ETV Bharat / entertainment

Salman on Shehnaaz Raghav: প্রেম করছেন শেহনাজ ? দেখুন কী ইঙ্গিত দিলেন সলমন - নতুন সম্পর্কে জড়িয়েছেন শেহনাজ

নতুন সম্পর্কে জড়িয়েছেন শেহনাজ ৷ তাও নাকি আবার কো-স্টার রাঘব জুয়ালের সঙ্গে ৷ ছবির ট্রেলার লঞ্চে এসে তেমনই ইঙ্গিত দিলেন সলমন ৷

Salman on Shehnaaz Raghav
নতুন সম্পর্কে জড়িয়েছেন না কি শেহনাজ সলমনের রসিকতায় তেমনই ইঙ্গিত
author img

By

Published : Apr 11, 2023, 2:03 PM IST

হায়দরাবাদ, 11 এপ্রিল: সুপারস্টার সলমন খানের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কা জান'-এর ট্রেলার মুক্তি পেয়েছে সোমবার সন্ধ্যায় ৷ এই ছবি যে একেবারেই সলমনোচিত তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ ভাইজান অনুরাগীদের মন মাতানোর জন্য় সমস্তরকম মশলাই দেওয়া হয়েছে এই ঝলকে ৷ সোমবার 'কিসি কা ভাই কিসি কা জান'-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানেও সলমনের দেখা মিলল বেশ খোশ মেজাজে ৷ পরিচালক ফরহাদ সামজি থেকে ছবির অন্যান্য় সহ-অভিনেতা সকলেরই পিছনে লাগলেন তিনি ৷

নেটপাড়ায় এখন বেশ অনেকগুলি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যেখানে দেখা গিয়েছে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের বিভিন্ন ঝলক ৷ কোথাও সেখানে শেহনাজকে তাঁর নিজের প্রতি ভালোবাসা নিয়ে কথা বলতে দেখা গিয়েছে ৷ কোথাও আবার সলমনকে দেখা গিয়েছে তাঁকে এই বিষয়টি থেকে বেরিয়ে আসার পরামর্শ দিতে ৷ আবার কোথাও রাঘব জুয়ালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আকার ইঙ্গিতে কিছু তথ্য় দিতেও ছাড়েননি ভাইজান ৷

তাঁকে এত ভালোবাসা দেওয়ার জন্য় সলমনকে এদিন সরাসরি ধন্য়বাদ জানান রাঘব ৷ সিনেমাটোগ্রাফার থেকে অভিনয়ের জগতে পা রাখেন রাঘব ৷ সলমনের বড় ভূমিকা রয়েছে তাঁর এই জার্নির পিছনে সেকথা স্মরণ করেই তাঁকে ধন্য়বাদ জানান রাঘব ৷ বদলে রাঘবকে নিয়ে ঠাট্টা করতে ছাড়েননি সলমন ৷ বরং তিনি জানান, তিনি এক অদ্ভুত রসায়ন লক্ষ করেছেন এই ছবির শুটিং চলাকালীন ৷

রাঘবের কথা মাঝ পথে থামিয়ে দিয়েই তিনি এই রসায়নের কথা উল্লেখ করেন ৷ তিনি জানান, একটি সুন্দর কেমিস্ট্রি তিনি দেখেছেন ছবির সেটে তবে সেই সম্পর্কটি দু'জনের কেউই এগিয়ে নিয়ে যাচ্ছেন না ৷ তিনি এবার শেহনাজের দিকে তাকিয়েই রাঘবকে প্রশ্ন করেন, "কী তুমি কী মনে করো? আমি তো এই কেমিস্ট্রিটা দেখেছি বটেই ৷ তোমরা নিজেরাও দেখেছ ৷ চারদিকেই পুরো বিষয়টি ছড়িয়ে পড়েছে ৷ কিন্তু কেউ কোনও পদক্ষেপ নিচ্ছে না ৷ বরং কেউ যদি এক পা এগোয় ৷ অন্যজন আরও দুই পা পিছিয়ে যাচ্ছে ৷ "

শেহনাজ গিলের সম্পর্কের কথা কারও অজানা নয় ৷ এর আগেই বিগ বস-এর ঘরে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে পঞ্জাব দি ক্য়াটরিনার ৷ তাঁদের সম্পর্ক বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শকদের কাছেও ৷ এরপর সিদ্ধার্থের আকস্মিক মৃত্য়ুতে সেই সম্পর্ক তছনছ হয়ে যায় ৷ তারপর এবার কী আবারও সম্পর্কে জড়ালেন শেহনাজ ৷ অন্তত সলমনের ইঙ্গিত তো সেরকমই ৷

