ETV Bharat / entertainment

ঘরে ফেরার গান শোনালেন রাজকুমার-শাহরুখ, সোনু নিগমের জাদুতে আবেগি নেটপাড়া - সোনু নিগম

Dunki drop 3 New Song: 21 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানি পরিচালিত ও শাহরুখ খান অভিনীত 'ডাঙ্কি' ৷ মুক্তি পেল ছবির নতুন গান ৷

Etv Bharat
ঘরে ফেরার গান শোনালেন রাজকুমার-শাহরুখ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 8:03 PM IST

হায়দরাবাদ, 1 ডিসেম্বর: ট্রেলারের পর গানে চমক রাখছে রাজকুমার হিরানি ও শাহরুখ খান আসন্ন ছবি 'ডাঙ্কি'-তে ৷ 'লুটপুট গয়া'র পর এবার প্রকাশ্যে নতুন গান 'নিকলে থে কভি হাম ঘর সে...' ৷ ঘর ছাড়া শাহরুখ খান ও তাঁর সঙ্গী তাপসী পান্নু, ভিকি কৌশলদের ঘরে ফেরার বার্তা দেয় এই গান ৷

গানটি লিখেছেন জাভেদ আখতার ৷ গেয়েছেন সোনু নিগম ৷ শাহরুখ খান গানটি মুক্তির পরেই এক্সবার্তায় লিখেছেন, "এই গানটা আমি শেয়ার করছি মন থেকে ৷ রাজু আর সোনু আমার নিজের পরিবারের একটা অংশ ৷ আর এই গান যা তাঁরা কম্পোজ করেছে, অসাধারণ ৷ এই গান আসলে আমাদের পরিবারের প্রতিটি সদস্যদের জন্য ৷ এই গান আমাদের ধরিত্রীর কথা বলে ৷ এই গান নিজের দেশে ভালো থাকার কথা বলে ৷ কখনও কখনও আমরা ঘর ছেড়ে, গ্রাম ছেড়ে, শহর ছেড়ে ভালো জীবনের খোঁজে দৌড়ে বেড়াই ৷ কিন্তু আমাদের মনে সবসময় থাকে ফেলে আসা সেই ঘর.. সেই দেশ... ৷ ডাঙ্কি ছবিতে এই গান আমার সবচেয়ে প্রিয় ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

90-এর দশক থেকে গানের জগতে রাজত্ব করে চলেছেন সঙ্গীতশিল্পী সোনু নিগম ৷ লাল সিং চাড্ডা, শেহজাদার পর এবার ডাঙ্কি ছবিতে গান গাইলেন সোনু ৷ সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম ৷ ছবিতে শাহরুখ খান ও তাঁর সঙ্গীদের জার্নি তুলে ধরা হয়েছে এই গানের মধ্য দিয়ে ৷ উল্লেখ্য, শাহরুখ ও তাপসী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভিকি কৌশল, বিক্রম কোছার, অনিল গ্রোভার, বোমান ইরানি-সহ আরও অনেককেই ৷ চিত্রনাট্য লিখেছেন অভিজিৎ জোশি, রাজকুমার হিরানি ও কণিকা ধিলন ৷ 21 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ডাঙ্কি' ৷

  • Aaj aise hi dil mein aaya yeh gaana toh aapke saath share kar raha hoon…
    Raju aur Sonu naam se hi lagte hain ke apne hi koi honge. Aur yeh gaana joh dono ne banaya hai, yeh bhi apnon ka hai. Apne ghar waalon ki yaadon ka hai…apni mitti ka hai…apne desh ki baahon mein sukoon…

    — Shah Rukh Khan (@iamsrk) December 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

1. অভিনয়ে ভিকি ছক্কা হাঁকালেও, গল্পের বুননে বক্সঅফিসে হোঁচট খেতে পারে 'শ্যাম বাহাদুর'

