ETV Bharat / entertainment

2018 - Everyone is a Hero: অস্কারের দৌড়ে কেরলের বন্যা নিয়ে ছবি, একান্ত আলাপচারিতায় কী বললেন পরিচালক ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 7:57 PM IST

India's official entry to Oscars 2024: জুড অ্যান্টানি জোসেফ পরিচালিত '2018-এভরিওয়ান ইজ আ হিরো' অস্কার 2024-এ ভারতের আনুষ্ঠানিক এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে । 2018 সালের কেরলের বন্যা ও তার পরবর্তী বেদনাদায়ক গল্প এই ছবিতে তুলে ধরা হয়েছে ৷ ইটিভি ভারতের সঙ্গে একান্ত কথোপকথনে এই ছবি নিয়ে নানা কথা জানালেন পরিচালক জোসেফ ৷

2018 - Everyone is a Hero
অস্কারের দৌড়ে কেরলের বন্যা নিয়ে ছবি

তিরুবনন্তপুরম, 27 সেপ্টেম্বর: মালয়ালম চলচ্চিত্র '2018-এভরিওয়ান ইজ আ হিরো' অস্কার 2024-এ ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে । 2023 সালে কেরলের বিধ্বংসী বন্যার উপর ভিত্তি করে নির্মিত এই এপিক সারভাইভাল ড্রামা সমালোচকদের কাছ থেকে চমৎকার প্রতিক্রিয়া অর্জন করেছে এবং বক্স অফিসেও সাড়া ফেলেছে । বিপর্যয়ের মুখে কীভাবে বিভিন্ন ক্ষেত্রের মানুষ তাঁদের একতাকে চালিকাশক্তি করে সমবেত হয়েছিলেন, সেই গল্পই তুলে ধরেছে এই ছবি ৷ অস্কার এন্ট্রি পাওয়ায় উচ্ছ্বসিত পরিচালক জুড অ্যান্টনি জোসেফ একান্ত সাক্ষাৎকারে জানালেন তাঁর প্রতিক্রিয়া ৷

2018 সালের বন্যা সম্পর্কে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা এবং যন্ত্রণাদায়ক গল্প জানানোর প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করে ও তার থেকে অনুপ্রাণিত হয়ে '2018-এভরিওয়ান ইজ আ হিরো' ছবিটি পরিচালনা করেন জুড অ্যান্টনি জোসেফ । ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এই ছবিটি মানুষ পছন্দ করবে বলে তিনি আশাবাদী ছিলেন ৷ তবে তিনি কখনও স্বপ্নেও ভাবেননি যে তাঁর ছবি বিশাল স্বীকৃতি পাবে ।

প্রযোজকদের ধন্যবাদ জানিয়ে উচ্ছ্বসিত জোসেফ বলেন, "অস্কার কখনওই আমার স্বপ্নে ছিল না এবং এখন আমি অস্কারের স্বপ্ন দেখি ৷ আমি খুশি যে আমাদের সিনেমাটি অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে । এটা কখনওই আশা করিনি । এটা (অস্কারের জন্য অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচন) খুবই আশ্চর্যজনক । আমি মুগ্ধ হয়েছি ৷"

জোসেফ আরও বলেন, "আমরা জানতাম যে, ছবিটি মানুষের পছন্দ হবে । তবে, আমি কখনওই এই ধরনের অভ্যর্থনা কল্পনা করিনি । এটি অস্কারের জন্য অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হওয়ার মতো কিছু আমি স্বপ্নেও ভাবিনি । আমাদের কঠোর পরিশ্রমের ফল মিলেছে ৷"

একজন পরিচালক হিসাবে তিনি কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, জোসেফ বলেন যে, চিত্রনাট্য সম্পর্কে অন্যদের বোঝানো এবং বৃষ্টি ও অন্ধকারে চলচ্চিত্রটি শুটিং করায় কিছু অসুবিধায় পড়তে হয়েছিল তাঁকে ও কলাকুশলীদের ৷

তাঁর কথায়, "প্রি-প্রোডাকশনের জন্য আমরা প্রায় দুই বছর সময় নিয়েছিলাম এবং আমরা গোটা বিষয়টি ভেবে নিয়েছিলাম । আমরা মিনিয়েচার এবং স্টোরিবোর্ড তৈরি করেছি । এটি ভালো হয়েছে তবে সিনেমাটির শুটিং করা খুব কঠিন ছিল ৷ বিশেষ করে বৃষ্টির রাতে । শুটিংয়ের সময়কাল ছিল 102 দিন এবং অবশেষে ছবিটি মুক্তি পেয়েছে ৷"

জোসেফ এই স্বীকৃতিটি সমস্ত মালয়ালম চলচ্চিত্র নির্মাতা এবং দর্শকদের উৎসর্গ করেছেন । তিনি বলেন, "আমি গর্বিত যে, আমি একজন মালয়ালি ফিল্মমেকার । আমাদের কেরলে খুব প্রতিভাবান ফিল্মমেকার রয়েছেন এবং আমি এই স্বীকৃতি পেয়ে সম্মানিত । আমি এই স্বীকৃতিটি সমস্ত মালয়ালি চলচ্চিত্র নির্মাতাদের ও সমগ্র মালয়ালি দর্শকদের উৎসর্গ করছি ৷"

এই ছবির স্টার কাস্টের কথা জানতে চাইলে জোসেফ বলেন, তাঁরা তাঁর পরিবারের মতো । জোসেফ বলেন, "তাঁরা তারকাদের মতো প্রতিক্রিয়া দেখাননি । তাঁরা শুধু এই ফিল্মের একটি অংশ হতে চেয়েছিলেন এবং এটির অংশ হতে পেরে খুব খুশি ছিলেন ৷" বন্যা ও এয়ারলিফটের দৃশ্য তৈরির কথা বলতে গিয়ে জোসেফ বলেন যে, তাঁরা শীঘ্রই এই ছবির একটি বিহাইন্ড-দ্য-সিন বা নেপথ্যের ভিডিয়ো প্রকাশ করবেন ।

