ETV Bharat / entertainment

Rajinikanth-Big B: থ্যালাইভার 170-এর মুম্বইয়ের শুটিং শেষ বিগ বি-রজনীর - অমিতাভ বচ্চন

Rajinikanth-Big B Upcoming Film: রজনীকান্তের আসন্ন চলচ্চিত্রের অগ্রগতি সম্পর্কে একটি আপডেট জানালেন নির্মাতারা ৷ রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনের এই ছবির মুম্বইয়ের অংশের শুটিং শেষ হয়েছে বলে জানানো হয়েছে ৷

Rajinikanth-Big B
বিগ বি-রজনী
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 4:41 PM IST

হায়দরাবাদ, 29 অক্টোবর: লাইকা প্রোডাকশনস প্রযোজিত তাঁদের আপকামিং ফিল্মের মুম্বই অংশের শুটিং সম্প্রতি সেরে ফেললেন স্ক্রিনের দুই আইকন রজনীকান্ত এবং অমিতাভ বচ্চন । এই ছবির নাম এখনও ঠিক হয়নি ৷ টিজে নানাভেল পরিচালিত এই চলচ্চিত্রটি একটি ভালো এন্টারটেইনার হতে পারে, যার মধ্যে দিয়ে একটি অর্থপূর্ণ বার্তাও দেওয়া হবে ৷

1991 সালের হাম ছবিতে শেষবার স্ক্রিন শেয়ার করেছিলেন বিগ বি ও থ্যালাইভা ৷ এত বছর পর আবার তাঁরা এক ফ্রেমে ধরা দেবেন ৷ এই দুই তারকা 25 অক্টোবর এই প্রজেক্টের শুটিং শুরু করেছেন । ফিল্মটির একটি আপডেট শেয়ার করে নির্মাতারা বলেছেন যে, আসন্ন ছবিটি 'কিংবদন্তির ডাবল ডোজ' হতে চলেছে । ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় দুই তারকার পুনর্মিলন ।

আরও পড়ুন: অপরাজিতাই সাক্ষাৎ মা লক্ষ্মী, কেন বললেন পর্দার 'কোজাগরী'র শাশুড়ি মা ?

প্রযোজক দল এই ছবিটির একটি আপডেট শেয়ার করেছেন ৷ তাঁদের পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের সেটে একটি হালকা মুহূর্ত উপভোগ করছেন অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত । ওই ছবিতে অমিতাভ বচ্চন তাঁর ডান হাতে ব্যান্ডেজ বেঁধে একটি চেয়ারে বসে আছেন এবং রজনীকান্ত তাঁর ফোনে যেটা দেখাচ্ছেন সেটাই উপভোগ করছেন বলিউডের শাহেনশাহ ৷

লাইকা প্রোডাকশনসের অফিসিয়াল পেজে লেখা হয়েছে, "যখন সুপারস্টার ও শাহেনশাহ থ্যালাইভা 170-র সেটে মিলিত হন, 33 বছর পর পর্দায় রিইউনিয়ন ! থ্যালাইভার 170 কিংবদন্তিদের ডাবল ডোজ হতে চলেছে !"

এর আগে, অমিতাভ বচ্চনও রজনীকান্তের সঙ্গে শুটিংয়ের প্রথম দিনের একটি ছবি পোস্ট করে সোশাল মিডিয়ায় এই প্রকল্পের জন্য তাঁর উত্তেজনা ভাগ করে নিয়েছিলেন । ছবিতে তাঁকে একটি ম্যাগনিফাইং গ্লাস ধরে এবং একটি ধূসর স্যুট পরা অবস্থায় দেখা গিয়েছে । তার ক্যাপশনে বিগ বি উল্লেখ করেন যে, "মুহূর্তটিকে বড় করার চেষ্টা করছি । থালাইভা রজনীকান্ত স্যরের সঙ্গে 33 বছর পর কাজের প্রথম দিন ।"

আরও পড়ুন: ফ্রেন্ডস খ্যাত অভিনেতা ম্যাথিউ পেরির ডুবন্ত দেহ উদ্ধার তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে

এই ফিল্মটি প্রাথমিকভাবে মার্চ মাসে ঘোষণা করা হয়েছিল ৷ এটি রজনীকান্তের 170তম প্রজেক্ট ৷ তাই আপাতত এর অস্থায়ী শিরোনাম রাখা হয়েছে থ্যালাইভার 170 । এই ছবিতে রজনী ও অমিতাভ ছাড়াও থাকছেন ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবাতি, রিতিকা সিং, মঞ্জু ওয়ারিয়ার এবং দুশারা বিজয়ন । ছবিটির সঙ্গীত পরিচালনা করবেন অনিরুধ রবিচন্দ্র এবং এটি প্রযোজনা করেছেন এ সুবাসকরণ ।

