ETV Bharat / entertainment

Dharmendra Wishes SRK: 'জওয়ান' ছবি মুক্তির আগে শাহরুখকে শুভেচ্ছা ধরম পাজির - শাহরুখ খান

Dharmendra to Shah Rukh Khan: নতুন ছবির জন্য শাহরুখকে শুভেচ্ছা জানালেন ধরম পাজি ৷ শেয়ার করলেন সুন্দর একটি ছবি ৷

Pic Dharmendra SRK Insta
শাহরুখকে শুভেচ্ছা ধরম পাজির
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 2:05 PM IST

Updated : Sep 6, 2023, 2:29 PM IST

হায়দরাবাদ, 6 সেপ্টেম্বর: শাহরুখ খান এখন ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি 'জওয়ান'-এর প্রচার নিয়ে ৷ আর মাত্র কয়েকটা ঘণ্টা পরেই ভোর পাঁচটায় শুরু হবে ছবির প্রথম শো ৷ আর এই শোয়ের জন্য এখন উত্তেজনায় ফুটছে গোটা দেশ ৷ 7 সেপ্টেম্বর ছবি মুক্তির আগে এবার শাহরুখকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এলেন ধর্মেন্দ্র ৷ অভিনেতা কিং খানের সঙ্গে তাঁর একটি পুরনো ছবি শেয়ার করেছেন ৷ আর সঙ্গেই পাঠিয়েছেন একটি মিষ্টি শুভেচ্ছা বার্তা ৷

কয়েক দিন আগেই 'গদর 2' ছবির সাকসেস পার্টিতে একসঙ্গে আলিঙ্গনবদ্ধ হয়েছিলেন ধর্মেন্দ্র পুত্র সানি দেওল এবং শাহরুখ খান ৷ অনেকেই সেসময় বলেছিলেন 'ডর' ছবির পর দু'জনের মধ্যে যে দূরত্ব তৈরি হয় তা হয়তো এখন মিটে গিয়েছে ৷ আর এবার ধরম পাজি লিখলেন, "বেটা শাহরুখ তোমার আসন্ন ছবির জন্য় তোমায় অনেক অনেক শুভেচ্ছা ৷"

সারা দেশ জুড়ে ভালোবাসা তো শাহরুখ পেয়েই থাকেন ৷ মিষ্টি হাসি দিয়ে মন জয় করার তাঁর যে সহজাত ক্ষমতা আছে তা বলাই বাহুল্য ৷ এবার ধর্মেন্দ্রর কথাতেও দেখা গেল সেই আবেগের ছোঁয়া ৷ সম্প্রতি করণ জোহরের ছবিতে তিনি অভিনয় করেছেন রকির দাদুর ভূমিকায় ৷ এই বয়সেও তিনি এভারগ্রীন ৷ তিনি আজও সমান রোম্যান্টিক ৷ ছবিতেও এমনই এক চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷

আরও পড়ুন: রাত দু'টো থেকে টিকিটের লাইন, ভোর পাঁচটায় প্রথম শো; 'জওয়ান' সুনামিতে ভাসছে গোটা দেশ

অন্যদিকে 'পাঠান' ছবির বিপুল সাফল্য 'জওয়ান'-এও কি ধরে রাখতে পারবেন শাহরুখ সেটাই এখন দেখার ৷ প্রচারে অবশ্য় কোনও কসুর রাখছেন না অভিনেতা ৷ আর ছবির অগ্রিম বুকিংও বেশ ভালো ৷ ইতিমধ্যেই প্রায় 9 লক্ষ 66 হাজারেরও বেশি টিকিট বুক হয়ে গিয়েছে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্য়াকনিল্ক বলছে 'জওয়ান' ভারতে প্রথম দিনে আয় করতে পারে প্রায় 45-60 কোটি টাকা ৷ আর বিশ্বব্যাপী আয়ের নিরিখে 'পাঠান'কে (106 কোটি টাকা) পিছনে ফেলে 125 কোটি ঘরে তুলে নিতে পারে এই ছবি ৷

হায়দরাবাদ, 6 সেপ্টেম্বর: শাহরুখ খান এখন ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি 'জওয়ান'-এর প্রচার নিয়ে ৷ আর মাত্র কয়েকটা ঘণ্টা পরেই ভোর পাঁচটায় শুরু হবে ছবির প্রথম শো ৷ আর এই শোয়ের জন্য এখন উত্তেজনায় ফুটছে গোটা দেশ ৷ 7 সেপ্টেম্বর ছবি মুক্তির আগে এবার শাহরুখকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এলেন ধর্মেন্দ্র ৷ অভিনেতা কিং খানের সঙ্গে তাঁর একটি পুরনো ছবি শেয়ার করেছেন ৷ আর সঙ্গেই পাঠিয়েছেন একটি মিষ্টি শুভেচ্ছা বার্তা ৷

কয়েক দিন আগেই 'গদর 2' ছবির সাকসেস পার্টিতে একসঙ্গে আলিঙ্গনবদ্ধ হয়েছিলেন ধর্মেন্দ্র পুত্র সানি দেওল এবং শাহরুখ খান ৷ অনেকেই সেসময় বলেছিলেন 'ডর' ছবির পর দু'জনের মধ্যে যে দূরত্ব তৈরি হয় তা হয়তো এখন মিটে গিয়েছে ৷ আর এবার ধরম পাজি লিখলেন, "বেটা শাহরুখ তোমার আসন্ন ছবির জন্য় তোমায় অনেক অনেক শুভেচ্ছা ৷"

সারা দেশ জুড়ে ভালোবাসা তো শাহরুখ পেয়েই থাকেন ৷ মিষ্টি হাসি দিয়ে মন জয় করার তাঁর যে সহজাত ক্ষমতা আছে তা বলাই বাহুল্য ৷ এবার ধর্মেন্দ্রর কথাতেও দেখা গেল সেই আবেগের ছোঁয়া ৷ সম্প্রতি করণ জোহরের ছবিতে তিনি অভিনয় করেছেন রকির দাদুর ভূমিকায় ৷ এই বয়সেও তিনি এভারগ্রীন ৷ তিনি আজও সমান রোম্যান্টিক ৷ ছবিতেও এমনই এক চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷

আরও পড়ুন: রাত দু'টো থেকে টিকিটের লাইন, ভোর পাঁচটায় প্রথম শো; 'জওয়ান' সুনামিতে ভাসছে গোটা দেশ

অন্যদিকে 'পাঠান' ছবির বিপুল সাফল্য 'জওয়ান'-এও কি ধরে রাখতে পারবেন শাহরুখ সেটাই এখন দেখার ৷ প্রচারে অবশ্য় কোনও কসুর রাখছেন না অভিনেতা ৷ আর ছবির অগ্রিম বুকিংও বেশ ভালো ৷ ইতিমধ্যেই প্রায় 9 লক্ষ 66 হাজারেরও বেশি টিকিট বুক হয়ে গিয়েছে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্য়াকনিল্ক বলছে 'জওয়ান' ভারতে প্রথম দিনে আয় করতে পারে প্রায় 45-60 কোটি টাকা ৷ আর বিশ্বব্যাপী আয়ের নিরিখে 'পাঠান'কে (106 কোটি টাকা) পিছনে ফেলে 125 কোটি ঘরে তুলে নিতে পারে এই ছবি ৷

Last Updated : Sep 6, 2023, 2:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.