ETV Bharat / entertainment

Varun on Kriti-Prabhas Relationship: প্রভাসের হৃদয়ে রয়েছেন কৃতি? এ কী বললেন বরুণ? - Varun on Kriti Sanon And Prabhas Relationship

প্রভাসের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কৃতি স্য়ানন? তেমনটাই কি ইঙ্গিত দিলেন বরুণ ধাওয়ান ? সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়ো দেখে তেমনই মত দর্শকদের একটা বড় অংশের (Did Varun Dhawan confirm Kriti Sanon And Prabhas Relationship)৷

Varun Dhawan on Kriti Sanon And Prabhas Relationship
প্রভাসের হৃদয়ে রয়েছেন কৃতি?
author img

By

Published : Nov 28, 2022, 11:25 AM IST

মুম্বই, 28 নভেম্বর: বরুণ ধাওয়ান এবং কৃতি স্য়াননের নতুন ছবি 'ভেড়িয়া' এখন বেশ প্রশংসা পাচ্ছে প্রেক্ষাগৃহে ৷ তাঁদের পর্দার রসায়ন দেখে খুশি ভক্তরা ৷ এমনকী তাঁদের অফস্ক্রিন রসায়ন নিয়েও চর্চা শুরু হয়েছে ৷ তবে এরই মাঝে নতুন করে বরুণ-কৃতির একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল । সেখানে দেখা যায় তাঁদের রিয়েল লাইফ কেমিস্ট্রি-র জল্পনায় পুরোপুরি জল ঢেলে দিয়েছেন বরুণ নিজেই ৷ তবে একইসঙ্গে কারণ হিসাবে যে কথা উল্লেখ করেছেন তিনি তা বেশ নজর কেড়েছে সকলের (Did Varun Dhawan confirm Kriti Sanon And Prabhas Relationship) ৷

নতুন করে এই যে পুরোনো ভিডিয়োটি ভাইরাল হতে শুরু করেছে সোশাল মিডিয়ায় সেটি আসলে 'ঝলক দিখ লা জা' শোয়ের একটি ক্লিপ ৷ কয়েকদিন আগেই ছবির প্রচারের জন্য এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বরুণ ৷ সেখানেই বরুণ জানান, কৃতির নাম এই জন্য়ই তাঁর তালিকায় নেই কারণ কৃতি অন্য কারও হৃদয়ে রয়েছেন ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ জোহর এবং স্বয়ং কৃতি স্য়াননও ৷ বরুণ একথা বলতেই লজ্জায় রাঙা হয়ে ওঠেন অভিনেত্রী ৷ আর স্বাভাবিকভাবেই বরুণকে চেপে ধরেন বাকিরা ৷ যাঁর কথা তিনি বলছেন তাঁর নাম উল্লেখ না করলেও দর্শকদের উদ্দেশ্য়ে একটি ছোট্ট আভাস দিয়েছেন বরুণ (Varun Dhawan on Kriti Sanon And Prabhas Relationship)৷

সকলের সামনেই তিনি বলেন, "একজন রয়েছেন যিনি এই মুহূর্তে মুম্বইতে নেই এবং তিনি দীপিকার সঙ্গে শুটিং করছেন ৷" তাঁর কথা শুনে অবশ্য় দু'হাত ওপরে তুলে পুরো বিষয়টি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন কৃতি (Kriti Sanon And Prabhas Relationship Rumors) ৷ কিন্তু অনেকের মতে, বরুণ যাঁর কথা বলেছেন তিনি হলেন প্রভাস ৷ এই দক্ষিণী তারকা বর্তমানে ব্যস্ত তাঁর 'প্রজেক্ট কে' ছবির শুটিং নিয়ে ৷ এই ছবিতে রয়েছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং বিগবি অমিতাভ বচ্চন ৷

আরও পড়ুন: মন্নতের বাইরে থেকে ছবি শেয়ার আয়ুষ্মানের, ভালোবাসায় ভরালেন এসআরকে ভক্তরা

