ETV Bharat / entertainment

Fahad Wishes Swara: স্বরার জন্মদিনের পোস্টে দুষ্টুমি ফাহাদের, স্ত্রীকে কেন 'ভাই' ডাকলেন ? - স্বরা ভাস্কর

সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদ তাঁর অভিনেত্রী স্ত্রী স্বরা ভাস্করের জন্মদিনে একটি মিষ্টি পোস্ট করেছেন ৷ সেখানে স্ত্রীকে 'ভাই' বলেছেন তিনি ৷ তাঁর মতে এই বিশেষ্য একেবারেই 'লিঙ্গ নিরপেক্ষ'।

Fahad Wishes Swara ETV Bharat
স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদ
author img

By

Published : Apr 9, 2023, 6:38 PM IST

হায়দরাবাদ, 9 এপ্রিল: আজ 35-এ পড়লেন বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর । রাজনীতিবিদ ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর এটাই স্বরার প্রথম জন্মদিন । স্বরাকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফাহাদ টুইটারে একটি 'জেন্ডার নিউট্রাল' পোস্ট শেয়ার করেছেন ।

টুইটারে ফাহাদ তাঁর স্ত্রীর জন্য জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা পোস্ট করেছেন । তাঁর বন্ধু ও মেন্টর হিসেবে তাঁকে সম্পূর্ণ করার জন্য স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতা ৷ স্বরাকে তিনি খুবই ভালোবাসেন বলে জানিয়ে ফাহাদ বলেন, তিনি তাঁর স্ত্রীকে অনেক সময় 'ভাই' বলেও সম্বোধন করেন ৷ তবে এই বিশেষ্যটি একেবারেই 'লিঙ্গ নিরপেক্ষ' বলে দাবি করেছেন রাজনৈতিক নেতা ।

স্বরার জন্য ফাহাদের জন্মদিনের বার্তা, "জন্মদিনের অনেক অনেক শুভ প্রত্যাবর্তন ভাই, আমার জন্মদিনে তোমার পরামর্শ শুনে আমি এখন বিবাহিত, আমি আশা করি তুমি টুইটার থেকে জেনে গিয়েছো ৷ প্রতিটি দিক থেকে আমাকে সম্পূর্ণ করার জন্য তোমাকে ধন্যবাদ ৷ তোমার মতো একজন বন্ধু এবং পরামর্শদাতা পেয়ে আমি ধন্য ৷ আমি তোমাকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি ৷ বি.দ্র- ভাই কথাটি লিঙ্গ নিরপেক্ষ ৷"

  • Many many happy returns of the day bhai, listening to your suggestion on my birthday I am married, I hope u get to know from twitter🙈

    Thank you for completing me in every aspect,m blessed to have a friend and mentor like u😘

    I love you my heart❤️

    P.S-bhai is gender neutral pic.twitter.com/Rp7uTzKR9q

    — Fahad Ahmad (@FahadZirarAhmad) April 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে গত 6 জানুয়ারি আদালতে স্বরা ও ফাহাদ তাঁদের বিয়ের রেজিস্ট্রি করেন । এই জুটি 16 ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের বিবাহিত জীবনের সুখবরটি দেন ৷ আর গত মার্চ মাসে দিল্লিতে স্বরার দাদা-দাদির বাড়িতে আচার অনুষ্ঠান মেনে ফের বিয়ে হয় এই দম্পতির ৷

কর্মক্ষেত্রে স্বরা ভাস্করকে 2022 সালে কমেডি ফিল্ম জাহাঁ চার ইয়ারে শেষ দেখা গিয়েছিল । পরবর্তীতে আসছে তাঁর মিসেস ফালানি ৷ সেই ছবিতে তাঁকে নয়টি ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে । ছবিটি সম্পর্কে কথা বলতে গিয়ে স্বরা আগেই বলেছিলেন যে, আসন্ন ছবিটি তাঁর এখনও পর্যন্ত করা ফিল্মগুলির মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্ট হতে চলেছে । মজার বিষয় হল, স্বরা অভিনীত নয়টি চরিত্রই ভারতের বিভিন্ন রাজ্যের হোমমেকার ।

