ETV Bharat / entertainment

Letter to Shah Rukh: 'জওয়ান' ছবিতে গোরক্ষপুর হাসপাতাল ট্র্যাজেডি! শাহরুখকে ধন্যবাদ-চিঠি চিকিৎসক কাফিল খানের - চিকিৎসক কাফিল খান

গোরক্ষপুর হাসপাতাল ট্রেজেডির কথা সকলেই জানেন ৷ জওয়ান ছবিতে সামাজিক ইস্যুতে একটা ঘটনা মনে করায় গোরক্ষপুরে শিশু মৃত্যুর ঘটনা ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে এবার শাহরুখ খানকে চিঠি লিখলেন গোরক্ষপুর হাসপাতালে চিকিৎসক কাফিল খান , সোশাল মিডিয়ায় সেই চিঠি পোস্ট করলেন তিনি ৷

Etv Bharat
শাহরুখকে ব্যক্তিগত বার্তা চিকিৎসক কাফিল খানের
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 6:14 PM IST

হায়দরাবাদ, 5 অক্টোবর: বক্সঅফিসে ব্লকব্লাস্টার হিট 'জওয়ান' ৷ ছবির প্রতিটি দৃশ্য, সংলাপ মুখস্থ অনুরাগীরদের ৷ তাই স্মৃতিতে খুব বেশি জোর দিতে হবে না, যদি ছবিতে দেখানো হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনার কথা মনে করতে বলা হয় ৷ আসলে সেই ঘটনা যখনই এবং যতবার পর্দায় ফুটে উঠেছে ততবারই স্মৃতিতে ধরা পড়েছে গোরক্ষপুর ট্র্যাজেডি ৷ সেই ঘটনা তুলে এবার শাহরুখ খানকে চিঠি লিখলেন চিকিৎসক কাফিল খান ৷

ছবিতে দেখানো হয়েছিল, কীভাবে অক্সিজেন সিলিন্ডারে অভাবে একের পর এক শিশু ঢলে পড়ে মৃত্যুর মুখে ৷ যেখানে পাওয়া যায়নি উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতাও ৷ শুধু তাই নয়, ঘটনায় কীভাবে চিকিৎসক এরাম খানকে বিনাদোষে গ্রেফতার করা হয় তাও দেখানো হয় ৷ ছবির প্রতিটা দৃশ্য দেখে শিউরে ওঠেন সিনেপ্রেমীরা ৷ চোখের সামনে ভেসে ওঠে 2017 সালে গোরক্ষপুরে 1317টি শিশু মৃত্যুর ঘটনা ৷ মনে হতে থাকে, বাস্তবের মাটি থেকেই সিনে পর্দায় উঠে এসেছে এই ঘটনা ৷ ঠিক এমনটাই মনে করেছেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজের প্রাক্তন অ্যাসিসট্যান্ট অফিসার তথা চিকিৎসক কাফিল খান ৷ যাঁকে একইভাবে গ্রেফতার করেছিল যোগীর পুলিশ।

  • Unfortunately, I wasn't able to obtain your email address, @iamsrk sir .
    Consequently, I sent the letter by post, but that also showing in transit even after many days .Therefore posting it here 🙏🏾

    To
    The Honourable Mr. Shah Rukh Khan
    Indian actor and film producer
    Mannat,… pic.twitter.com/9OxtzHQJ5M

    — Dr Kafeel Khan (@drkafeelkhan) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "দুর্ভাগ্যবশত, আমি আপনাকে মেইল করতে চাইলেও করতে পারিনি শাহরুখ স্যার ৷ আমি আপনাকে চিঠিও পাঠিয়েছিলাম কিন্তু তার কোনও উত্তর পাইনি ৷ তাই সোশাল মিডিয়ায় আমার বক্তব্য তুলে ধরছি ৷"

