কলকাতা, 25 মে: এই সময়ের ব্যস্ত অভিনেতা ঈশান মজুমদার (Ishaan Mazumder film)। সম্প্রতি 'টেলি সিনে অ্যাওয়ার্ডস' অনুষ্ঠানে অর্জুন দত্ত পরিচালিত 'গুলদস্তা' ছবির জন্য 'বেস্ট সাপোর্টিং অ্যাক্টর'-এর পুরস্কার পেয়েছেন তিনি (Ishaan Mazumder Exclusive)। একাধিক চরিত্রে দর্শকের মন জয় করে চলেছেন ঈশান । এ বার তাঁর মনের খবর নিল ইটিভি ভারত (actor Ishaan Mazumder)।
ইটিভি ভারত: পুরস্কার নাকি প্রশংসা কোনটা বেশি আনন্দ দেয় ?
ঈশান: দুটোই । প্রশংসা পেলে ভাল লাগে । আর পুরস্কার পেলে আরও ভাল কাজ করার প্রেরণা পাই । 'গুলদস্তা'র জন্য আমি প্রশংসা আর পুরস্কার দুটোই পেয়েছি । ফলে এখানে এক জোড়া প্রাপ্তি হয়েছে আমার । পরিচালক, প্রযোজক এবং দর্শক - সকলের কাছে আমি কৃতজ্ঞ ।
ইটিভি ভারত: আসন্ন কী কাজ আছে ?
ঈশান: আসন্ন কাজের মধ্যে রয়েছে 'চিরসখা হে'। এখানে এই প্রথমবার তনুশ্রীর সঙ্গে আমি অভিনয় করছি জুটি হিসেবে । এ ছাড়া রাজর্ষি দে'র 'মায়া' আছে । প্রণবেশ চন্দ্রর 'ভুবন বাবুর স্মার্ট ফোন' আছে । এখানে খরাজ দা, পরাণ জেঠু এবং পত্রালি আছে । 'নার্ভ' বলে একটি ছবি বানাচ্ছেন সায়ন বসু ঠাকুর । এই ছবিতে আমার সঙ্গে রয়েছেন রূপসা মুখোপাধ্যায়। এ ছাড়া সানি রায়ের 'সল্ট' আছে । এটা হিন্দি কাজ । ঋতুপর্ণা সেনগুপ্ত, চন্দন রায় সান্যাল রয়েছেন এই ছবিতে । এরপর গৌরব দত্তের 'রেড অর্কিড' আছে । এই ছবিতে মুমতাজ সুরকার, রাজেশ শর্মা, গৌরব দত্ত রয়েছেন এই ছবিতে । বেশ কয়েকটা আছে আপাতত ।
ইটিভি ভারত: অনেক ধরনের চরিত্র করা হল । কোনটার জন্য মনে হয় নিজেকে বেশি মানিয়েছে ?
ঈশান: সব চরিত্রই আমার কাছে খুব কাছের । তার মধ্যেও বলতে বলছ তাই বলি, অর্জুন দত্ত পরিচালিত 'গুলদস্তা'র অর্ণব, চাকি দা'র (প্রেমেন্দু বিকাশ চাকি) 'এবার জমবে মজা'র শুভ, কোরক মুর্মুর ওয়েব সিরিজ 'কৃশানু কৃশানু'র রূপ বাগচি আর 'রেড অর্কিড'-এর সমরের চরিত্রগুলি আমার খুব কাছের আর আমাকে মানিয়েছে বলে আমার বিশ্বাস ।
ইটিভি ভারত: ছোট পর্দা খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা দেয় অভিনেতাদের । সেখানে দেখছি না কেন ?
