ETV Bharat / entertainment

এক হাজারোঁ মে মেরি বহেনা হ্যায়, ইরার সঙ্গীতে আজাদের গান মন ছুঁয়ে গেল নেটিজেনদের - Azad sings for Ira

Ira-Nupur wedding: ইরা খান এবং নূপুর শিখরের আজ বিয়ে ৷ তার আগে মঙ্গলবার হয়ে গেল সঙ্গীত অনুষ্ঠান ৷ সেখানে আমির খান ও তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ খানের গানের ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 6:13 PM IST

হায়দরাবাদ, 10 জানুয়ারি: আজ উদয়পুরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের সুপারস্টার আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রীণা দত্তের কন্যা ইরা খান ৷ তার আগে মঙ্গলবার ইরা ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু নূপুর শিখরের সঙ্গীত পালিত হয়েছে ৷ সেই অনুষ্ঠানেরই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ সেখানে দিদিকে উৎসর্গ করে একটি গান গেয়েছেন তাঁর ছোট ভাই আজাদ খান ৷ এক হাজারোঁ মে মেরি বহেনা হ্যায় ৷ ভাইবোনের মধ্যে এই আবেগঘন মিষ্টি মুহূর্ত মন ছুঁয়ে গিয়েছে উপস্থিত সবার ৷

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ক্লিপ ধরা পড়েছে সেই গানের অংশ ৷ সঙ্গীতের অনুষ্ঠানে আমির খান ও তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ খানের গানে পারফর্মও করেছেন মিস্টার পারফেকশনিস্ট ৷ ঐতিহ্যবাহী পোশাকে এই তিনজনে হবু দম্পতিকে সম্ভাষণ জানান বলিউডের কালজয়ী কিছু গানে পারফর্ম করে ৷ আ চল কে তুঝে ম্যায় লেকে চলু এক আইসে গগন কে তলে, এক পেয়ার কা নাগমা হ্যায়-এর মতো মনোগ্রাহী গানগুলি দারুণ একটা মুহূর্ত তৈরি করেছিল ৷ তবে নেট নাগরিকদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ইরার জন্য আজাদের একটি গান, ফুলোঁ কা তারোঁ কা সবকা কেহনা হ্যায় । আমির খানের ছেলে আজাদ এবং তাঁর দ্বিতীয় স্ত্রী কিরণ রাও সঙ্গীতে উপস্থিত থেকে নবদম্পতির সঙ্গীত অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে কোনও কসুর বাকি রাখেননি ৷

সেই অনুষ্ঠানে সবার নজর কেড়েছে ইরার পোশাক ৷ সঙ্গীতের রাতে ঐতিহ্যবাহী পোশাক পরে হাজির ছিলেন ইরা ৷ একটি মেরুন মখমলের হুডের মতো ট্রেইল সহ একটি ভারী এমব্রয়ডারি করা লেহেঙ্গা পরেছিলেন তিনি ৷ আর নূপুর একটি স্টাইলিশ শেরওয়ানি পরেছিলেন । 3 জানুয়ারি তাদের বিয়ের রেজিস্ট্রির পরে, নবদম্পতি এবং তাঁদের আত্মীয় ও বন্ধুদের সঙ্গে তিন দিন ধরে নানা অনুষ্ঠান উদযাপনের জন্য উদয়পুর সফরে গিয়েছিলেন ৷ এই তিন দিনে সঙ্গীত, একটি পাজামা-থিমযুক্ত পার্টি, মেহেন্দি অনুষ্ঠান এবং একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল । 13 জানুয়ারি মুম্বইয়ে একটি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন নবদম্পতি ৷

আরও পড়ুন:

