মুম্বই, 1 জুলাই: বৃহস্পতিবার সামনে এসেছে অর্জুন কাপুর-দিশা পাটানি অভিনীত নতুন ছবি 'এক ভিলেন রিটার্ন'-এর ট্রেলার (Ek Villain Return Trailer Releases) ৷ এই ছবিতে মুখ্য চরিত্রে অর্জুন, দিশার পাশাপাশি দেখা যাবে জন আব্রাহাম এবং তারা সুতারিয়াকে ৷ জনের সাম্প্রতিক ছবি 'অ্যাটাক পার্ট 1' বক্স অফিসে তেমন দাঁড়াত পারেনি ৷
নিন্দুকেরা এও বলছেন, জনের অভিনয় কেরিয়ারের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে তাঁর 'অ্যাটাক পার্ট 1' ৷ এই কারণেই জনের জন্য় আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছবি ৷ অ্যাকশনে জমজমাট থ্রিলার ভালবাসেন? তাহলে আপনার জন্য বেশ উপাদেয় হতে পারে 'এক ভিলেন রিটার্ন' ৷ অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে ট্রেলার ৷
জন এখানে অভিনয় করবেন একজন সিরিয়াল কিলারের চরিত্রে ৷ যার লক্ষ্য এমন কিছু নারী, যাঁরা তাঁদের ভালবাসার মানুষকে আঘাত দিয়েছেন ৷ আসলে প্রেমিকের তরফে ভালবাসা থাকলেও তাতে সাড়া দেননি এই কন্যেরা ৷ আর তাঁদেরকেই বেছে বেছে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে এই কিলার ৷ তাঁরও কিছু এধরনের অতীত রয়েছে ৷ তাঁর স্বপ্নের প্রিয়তমা এখন হাত ধরেছে অর্জুনের, আর সেই কারণেই মুখোমুখি দুই ধুরন্ধর ৷ সব মিলিয়ে প্রেম আর অ্যাকশনের একটি হিট মশলা নিয়ে হাজির হয়েছে এই ছবির ট্রেলার ৷
আরও পড়ুন: ফুটবলার নবাব আর লড়াকু নন্দিনীর গল্প নিয়ে আসছে 'নবাব নন্দিনী'
ইতিমধ্যেই ট্রেলারটি দেখে ফেলেছেন দু' কোটির কাছাকাছি দর্শক ৷ অর্জুনের 'এক ভিলেন' ছবির সিক্যুয়ালের জন্য বহুদিন থেকেই অপেক্ষায় ছিলেন দর্শকরা ৷ অবশেষে শেষ হতে চলেছে তাঁদের প্রতীক্ষা ৷ পুরো 8 বছর পর এবার 29 জুলাই পর্দায় আসছে এই ছবির সিক্যুয়েল ৷ ছবিটি পরিচালনা করছেন মোহিত সুরি ৷ ছবির তারকারা বলছেন, অনেক হল নায়ক নায়িকাদের গল্প এবার সময় এসেছে ভিলেনের গল্প শোনার ৷ এই ভিলেনরা এখন কতটা জায়গা করে নেবেন সিনে প্রেমীদের মনে তার উত্তর মিলবে 29 জুলাই ৷