এরপর তিনি লেখেন, "আশা করি আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে ৷ আমি সম্প্রতি জওয়ান ছবি দেখেছি ৷ এই ছবির মাধ্যমে সামাজিক সমস্যাকে যেভাবে তুলে ধরেছেন তা অনবদ্য ৷ তবে ছবিতে শিশু মৃ্ত্যুর ঘটনা আলাদা করে মনে দাগ কেটেছে ৷ যদিও জানি জওয়ানের গল্প কাল্পনিক তাও গোরক্ষপুর ট্র্যাজেডি বা শিশু মৃত্যুর ঘটনা যেভাবে তুলে ধরা হয়েছে তা মনে করায় চিকিৎসা ব্যবস্থার ব্যর্থতা ও একাধিক নিষ্পাপ শিশুর মৃত্য়ু মুখ ৷ প্রশ্ন তোলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ৷"

তিনি আরও লেখেন, "যদিও ছবিতে দ্য গোরক্ষপুর হসপিটাল ট্র্যাজেডির কালপ্রিট ধরা পড়ে ৷ কিন্তু বাস্তবে যাঁরা এই নির্মম ঘটনার সঙ্গে জড়িত ছিল তাঁরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে ৷ আমি এখনও আমার চাকরি ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছি ৷ শুধু তাই নয়, এখনও 63টি পরিবার যাঁরা তাঁদের সন্তান হারিয়েছেন,তাঁরা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন ৷ আমি ব্যক্তিগতভাবে এই বিষয় নিয়ে একটি বই লিখেছি ৷ ঘটনার বিস্তারিত আমি তুলে ধরেছি আমার বইয়ে ৷"

চিকিৎসক লেখেন, "যদি আপনি আমাকে সুযোগ দেন, তাহলে আপনাকে ও পরিচালক অ্যাটলির পাশাপাশি ছবির প্রতিটি কলাকুশলীকে আমি সম্মান জানাতে চাই ব্যক্তিগতভাবে ৷ আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমার দেশবাসীর প্রতি সেবা, ভালোবাসা, কাজের প্রতি পবিত্রতা, ভক্তি এবং সংকল্প অবিচল থাকবে ৷ ধন্যবাদ ৷ আপনার উত্তরের অপেক্ষায় রইলাম ৷" সোশাল মিডিয়ায় ব্যক্তিগত এই পোস্টের উত্তর বলিউড বাদশা কি দেবেন? তার উত্তর সময়ই দেবে ৷

আরও পড়ুন: মাহিকে চুমু রণবীরের! এক ফ্রেমে দুই তারকা ধরা দিতেই উচ্ছ্বসিত অনুরাগীরা

হায়দরাবাদ, 5 অক্টোবর: বক্সঅফিসে ব্লকব্লাস্টার হিট 'জওয়ান' ৷ ছবির প্রতিটি দৃশ্য, সংলাপ মুখস্থ অনুরাগীরদের ৷ তাই স্মৃতিতে খুব বেশি জোর দিতে হবে না, যদি ছবিতে দেখানো হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনার কথা মনে করতে বলা হয় ৷ আসলে সেই ঘটনা যখনই এবং যতবার পর্দায় ফুটে উঠেছে ততবারই স্মৃতিতে ধরা পড়েছে গোরক্ষপুর ট্র্যাজেডি ৷ সেই ঘটনা তুলে এবার শাহরুখ খানকে চিঠি লিখলেন চিকিৎসক কাফিল খান ৷

ছবিতে দেখানো হয়েছিল, কীভাবে অক্সিজেন সিলিন্ডারে অভাবে একের পর এক শিশু ঢলে পড়ে মৃত্যুর মুখে ৷ যেখানে পাওয়া যায়নি উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতাও ৷ শুধু তাই নয়, ঘটনায় কীভাবে চিকিৎসক এরাম খানকে বিনাদোষে গ্রেফতার করা হয় তাও দেখানো হয় ৷ ছবির প্রতিটা দৃশ্য দেখে শিউরে ওঠেন সিনেপ্রেমীরা ৷ চোখের সামনে ভেসে ওঠে 2017 সালে গোরক্ষপুরে 1317টি শিশু মৃত্যুর ঘটনা ৷ মনে হতে থাকে, বাস্তবের মাটি থেকেই সিনে পর্দায় উঠে এসেছে এই ঘটনা ৷ ঠিক এমনটাই মনে করেছেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজের প্রাক্তন অ্যাসিসট্যান্ট অফিসার তথা চিকিৎসক কাফিল খান ৷ যাঁকে একইভাবে গ্রেফতার করেছিল যোগীর পুলিশ।