হায়দরাবাদ, 29 অক্টোবর: লাইকা প্রোডাকশনস প্রযোজিত তাঁদের আপকামিং ফিল্মের মুম্বই অংশের শুটিং সম্প্রতি সেরে ফেললেন স্ক্রিনের দুই আইকন রজনীকান্ত এবং অমিতাভ বচ্চন । এই ছবির নাম এখনও ঠিক হয়নি ৷ টিজে নানাভেল পরিচালিত এই চলচ্চিত্রটি একটি ভালো এন্টারটেইনার হতে পারে, যার মধ্যে দিয়ে একটি অর্থপূর্ণ বার্তাও দেওয়া হবে ৷

1991 সালের হাম ছবিতে শেষবার স্ক্রিন শেয়ার করেছিলেন বিগ বি ও থ্যালাইভা ৷ এত বছর পর আবার তাঁরা এক ফ্রেমে ধরা দেবেন ৷ এই দুই তারকা 25 অক্টোবর এই প্রজেক্টের শুটিং শুরু করেছেন । ফিল্মটির একটি আপডেট শেয়ার করে নির্মাতারা বলেছেন যে, আসন্ন ছবিটি 'কিংবদন্তির ডাবল ডোজ' হতে চলেছে । ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় দুই তারকার পুনর্মিলন ।

আরও পড়ুন: অপরাজিতাই সাক্ষাৎ মা লক্ষ্মী, কেন বললেন পর্দার 'কোজাগরী'র শাশুড়ি মা ?

প্রযোজক দল এই ছবিটির একটি আপডেট শেয়ার করেছেন ৷ তাঁদের পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের সেটে একটি হালকা মুহূর্ত উপভোগ করছেন অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত । ওই ছবিতে অমিতাভ বচ্চন তাঁর ডান হাতে ব্যান্ডেজ বেঁধে একটি চেয়ারে বসে আছেন এবং রজনীকান্ত তাঁর ফোনে যেটা দেখাচ্ছেন সেটাই উপভোগ করছেন বলিউডের শাহেনশাহ ৷

লাইকা প্রোডাকশনসের অফিসিয়াল পেজে লেখা হয়েছে, "যখন সুপারস্টার ও শাহেনশাহ থ্যালাইভা 170-র সেটে মিলিত হন, 33 বছর পর পর্দায় রিইউনিয়ন ! থ্যালাইভার 170 কিংবদন্তিদের ডাবল ডোজ হতে চলেছে !"

এর আগে, অমিতাভ বচ্চনও রজনীকান্তের সঙ্গে শুটিংয়ের প্রথম দিনের একটি ছবি পোস্ট করে সোশাল মিডিয়ায় এই প্রকল্পের জন্য তাঁর উত্তেজনা ভাগ করে নিয়েছিলেন । ছবিতে তাঁকে একটি ম্যাগনিফাইং গ্লাস ধরে এবং একটি ধূসর স্যুট পরা অবস্থায় দেখা গিয়েছে । তার ক্যাপশনে বিগ বি উল্লেখ করেন যে, "মুহূর্তটিকে বড় করার চেষ্টা করছি । থালাইভা রজনীকান্ত স্যরের সঙ্গে 33 বছর পর কাজের প্রথম দিন ।"

আরও পড়ুন: ফ্রেন্ডস খ্যাত অভিনেতা ম্যাথিউ পেরির ডুবন্ত দেহ উদ্ধার তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে

এই ফিল্মটি প্রাথমিকভাবে মার্চ মাসে ঘোষণা করা হয়েছিল ৷ এটি রজনীকান্তের 170তম প্রজেক্ট ৷ তাই আপাতত এর অস্থায়ী শিরোনাম রাখা হয়েছে থ্যালাইভার 170 । এই ছবিতে রজনী ও অমিতাভ ছাড়াও থাকছেন ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবাতি, রিতিকা সিং, মঞ্জু ওয়ারিয়ার এবং দুশারা বিজয়ন । ছবিটির সঙ্গীত পরিচালনা করবেন অনিরুধ রবিচন্দ্র এবং এটি প্রযোজনা করেছেন এ সুবাসকরণ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.