  1. লুঙ্গি ডান্সে স্টেজ মাতালেন নূপুর, মেহেন্দি সেরেমনিতে নজর কাড়ল ইরার লুক
  2. উদয়পুরে রয়্যাল ওয়েডিং আমির কন্যার, ইরা-নূপুর পৌঁছলেন তাজ আরাবলি রিসর্টে
  3. "এত টাকা, ভালো জামা কিনতে পার না?", পোশাক নিয়ে ট্রোলড আমির-কন্যা ইরা

হায়দরাবাদ, 10 জানুয়ারি: আজ উদয়পুরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের সুপারস্টার আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রীণা দত্তের কন্যা ইরা খান ৷ তার আগে মঙ্গলবার ইরা ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু নূপুর শিখরের সঙ্গীত পালিত হয়েছে ৷ সেই অনুষ্ঠানেরই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ সেখানে দিদিকে উৎসর্গ করে একটি গান গেয়েছেন তাঁর ছোট ভাই আজাদ খান ৷ এক হাজারোঁ মে মেরি বহেনা হ্যায় ৷ ভাইবোনের মধ্যে এই আবেগঘন মিষ্টি মুহূর্ত মন ছুঁয়ে গিয়েছে উপস্থিত সবার ৷

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ক্লিপ ধরা পড়েছে সেই গানের অংশ ৷ সঙ্গীতের অনুষ্ঠানে আমির খান ও তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ খানের গানে পারফর্মও করেছেন মিস্টার পারফেকশনিস্ট ৷ ঐতিহ্যবাহী পোশাকে এই তিনজনে হবু দম্পতিকে সম্ভাষণ জানান বলিউডের কালজয়ী কিছু গানে পারফর্ম করে ৷ আ চল কে তুঝে ম্যায় লেকে চলু এক আইসে গগন কে তলে, এক পেয়ার কা নাগমা হ্যায়-এর মতো মনোগ্রাহী গানগুলি দারুণ একটা মুহূর্ত তৈরি করেছিল ৷ তবে নেট নাগরিকদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ইরার জন্য আজাদের একটি গান, ফুলোঁ কা তারোঁ কা সবকা কেহনা হ্যায় । আমির খানের ছেলে আজাদ এবং তাঁর দ্বিতীয় স্ত্রী কিরণ রাও সঙ্গীতে উপস্থিত থেকে নবদম্পতির সঙ্গীত অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে কোনও কসুর বাকি রাখেননি ৷

সেই অনুষ্ঠানে সবার নজর কেড়েছে ইরার পোশাক ৷ সঙ্গীতের রাতে ঐতিহ্যবাহী পোশাক পরে হাজির ছিলেন ইরা ৷ একটি মেরুন মখমলের হুডের মতো ট্রেইল সহ একটি ভারী এমব্রয়ডারি করা লেহেঙ্গা পরেছিলেন তিনি ৷ আর নূপুর একটি স্টাইলিশ শেরওয়ানি পরেছিলেন । 3 জানুয়ারি তাদের বিয়ের রেজিস্ট্রির পরে, নবদম্পতি এবং তাঁদের আত্মীয় ও বন্ধুদের সঙ্গে তিন দিন ধরে নানা অনুষ্ঠান উদযাপনের জন্য উদয়পুর সফরে গিয়েছিলেন ৷ এই তিন দিনে সঙ্গীত, একটি পাজামা-থিমযুক্ত পার্টি, মেহেন্দি অনুষ্ঠান এবং একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল । 13 জানুয়ারি মুম্বইয়ে একটি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন নবদম্পতি ৷

আরও পড়ুন:

  1. লুঙ্গি ডান্সে স্টেজ মাতালেন নূপুর, মেহেন্দি সেরেমনিতে নজর কাড়ল ইরার লুক
  2. উদয়পুরে রয়্যাল ওয়েডিং আমির কন্যার, ইরা-নূপুর পৌঁছলেন তাজ আরাবলি রিসর্টে
  3. "এত টাকা, ভালো জামা কিনতে পার না?", পোশাক নিয়ে ট্রোলড আমির-কন্যা ইরা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.