেন দক্ষিণী অভিনেতা ৷ বৃহস্পতিবার টুইট করে এই খবর জানিয়েছে ছবির প্রযোজনা সংস্থা ৷
প্রথম পর্বের শেষেই আভাস মিলেছিল নতুন অধ্য়ায়ে ভানওয়ার সিং শেখাওয়াত এবং পুষ্পারাজের মধ্য়ে টক্কর রীতিমতো জমে উঠবে ৷ যদিও প্রথম পর্ব মুক্তির আগেই দ্বিতীয় পর্বের বেশ কিছুটা শ্য়ুটিং সেরে রেখেছিলেন সুকুমার ৷ তবে সেই সমস্ত ফুটেজ ফেলে দিয়ে আবার নতুন করে এই ছবিটি বানাচ্ছেন তিনি ৷ সূত্র মারফত এটুকুই খবর মিলেছে ৷ এবার সেই সূত্র ধরেই আরও এক ধাপ এগোল ছবির কাজ ৷ ফাহাদ ফাসিলের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্য়ুট শেষ করলেন নির্মাতারা ৷
-
A key schedule of #Pushpa2TheRule completed with 'Bhanwar Singh Shekhawat' aka #FahadhFaasil 💥💥
— Mythri Movie Makers (@MythriOfficial) May 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
This time he will return with vengeance ❤️🔥🔥
Icon Star @alluarjun @iamRashmika @aryasukku @ThisIsDSP @SukumarWritings @PushpaMovie @TSeries pic.twitter.com/l4lixpvhm7
">A key schedule of #Pushpa2TheRule completed with 'Bhanwar Singh Shekhawat' aka #FahadhFaasil 💥💥
— Mythri Movie Makers (@MythriOfficial) May 18, 2023
This time he will return with vengeance ❤️🔥🔥
Icon Star @alluarjun @iamRashmika @aryasukku @ThisIsDSP @SukumarWritings @PushpaMovie @TSeries pic.twitter.com/l4lixpvhm7A key schedule of #Pushpa2TheRule completed with 'Bhanwar Singh Shekhawat' aka #FahadhFaasil 💥💥
— Mythri Movie Makers (@MythriOfficial) May 18, 2023
This time he will return with vengeance ❤️🔥🔥
Icon Star @alluarjun @iamRashmika @aryasukku @ThisIsDSP @SukumarWritings @PushpaMovie @TSeries pic.twitter.com/l4lixpvhm7
টুইটারে এদিন ফাহাদের একটি ছবি শেয়ার করা হয়েছে প্রযোজনা সংস্থা মৈত্রী মুভি মেকার্সের তরফে ৷ সেখানে লেখা হয়েছে, 'ভানওয়ার সিং সেখাওয়াত অর্থাৎ ফাহাদ ফাসিলের সঙ্গে 'পুষ্পা 2: দ্য রুল'-এর আরও একটি গুরুত্বপূর্ণ দৃশ্য়ের শ্য়ুটিং শেষ হল ৷ এবার সে ফিরবে প্রতিশোধ নিতে ৷' কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির টিজারও ৷
টিজারে যে কাহিনি সামনে এসেছে তাতে দেখা গিয়েছে জেল থেকে নিঁখোজ হয়ে গিয়েছে পুষ্পারাজ ৷ কেউ বলছে তাঁকে মেরে ফেলা হয়েছে পুলিশি এনকাউন্টারে ৷ কারও আবার ধারণা পুষ্পা এখনও জীবিত ৷ টিজারের একদম শেষ পর্যায়ে দেখা যায়, বনবিভাগের বাঘের ছবি তোলার জন্য রাখা লুকোনো ক্যামেরায় ধরা পড়েছে এক অদ্ভুত দৃশ্য ৷ পুষ্পা নিজেই সেখানে জানায় সে জীবিত ৷ সেই খবর সম্প্রচারিত হয় টেলিভিশনেও ৷ এরপর কোনদিকে এগোবে এই গল্প, তা জানতে অবশ্য় অপেক্ষা করতে হবে আরও কিছুদিন ৷
আরও পড়ুন: 'শেহজাদা' ক্ষতে প্রলেপ দেবে কার্তিকের 'সত্য প্রেম কি কথা'? প্রকাশ্য়ে টিজার