কলকাতা, 30 মে: 20 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন টলিপাড়ার জনপ্রিয় পরিচালক পীযূষ সাহা। সূত্রের খবর অনুযায়ী, ‘নায়ক বানানোর’ প্রতিশ্রুতি দিয়ে বীরভূমের রামপুরহাটের বাসিন্দা অক্ষয় গুপ্তের কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়েছিলেন পরিচালক। কিন্তু সেই ছবি আর তৈরিই হয়নি । 2022 সালে পরিচালকের বিরুদ্ধে রামপুরহাট থানায় এফআইআর করেছিলেন অক্ষয় ৷ সেই অভিযোগের ভিত্তিতেই গত শনিবার গ্রেফতার করা হয়েছে পরিচালককে। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। জামিনের আবেদন খারিজ করেছে আদালত।
প্রসঙ্গত,পীযূষ সাহার ছবিতে একসময় কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জিৎ, সোহম-সহ আরও অনেকেই। তাঁর হাত ধরেই ‘কেল্লাফতে’র মাধ্যমে টলিউডে ডেবিউ হয়েছে অঙ্কুশ হাজরার। 'মাস্টার বিট্টু' সোহম হিসেবে আত্মপ্রকাশ করেছেন পরিচালক পীযূষ সাহার হাত ধরেই ৷ ‘নীল আকাশের চাঁদনী’, ‘রাজু আঙ্কল’-এর মতো জনপ্রিয় ছবি পরিচালনা করেছেন পীযূষ সাহা। এ বছরেই মুক্তি পেয়েছে সমরেশ মজুমদারের লেখা 'জালবন্দী' অবলম্বনে নির্মিত তাঁর ছবি 'জালবন্দী'। সেখানে অভিনয় করেছেন তাঁর ছেলে প্রিন্স প্রাচুর্য, পায়েল সরকার, জুন মালিয়া, দর্শনা বণিক, খরাজ মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, পুষ্পিতা মুখোপাধ্যায়, রণজয় ও পম্পা সাহা।
আরও পড়ুন: 'গোধরা'র ভয়াবহ অতীত এবার সেলুলয়েডে, মুক্তি পেল ছবির টিজার
সূত্রের খবর, অক্ষয় মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা মারা গিয়েছেন ছোটবেলায়। অভিনয়ের প্রতি নেশার টানে কুড়ি লক্ষ টাকা তিনি বের করে দিয়েছিলেন পরিচালককে। পরিচালক পীযূষ সাহার কাছে অভিনয়ের পাঠ নিতেন অক্ষয়। পরিচালক অক্ষয়কে তাঁর আসন্ন ছবিতে লঞ্চ করানোর আশ্বাস দেন। ছবির বাজেট নাকি ঠিক হয়েছিল 1 কোটি। এর মধ্যে অক্ষয়কে 50 লক্ষ টাকা দিতে বলেন পরিচালক। এর মাঝেই আসে কোভিড। কথাবার্তা কমিয়ে দেন পরিচালক। এরপর অক্ষয়ের মায়ের ক্যানসার ধরা পড়ে। প্রতিশ্রুতি সত্ত্বেও একটি টাকাও ফেরত দেননি পরিচালক। বাধ্য হয়েই 2022-এর শেষে পরিচালকের প্রতারণার বিরুদ্ধে এফআইআর করেন অক্ষয়। তার ভিত্তিতেই যাদবপুর থানার পুলিশ গ্রেফতার করে পরিচালককে ৷ আপাতত জেল হেফাজতেই পীযূষ সাহা। তাঁর জামিনের আবেদন খারিজ করেছে আদালত।