অন্য়দিকে কৃতি স্যাননের সঙ্গে প্রভাসকে দেখা যাবে 'আদিপুরুষ' ছবিতে ৷ এই ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী বছর জুন মাসে ৷ আদিপুরুষে রামের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে ৷ রাবণের চরিত্রে সইফ আলি খান এবং সীতা কৃতি স্যানন ৷ লক্ষ্মণের ভূমিকায় সানি সিং ৷

মুম্বই, 28 নভেম্বর: বরুণ ধাওয়ান এবং কৃতি স্য়াননের নতুন ছবি 'ভেড়িয়া' এখন বেশ প্রশংসা পাচ্ছে প্রেক্ষাগৃহে ৷ তাঁদের পর্দার রসায়ন দেখে খুশি ভক্তরা ৷ এমনকী তাঁদের অফস্ক্রিন রসায়ন নিয়েও চর্চা শুরু হয়েছে ৷ তবে এরই মাঝে নতুন করে বরুণ-কৃতির একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল । সেখানে দেখা যায় তাঁদের রিয়েল লাইফ কেমিস্ট্রি-র জল্পনায় পুরোপুরি জল ঢেলে দিয়েছেন বরুণ নিজেই ৷ তবে একইসঙ্গে কারণ হিসাবে যে কথা উল্লেখ করেছেন তিনি তা বেশ নজর কেড়েছে সকলের (Did Varun Dhawan confirm Kriti Sanon And Prabhas Relationship) ৷

নতুন করে এই যে পুরোনো ভিডিয়োটি ভাইরাল হতে শুরু করেছে সোশাল মিডিয়ায় সেটি আসলে 'ঝলক দিখ লা জা' শোয়ের একটি ক্লিপ ৷ কয়েকদিন আগেই ছবির প্রচারের জন্য এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বরুণ ৷ সেখানেই বরুণ জানান, কৃতির নাম এই জন্য়ই তাঁর তালিকায় নেই কারণ কৃতি অন্য কারও হৃদয়ে রয়েছেন ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ জোহর এবং স্বয়ং কৃতি স্য়াননও ৷ বরুণ একথা বলতেই লজ্জায় রাঙা হয়ে ওঠেন অভিনেত্রী ৷ আর স্বাভাবিকভাবেই বরুণকে চেপে ধরেন বাকিরা ৷ যাঁর কথা তিনি বলছেন তাঁর নাম উল্লেখ না করলেও দর্শকদের উদ্দেশ্য়ে একটি ছোট্ট আভাস দিয়েছেন বরুণ (Varun Dhawan on Kriti Sanon And Prabhas Relationship)৷

সকলের সামনেই তিনি বলেন, "একজন রয়েছেন যিনি এই মুহূর্তে মুম্বইতে নেই এবং তিনি দীপিকার সঙ্গে শুটিং করছেন ৷" তাঁর কথা শুনে অবশ্য় দু'হাত ওপরে তুলে পুরো বিষয়টি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন কৃতি (Kriti Sanon And Prabhas Relationship Rumors) ৷ কিন্তু অনেকের মতে, বরুণ যাঁর কথা বলেছেন তিনি হলেন প্রভাস ৷ এই দক্ষিণী তারকা বর্তমানে ব্যস্ত তাঁর 'প্রজেক্ট কে' ছবির শুটিং নিয়ে ৷ এই ছবিতে রয়েছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং বিগবি অমিতাভ বচ্চন ৷

আরও পড়ুন: মন্নতের বাইরে থেকে ছবি শেয়ার আয়ুষ্মানের, ভালোবাসায় ভরালেন এসআরকে ভক্তরা

অন্য়দিকে কৃতি স্যাননের সঙ্গে প্রভাসকে দেখা যাবে 'আদিপুরুষ' ছবিতে ৷ এই ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী বছর জুন মাসে ৷ আদিপুরুষে রামের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে ৷ রাবণের চরিত্রে সইফ আলি খান এবং সীতা কৃতি স্যানন ৷ লক্ষ্মণের ভূমিকায় সানি সিং ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.