ETV Bharat / entertainment

Ditipriya on Avijatrik: জাতীয় পুরস্কার পেল 'অভিযাত্রিক', উচ্ছ্বসিত দিতিপ্রিয়া-শুভ্রজিৎ - আজকের মিস কলগুলো ট্রোল হওয়ার ছিল না অভিযাত্রিক এর জাতীয় পুরস্কারপ্রাপ্তিতে উচ্ছ্বসিত দিতিপ্রিয়া

68তম জাতীয় পুরস্কারের মঞ্চে এবার বাজিমাত করল শুভ্রজিৎ মিত্রের ছবি 'অভিযাত্রিক' ৷ "আজকের মিস কল গুলো ট্রোল হওয়ার ছিল না" 'অভিযাত্রিক'-এর জাতীয় পুরস্কারপ্রাপ্তির পর ঠিক এভাবেই নিজের অনুভূতি ভাগ করে নিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy Shares Her Thought with ETV Bharat)৷ ছবির পরিচালক শুভ্রজিৎও জানিয়েছেন তাঁর মতামত ৷ তিনি পুরস্কার উৎসর্গ করলেন তাঁর বাবাকে ৷

Ditipriya on Avijatrik
"আজকের মিস কলগুলো ট্রোল হওয়ার ছিল না" 'অভিযাত্রিক'-এর জাতীয় পুরস্কারপ্রাপ্তিতে উচ্ছ্বসিত দিতিপ্রিয়া
author img

By

Published : Jul 22, 2022, 6:30 PM IST

Updated : Jul 22, 2022, 7:11 PM IST

কলকাতা, 22 জুলাই: "আজকের মিস কল গুলো ট্রোল হওয়ার ছিল না" 'অভিযাত্রিক'-এর জাতীয় পুরস্কারপ্রাপ্তির পর ঠিক এভাবেই নিজের অনুভূতি ভাগ করে নিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy Shares Her Thought with ETV Bharat) ৷ 68তম জাতীয় পুরস্কারের মঞ্চে এবার বাজিমাত করল শুভ্রজিৎ মিত্রের ছবি 'অভিযাত্রিক' ৷ আর তাতেই উচ্ছ্বসিত দিতিপ্রিয়া ৷ তিনি বলেন, "প্রচুর মিস কল দেখলে ভাবি, হয় আমাকে নিয়ে কিছু রটেছে, কিংবা আমি ট্রোল হয়েছি । তবে আজ সব ভাবনা উড়িয়ে দিল 'অভিযাত্রিক'। গায়ে কাঁটা দিচ্ছে এখনও আমার। প্রথম কোনও ছবিতে আমি নায়িকার ভূমিকায়। আর সেই ছবি জাতীয় পুরস্কার পেল...৷"

দুটি বিভাগে পুরষ্কৃত হয়েছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবি'অভিযাত্রিক'-এর জাতীয় পুরস্কার জয়ের খবরে আপ্লুত, উচ্ছ্বসিত দিতিপ্রিয়া দূরভাষে অনুভূতি ভাগ করে নিলেন ইটিভি ভারতের সঙ্গে। এই ছবিতে অপর্ণার চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায়। সারা ছবিতে তাঁর কোনও সংলাপ নেই। চোখের ভাষা আর অভিব্যক্তিতে দর্শকের মন ছুঁয়েছেন তিনি। আর তাতেই বাজিমাত। দুটি বিভাগে পুরস্কৃত ত হয়েছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবি৷ বাংলার সেরা সিনেমা এবং সেরা সিনেম্যাটোগ্রাফির পুরস্কারও জিতে নিল এই ছবি।

Ditipriya on Avijatrik
68তম জাতীয় পুরস্কারের মঞ্চে এবার বাজিমাত করল শুভ্রজিৎ মিত্রের ছবি 'অভিযাত্রিক'