আরও পড়ুন: 'অপেক্ষায় রইলাম', টাইগার বেশে ভাইজানকে দেখে মুগ্ধ নুসরত

তিরুবনন্তপুরম, 27 সেপ্টেম্বর: মালয়ালম চলচ্চিত্র '2018-এভরিওয়ান ইজ আ হিরো' অস্কার 2024-এ ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে । 2023 সালে কেরলের বিধ্বংসী বন্যার উপর ভিত্তি করে নির্মিত এই এপিক সারভাইভাল ড্রামা সমালোচকদের কাছ থেকে চমৎকার প্রতিক্রিয়া অর্জন করেছে এবং বক্স অফিসেও সাড়া ফেলেছে । বিপর্যয়ের মুখে কীভাবে বিভিন্ন ক্ষেত্রের মানুষ তাঁদের একতাকে চালিকাশক্তি করে সমবেত হয়েছিলেন, সেই গল্পই তুলে ধরেছে এই ছবি ৷ অস্কার এন্ট্রি পাওয়ায় উচ্ছ্বসিত পরিচালক জুড অ্যান্টনি জোসেফ একান্ত সাক্ষাৎকারে জানালেন তাঁর প্রতিক্রিয়া ৷

2018 সালের বন্যা সম্পর্কে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা এবং যন্ত্রণাদায়ক গল্প জানানোর প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করে ও তার থেকে অনুপ্রাণিত হয়ে '2018-এভরিওয়ান ইজ আ হিরো' ছবিটি পরিচালনা করেন জুড অ্যান্টনি জোসেফ । ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এই ছবিটি মানুষ পছন্দ করবে বলে তিনি আশাবাদী ছিলেন ৷ তবে তিনি কখনও স্বপ্নেও ভাবেননি যে তাঁর ছবি বিশাল স্বীকৃতি পাবে ।

প্রযোজকদের ধন্যবাদ জানিয়ে উচ্ছ্বসিত জোসেফ বলেন, "অস্কার কখনওই আমার স্বপ্নে ছিল না এবং এখন আমি অস্কারের স্বপ্ন দেখি ৷ আমি খুশি যে আমাদের সিনেমাটি অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে । এটা কখনওই আশা করিনি । এটা (অস্কারের জন্য অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচন) খুবই আশ্চর্যজনক । আমি মুগ্ধ হয়েছি ৷"

জোসেফ আরও বলেন, "আমরা জানতাম যে, ছবিটি মানুষের পছন্দ হবে । তবে, আমি কখনওই এই ধরনের অভ্যর্থনা কল্পনা করিনি । এটি অস্কারের জন্য অফিসিয়াল এন্ট্রি হিসাবে নির্বাচিত হওয়ার মতো কিছু আমি স্বপ্নেও ভাবিনি । আমাদের কঠোর পরিশ্রমের ফল মিলেছে ৷"

একজন পরিচালক হিসাবে তিনি কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, জোসেফ বলেন যে, চিত্রনাট্য সম্পর্কে অন্যদের বোঝানো এবং বৃষ্টি ও অন্ধকারে চলচ্চিত্রটি শুটিং করায় কিছু অসুবিধায় পড়তে হয়েছিল তাঁকে ও কলাকুশলীদের ৷

তাঁর কথায়, "প্রি-প্রোডাকশনের জন্য আমরা প্রায় দুই বছর সময় নিয়েছিলাম এবং আমরা গোটা বিষয়টি ভেবে নিয়েছিলাম । আমরা মিনিয়েচার এবং স্টোরিবোর্ড তৈরি করেছি । এটি ভালো হয়েছে তবে সিনেমাটির শুটিং করা খুব কঠিন ছিল ৷ বিশেষ করে বৃষ্টির রাতে । শুটিংয়ের সময়কাল ছিল 102 দিন এবং অবশেষে ছবিটি মুক্তি পেয়েছে ৷"

জোসেফ এই স্বীকৃতিটি সমস্ত মালয়ালম চলচ্চিত্র নির্মাতা এবং দর্শকদের উৎসর্গ করেছেন । তিনি বলেন, "আমি গর্বিত যে, আমি একজন মালয়ালি ফিল্মমেকার । আমাদের কেরলে খুব প্রতিভাবান ফিল্মমেকার রয়েছেন এবং আমি এই স্বীকৃতি পেয়ে সম্মানিত । আমি এই স্বীকৃতিটি সমস্ত মালয়ালি চলচ্চিত্র নির্মাতাদের ও সমগ্র মালয়ালি দর্শকদের উৎসর্গ করছি ৷"

এই ছবির স্টার কাস্টের কথা জানতে চাইলে জোসেফ বলেন, তাঁরা তাঁর পরিবারের মতো । জোসেফ বলেন, "তাঁরা তারকাদের মতো প্রতিক্রিয়া দেখাননি । তাঁরা শুধু এই ফিল্মের একটি অংশ হতে চেয়েছিলেন এবং এটির অংশ হতে পেরে খুব খুশি ছিলেন ৷" বন্যা ও এয়ারলিফটের দৃশ্য তৈরির কথা বলতে গিয়ে জোসেফ বলেন যে, তাঁরা শীঘ্রই এই ছবির একটি বিহাইন্ড-দ্য-সিন বা নেপথ্যের ভিডিয়ো প্রকাশ করবেন ।

আরও পড়ুন: 'অপেক্ষায় রইলাম', টাইগার বেশে ভাইজানকে দেখে মুগ্ধ নুসরত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.