ঈশান: ছোট পর্দা একেবারে করিনি তা নয় । 'মিলন তিথি', 'দাসী'-তে অভিনয় করেছি আমি । তারপরেও কাজ এসেছে কিন্তু কথা এগোয়নি । ভাল চরিত্র পেলে নিশ্চয়ই করব আবার ।
আরও পড়ুন: Antardrishti First look: অন্তরদৃষ্টির প্রথম ঝলক প্রকাশে এসে ঋতুপর্ণার প্রশংসায় পঞ্চমুখ কবীর লাল
ইটিভি ভারত: টলিউডে কাজের জায়গা পাকা করতে রঙ একটা বড় ভূমিকা পালন করত এক সময় । এমন কোনও অভিজ্ঞতা কি আছে ?
ঈশান: না না, আমি অভিনেতা । কাজ করতে চাই শুধু । সত্যি বলতে কি রাজনীতির কিছুই বুঝি না । চাই সবার যাতে ভাল হয়, এটুকুই । এই নিয়ে ভাল বা মন্দ কোনও অভিজ্ঞতাই আমার নেই ।
ইটিভি ভারত: 'নেপোটিজম' - তোমার অভিজ্ঞতা কেমন ?
ঈশান: ট্যালেন্ট না থাকলে নেপোটিজম কিছু করতে পারবে না । আজ যাঁদের বাবা কিংবা মায়েরা ইন্ডাস্ট্রিতে অনেক কষ্ট করে তাঁদের জায়গা তৈরি করেছেন তার ফল নিশ্চয়ই তাঁদের পরবর্তী প্রজন্ম পাবে এবং পাওয়া উচিত । আমি কিছু করতে পারলে অবশ্যই আমার সন্তান সেই ফল পাবে কিন্তু সেখানে তাঁকে নিজেকে প্রমাণ করতে হবে ।
ইটিভি ভারত: পরিচালনায় ইচ্ছা নেই ?
ঈশান: না । ওই কাজটা আমি পারি না । আমি কমিক্স বানাই, স্টোরি বোর্ড করি - ওটুকুই পারি । পরিচালনা খুব প্রতিভা না থাকলে করা যায় না বলে আমি মনে করি ।
ইটিভি ভারত: বাংলায় কোন পরিচালকের সঙ্গে কাজ করতে আগ্রহী, যার সঙ্গে এখনও করে উঠতে পারোনি কাজ ।
ঈশান: লম্বা লিস্ট দেব এ বার । সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অনীক দত্ত, অরিন্দম শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবালয় ভট্টাচার্য, সায়ন্তন ঘোষাল, শিলাদিত্য মৌলিক, অর্ঘদীপ চট্টোপাধ্যায়, রাহুল মুখোপাধ্যায় এবং সবশেষে অর্জুনের সঙ্গে আবারও কাজ করতে চাই ।
ইটিভি ভারত: বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে দুটি ছবি বহু চর্চিত । বেলাশুরু আর অপরাজিত । দেখলে ? কেমন লাগল ?
ঈশান: 'অপরাজিত' দু'বার দেখলাম । অসাধারণ লেগেছে । এ বার দেখো যেহেতু আমার নিজের সংস্থা পাইরেসি কন্ট্রোল করে এবং 'অপরাজিত'র পাইরেসি কন্ট্রোল করা হচ্ছে, তাই আমি ছবিটার সঙ্গে অন্য ভাবে জড়িত । তবুও বলছি, ইটস আ মাস্টার পিস এবং 'বেলাশুরু' দেখলাম । ওটাও অনবদ্য ।
আরও পড়ুন: Mon Phagun: মন ফাগুনে নয়া মোড়, নীলের পোস্ট নিয়ে ঘনাচ্ছে রহস্য
ইটিভি ভারত: কোনও গোয়েন্দা চরিত্র করতে ইচ্ছে করে না ?
ঈশান: খুব ইচ্ছে করে । জানি না পাব কিনা ।
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি ভাল গানও করেন ঈশান । একই সঙ্গে গানের সুর দিতেও পারদর্শী তিনি । একদিকে গান, অন্যদিকে অভিনয় - দুটিকেই সমান ব্যালান্স করে লক্ষ্যে অটুট ঈশান । রইল শুভেচ্ছা ।