2. 'রণবীরের কেরিয়ারের সেরা ছবি;' নেটপাড়ায় 'অ্যানিম্যাল' ম্যাজিক

3. জন্মশতবর্ষে স্মরণ 'এভারগ্রিন' দেব আনন্দকে, কিফে জায়গা পেল অভিনেতার সেরা 7 ছবি

হায়দরাবাদ, 1 ডিসেম্বর: ট্রেলারের পর গানে চমক রাখছে রাজকুমার হিরানি ও শাহরুখ খান আসন্ন ছবি 'ডাঙ্কি'-তে ৷ 'লুটপুট গয়া'র পর এবার প্রকাশ্যে নতুন গান 'নিকলে থে কভি হাম ঘর সে...' ৷ ঘর ছাড়া শাহরুখ খান ও তাঁর সঙ্গী তাপসী পান্নু, ভিকি কৌশলদের ঘরে ফেরার বার্তা দেয় এই গান ৷

গানটি লিখেছেন জাভেদ আখতার ৷ গেয়েছেন সোনু নিগম ৷ শাহরুখ খান গানটি মুক্তির পরেই এক্সবার্তায় লিখেছেন, "এই গানটা আমি শেয়ার করছি মন থেকে ৷ রাজু আর সোনু আমার নিজের পরিবারের একটা অংশ ৷ আর এই গান যা তাঁরা কম্পোজ করেছে, অসাধারণ ৷ এই গান আসলে আমাদের পরিবারের প্রতিটি সদস্যদের জন্য ৷ এই গান আমাদের ধরিত্রীর কথা বলে ৷ এই গান নিজের দেশে ভালো থাকার কথা বলে ৷ কখনও কখনও আমরা ঘর ছেড়ে, গ্রাম ছেড়ে, শহর ছেড়ে ভালো জীবনের খোঁজে দৌড়ে বেড়াই ৷ কিন্তু আমাদের মনে সবসময় থাকে ফেলে আসা সেই ঘর.. সেই দেশ... ৷ ডাঙ্কি ছবিতে এই গান আমার সবচেয়ে প্রিয় ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

90-এর দশক থেকে গানের জগতে রাজত্ব করে চলেছেন সঙ্গীতশিল্পী সোনু নিগম ৷ লাল সিং চাড্ডা, শেহজাদার পর এবার ডাঙ্কি ছবিতে গান গাইলেন সোনু ৷ সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম ৷ ছবিতে শাহরুখ খান ও তাঁর সঙ্গীদের জার্নি তুলে ধরা হয়েছে এই গানের মধ্য দিয়ে ৷ উল্লেখ্য, শাহরুখ ও তাপসী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভিকি কৌশল, বিক্রম কোছার, অনিল গ্রোভার, বোমান ইরানি-সহ আরও অনেককেই ৷ চিত্রনাট্য লিখেছেন অভিজিৎ জোশি, রাজকুমার হিরানি ও কণিকা ধিলন ৷ 21 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ডাঙ্কি' ৷

  • Aaj aise hi dil mein aaya yeh gaana toh aapke saath share kar raha hoon…
    Raju aur Sonu naam se hi lagte hain ke apne hi koi honge. Aur yeh gaana joh dono ne banaya hai, yeh bhi apnon ka hai. Apne ghar waalon ki yaadon ka hai…apni mitti ka hai…apne desh ki baahon mein sukoon…

    — Shah Rukh Khan (@iamsrk) December 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

1. অভিনয়ে ভিকি ছক্কা হাঁকালেও, গল্পের বুননে বক্সঅফিসে হোঁচট খেতে পারে 'শ্যাম বাহাদুর'

2. 'রণবীরের কেরিয়ারের সেরা ছবি;' নেটপাড়ায় 'অ্যানিম্যাল' ম্যাজিক

3. জন্মশতবর্ষে স্মরণ 'এভারগ্রিন' দেব আনন্দকে, কিফে জায়গা পেল অভিনেতার সেরা 7 ছবি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.