আরও পড়ুন: ঘর বদলালেন মীর, নতুন ঠিকানায় নতুন জীবন শুরু সকাল ম্যানের

ছবির পরিচালক শুভ্রজিৎও জানিয়েছেন তাঁর মতামত ৷ তিনি বলেন, "এটা যেমন আমার এবং আমার টিম মেম্বারদের জন্য গর্বের তেমনি বাঙালিদের জন্যও গর্বের। আমার বাবাকে আমি এই পুরস্কার উৎসর্গ করছি। বাবা দেখে যেতে পারেনি এই ছবি। জানতেন আমি করছি ছবিটা। আমরা যারা ছবি বানাই তারা সবসময় ভাল বানানোরই চেষ্টা করি। তবে এই প্রসঙ্গে বলি, এত বড় সাফল্য পাওয়া সম্ভব হয়েছে আমাদের প্রোডিউসারদের জন্য। এই মুহূর্তে কিছু লোককে খুব মিস করছি ৷ খুব চিন্তাভাবনা করে নিজের অনুভূতি জানানোর অবস্থাতে আজ আমি নেই । পরে জানাব ।" ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, শ্রীলেখা মিত্র-সহ আরও অনেকে ৷

Ditipriya on Avijatrik
দুটি বিভাগে পুরষ্কৃত হয়েছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবি

কলকাতা, 22 জুলাই: "আজকের মিস কল গুলো ট্রোল হওয়ার ছিল না" 'অভিযাত্রিক'-এর জাতীয় পুরস্কারপ্রাপ্তির পর ঠিক এভাবেই নিজের অনুভূতি ভাগ করে নিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy Shares Her Thought with ETV Bharat) ৷ 68তম জাতীয় পুরস্কারের মঞ্চে এবার বাজিমাত করল শুভ্রজিৎ মিত্রের ছবি 'অভিযাত্রিক' ৷ আর তাতেই উচ্ছ্বসিত দিতিপ্রিয়া ৷ তিনি বলেন, "প্রচুর মিস কল দেখলে ভাবি, হয় আমাকে নিয়ে কিছু রটেছে, কিংবা আমি ট্রোল হয়েছি । তবে আজ সব ভাবনা উড়িয়ে দিল 'অভিযাত্রিক'। গায়ে কাঁটা দিচ্ছে এখনও আমার। প্রথম কোনও ছবিতে আমি নায়িকার ভূমিকায়। আর সেই ছবি জাতীয় পুরস্কার পেল...৷"

দুটি বিভাগে পুরষ্কৃত হয়েছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবি'অভিযাত্রিক'-এর জাতীয় পুরস্কার জয়ের খবরে আপ্লুত, উচ্ছ্বসিত দিতিপ্রিয়া দূরভাষে অনুভূতি ভাগ করে নিলেন ইটিভি ভারতের সঙ্গে। এই ছবিতে অপর্ণার চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায়। সারা ছবিতে তাঁর কোনও সংলাপ নেই। চোখের ভাষা আর অভিব্যক্তিতে দর্শকের মন ছুঁয়েছেন তিনি। আর তাতেই বাজিমাত। দুটি বিভাগে পুরস্কৃত ত হয়েছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবি৷ বাংলার সেরা সিনেমা এবং সেরা সিনেম্যাটোগ্রাফির পুরস্কারও জিতে নিল এই ছবি।

Ditipriya on Avijatrik
68তম জাতীয় পুরস্কারের মঞ্চে এবার বাজিমাত করল শুভ্রজিৎ মিত্রের ছবি 'অভিযাত্রিক'

আরও পড়ুন: ঘর বদলালেন মীর, নতুন ঠিকানায় নতুন জীবন শুরু সকাল ম্যানের

ছবির পরিচালক শুভ্রজিৎও জানিয়েছেন তাঁর মতামত ৷ তিনি বলেন, "এটা যেমন আমার এবং আমার টিম মেম্বারদের জন্য গর্বের তেমনি বাঙালিদের জন্যও গর্বের। আমার বাবাকে আমি এই পুরস্কার উৎসর্গ করছি। বাবা দেখে যেতে পারেনি এই ছবি। জানতেন আমি করছি ছবিটা। আমরা যারা ছবি বানাই তারা সবসময় ভাল বানানোরই চেষ্টা করি। তবে এই প্রসঙ্গে বলি, এত বড় সাফল্য পাওয়া সম্ভব হয়েছে আমাদের প্রোডিউসারদের জন্য। এই মুহূর্তে কিছু লোককে খুব মিস করছি ৷ খুব চিন্তাভাবনা করে নিজের অনুভূতি জানানোর অবস্থাতে আজ আমি নেই । পরে জানাব ।" ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, শ্রীলেখা মিত্র-সহ আরও অনেকে ৷

Ditipriya on Avijatrik
দুটি বিভাগে পুরষ্কৃত হয়েছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবি
Last Updated : Jul 22, 2022, 7:11 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.