আরও পড়ুন: জন্মদিনে অফুরান ভালোবাসায় আপ্লুত অল্লু অর্জুন, মন ছোঁয়া বার্তা ভক্তদের

হায়দরাবাদ, 9 এপ্রিল: আজ 35-এ পড়লেন বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর । রাজনীতিবিদ ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর এটাই স্বরার প্রথম জন্মদিন । স্বরাকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফাহাদ টুইটারে একটি 'জেন্ডার নিউট্রাল' পোস্ট শেয়ার করেছেন ।

টুইটারে ফাহাদ তাঁর স্ত্রীর জন্য জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা পোস্ট করেছেন । তাঁর বন্ধু ও মেন্টর হিসেবে তাঁকে সম্পূর্ণ করার জন্য স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতা ৷ স্বরাকে তিনি খুবই ভালোবাসেন বলে জানিয়ে ফাহাদ বলেন, তিনি তাঁর স্ত্রীকে অনেক সময় 'ভাই' বলেও সম্বোধন করেন ৷ তবে এই বিশেষ্যটি একেবারেই 'লিঙ্গ নিরপেক্ষ' বলে দাবি করেছেন রাজনৈতিক নেতা ।

স্বরার জন্য ফাহাদের জন্মদিনের বার্তা, "জন্মদিনের অনেক অনেক শুভ প্রত্যাবর্তন ভাই, আমার জন্মদিনে তোমার পরামর্শ শুনে আমি এখন বিবাহিত, আমি আশা করি তুমি টুইটার থেকে জেনে গিয়েছো ৷ প্রতিটি দিক থেকে আমাকে সম্পূর্ণ করার জন্য তোমাকে ধন্যবাদ ৷ তোমার মতো একজন বন্ধু এবং পরামর্শদাতা পেয়ে আমি ধন্য ৷ আমি তোমাকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি ৷ বি.দ্র- ভাই কথাটি লিঙ্গ নিরপেক্ষ ৷"

  • Many many happy returns of the day bhai, listening to your suggestion on my birthday I am married, I hope u get to know from twitter🙈

    Thank you for completing me in every aspect,m blessed to have a friend and mentor like u😘

    I love you my heart❤️

    P.S-bhai is gender neutral pic.twitter.com/Rp7uTzKR9q

    — Fahad Ahmad (@FahadZirarAhmad) April 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে গত 6 জানুয়ারি আদালতে স্বরা ও ফাহাদ তাঁদের বিয়ের রেজিস্ট্রি করেন । এই জুটি 16 ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের বিবাহিত জীবনের সুখবরটি দেন ৷ আর গত মার্চ মাসে দিল্লিতে স্বরার দাদা-দাদির বাড়িতে আচার অনুষ্ঠান মেনে ফের বিয়ে হয় এই দম্পতির ৷

কর্মক্ষেত্রে স্বরা ভাস্করকে 2022 সালে কমেডি ফিল্ম জাহাঁ চার ইয়ারে শেষ দেখা গিয়েছিল । পরবর্তীতে আসছে তাঁর মিসেস ফালানি ৷ সেই ছবিতে তাঁকে নয়টি ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে । ছবিটি সম্পর্কে কথা বলতে গিয়ে স্বরা আগেই বলেছিলেন যে, আসন্ন ছবিটি তাঁর এখনও পর্যন্ত করা ফিল্মগুলির মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্ট হতে চলেছে । মজার বিষয় হল, স্বরা অভিনীত নয়টি চরিত্রই ভারতের বিভিন্ন রাজ্যের হোমমেকার ।

আরও পড়ুন: জন্মদিনে অফুরান ভালোবাসায় আপ্লুত অল্লু অর্জুন, মন ছোঁয়া বার্তা ভক্তদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.