আরও পড়ুন: 30 এপ্রিল খুন হবেন সলমন ! আর মেল নয়, এবার ফোনে হুমকি ভাইজানকে

হায়দরাবাদ, 11 এপ্রিল: সুপারস্টার সলমন খানের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কা জান'-এর ট্রেলার মুক্তি পেয়েছে সোমবার সন্ধ্যায় ৷ এই ছবি যে একেবারেই সলমনোচিত তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ ভাইজান অনুরাগীদের মন মাতানোর জন্য় সমস্তরকম মশলাই দেওয়া হয়েছে এই ঝলকে ৷ সোমবার 'কিসি কা ভাই কিসি কা জান'-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানেও সলমনের দেখা মিলল বেশ খোশ মেজাজে ৷ পরিচালক ফরহাদ সামজি থেকে ছবির অন্যান্য় সহ-অভিনেতা সকলেরই পিছনে লাগলেন তিনি ৷

নেটপাড়ায় এখন বেশ অনেকগুলি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যেখানে দেখা গিয়েছে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের বিভিন্ন ঝলক ৷ কোথাও সেখানে শেহনাজকে তাঁর নিজের প্রতি ভালোবাসা নিয়ে কথা বলতে দেখা গিয়েছে ৷ কোথাও আবার সলমনকে দেখা গিয়েছে তাঁকে এই বিষয়টি থেকে বেরিয়ে আসার পরামর্শ দিতে ৷ আবার কোথাও রাঘব জুয়ালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আকার ইঙ্গিতে কিছু তথ্য় দিতেও ছাড়েননি ভাইজান ৷

তাঁকে এত ভালোবাসা দেওয়ার জন্য় সলমনকে এদিন সরাসরি ধন্য়বাদ জানান রাঘব ৷ সিনেমাটোগ্রাফার থেকে অভিনয়ের জগতে পা রাখেন রাঘব ৷ সলমনের বড় ভূমিকা রয়েছে তাঁর এই জার্নির পিছনে সেকথা স্মরণ করেই তাঁকে ধন্য়বাদ জানান রাঘব ৷ বদলে রাঘবকে নিয়ে ঠাট্টা করতে ছাড়েননি সলমন ৷ বরং তিনি জানান, তিনি এক অদ্ভুত রসায়ন লক্ষ করেছেন এই ছবির শুটিং চলাকালীন ৷

রাঘবের কথা মাঝ পথে থামিয়ে দিয়েই তিনি এই রসায়নের কথা উল্লেখ করেন ৷ তিনি জানান, একটি সুন্দর কেমিস্ট্রি তিনি দেখেছেন ছবির সেটে তবে সেই সম্পর্কটি দু'জনের কেউই এগিয়ে নিয়ে যাচ্ছেন না ৷ তিনি এবার শেহনাজের দিকে তাকিয়েই রাঘবকে প্রশ্ন করেন, "কী তুমি কী মনে করো? আমি তো এই কেমিস্ট্রিটা দেখেছি বটেই ৷ তোমরা নিজেরাও দেখেছ ৷ চারদিকেই পুরো বিষয়টি ছড়িয়ে পড়েছে ৷ কিন্তু কেউ কোনও পদক্ষেপ নিচ্ছে না ৷ বরং কেউ যদি এক পা এগোয় ৷ অন্যজন আরও দুই পা পিছিয়ে যাচ্ছে ৷ "

শেহনাজ গিলের সম্পর্কের কথা কারও অজানা নয় ৷ এর আগেই বিগ বস-এর ঘরে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে পঞ্জাব দি ক্য়াটরিনার ৷ তাঁদের সম্পর্ক বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শকদের কাছেও ৷ এরপর সিদ্ধার্থের আকস্মিক মৃত্য়ুতে সেই সম্পর্ক তছনছ হয়ে যায় ৷ তারপর এবার কী আবারও সম্পর্কে জড়ালেন শেহনাজ ৷ অন্তত সলমনের ইঙ্গিত তো সেরকমই ৷

আরও পড়ুন: 30 এপ্রিল খুন হবেন সলমন ! আর মেল নয়, এবার ফোনে হুমকি ভাইজানকে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.