  • Unfortunately, I wasn't able to obtain your email address, @iamsrk sir .
    Consequently, I sent the letter by post, but that also showing in transit even after many days .Therefore posting it here 🙏🏾

    To
    The Honourable Mr. Shah Rukh Khan
    Indian actor and film producer
    Mannat,… pic.twitter.com/9OxtzHQJ5M

    — Dr Kafeel Khan (@drkafeelkhan) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "দুর্ভাগ্যবশত, আমি আপনাকে মেইল করতে চাইলেও করতে পারিনি শাহরুখ স্যার ৷ আমি আপনাকে চিঠিও পাঠিয়েছিলাম কিন্তু তার কোনও উত্তর পাইনি ৷ তাই সোশাল মিডিয়ায় আমার বক্তব্য তুলে ধরছি ৷"

এরপর তিনি লেখেন, "আশা করি আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে ৷ আমি সম্প্রতি জওয়ান ছবি দেখেছি ৷ এই ছবির মাধ্যমে সামাজিক সমস্যাকে যেভাবে তুলে ধরেছেন তা অনবদ্য ৷ তবে ছবিতে শিশু মৃ্ত্যুর ঘটনা আলাদা করে মনে দাগ কেটেছে ৷ যদিও জানি জওয়ানের গল্প কাল্পনিক তাও গোরক্ষপুর ট্র্যাজেডি বা শিশু মৃত্যুর ঘটনা যেভাবে তুলে ধরা হয়েছে তা মনে করায় চিকিৎসা ব্যবস্থার ব্যর্থতা ও একাধিক নিষ্পাপ শিশুর মৃত্য়ু মুখ ৷ প্রশ্ন তোলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ৷"

তিনি আরও লেখেন, "যদিও ছবিতে দ্য গোরক্ষপুর হসপিটাল ট্র্যাজেডির কালপ্রিট ধরা পড়ে ৷ কিন্তু বাস্তবে যাঁরা এই নির্মম ঘটনার সঙ্গে জড়িত ছিল তাঁরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে ৷ আমি এখনও আমার চাকরি ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছি ৷ শুধু তাই নয়, এখনও 63টি পরিবার যাঁরা তাঁদের সন্তান হারিয়েছেন,তাঁরা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন ৷ আমি ব্যক্তিগতভাবে এই বিষয় নিয়ে একটি বই লিখেছি ৷ ঘটনার বিস্তারিত আমি তুলে ধরেছি আমার বইয়ে ৷"

চিকিৎসক লেখেন, "যদি আপনি আমাকে সুযোগ দেন, তাহলে আপনাকে ও পরিচালক অ্যাটলির পাশাপাশি ছবির প্রতিটি কলাকুশলীকে আমি সম্মান জানাতে চাই ব্যক্তিগতভাবে ৷ আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমার দেশবাসীর প্রতি সেবা, ভালোবাসা, কাজের প্রতি পবিত্রতা, ভক্তি এবং সংকল্প অবিচল থাকবে ৷ ধন্যবাদ ৷ আপনার উত্তরের অপেক্ষায় রইলাম ৷" সোশাল মিডিয়ায় ব্যক্তিগত এই পোস্টের উত্তর বলিউড বাদশা কি দেবেন? তার উত্তর সময়ই দেবে ৷

আরও পড়ুন: মাহিকে চুমু রণবীরের! এক ফ্রেমে দুই তারকা ধরা দিতেই উচ্ছ্বসিত অনুরাগীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.