হায়দরাবাদ, 25 নভেম্বর: "আই লাভ ইউ ভেরি ভেরি মাচ নয়না ৷ আমি যখন চোখ বন্ধ করি তোমাকে দেখতে পাই, চোখ খুললে তোমাকেই দেখতে চাই, তুমি পাশে না থাকলেও চারপাশে তোমাকেই অনুভব করি প্রত্যেকটা মুহূর্ত ৷ আমার চোখ আমার নয়নাকেই খোঁজে ৷ একে ভালোবাসা বলো, পাগলামো বলো বা আমার হৃদয়ের স্পন্দন ৷ ভালো তো অনেকেই বাসেন কিন্তু আমার মতো প্রেম কেউ করতে পারবে না ৷ কারণ কারোর কাছে তুমি যে নেই ৷ ...তুমি আমার, শুধু আমার ৷" আমন-রোহিত-নয়নার প্রেম আজও আমাদের হাসায়, কাঁদায়, বারবার প্রেমে পড়তে শেখায় ৷ কালের গতিতে সেই ভালোবাসা আরও বেড়েছে আরও পূর্ণতা পেয়েছে ৷ নিখিল আডবানি পরিচালিত 'কাল হো না হো' আজ পূর্ণ করল 20টা বছর৷
করণ জোহরের ধরমা প্রযোজনা সংস্থা একটি ছোট্ট ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যে ভিডিয়ো ছবির ফেভারিট মিউজিক হয়ে উঠেছিল ৷ সেই ধকধক টিউন ও থিম মিউজিক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "এটা সময় অতীতকে আরও একবার ফিরে দেখার, চোখের পলকে কেটে গিয়েছে দু'দশক ৷"
2003 সালের 28 নভেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'কাল হো না হো' ৷ গতবছর ছবির 19 বছর পূর্তি উপলক্ষ্যে করণ জোহর লিখেছিলেন, "হার্টবিটের মধ্যে লাইফটাইম মেমোরি জমে রয়েছে ৷ এই ছবি আমাকে আনন্দ দিয়েছে, বন্ধুত্বের সম্পর্ক দিয়েছে আর এটাই শেষ ছবি যেখানে আমি আমার বাবার সঙ্গে শুটিং সেটে ছিলাম ৷ আমি সারাজীবন এই ছবির প্রতি কৃতজ্ঞ থাকব ৷"
ছবির গল্প ও অভিনয়ের পাশাপাশি মন জুড়ে ছিল শঙ্কর-এহসান-লয়ের সুর করা প্রতিটা গান ৷ শাহরুখ খান, সফই আলি খান ও প্রীতি জিন্টা ছাড়াও জয়া বচ্চন, সুষমা শেঠ, রীমা লাগুর অভিনয় আলাদা করে নজর কাড়ে ৷ তাই সবশেষে শাহরুখ থুড়ি আমন মাথুরের জীবনে বেঁচে থাকার বিশেষ বার্তা ঝালিয়ে নিন আপনারাও ৷ "আজ এক হাসি অউর বাট লো/আজ এক দুয়া অউর মাঙ্গ লো / আজ এক আশু অউর পি লো/ আজ এক জিন্দেগী অউর জি লো/ আজ এক স্বপ্না অউর দেখ লো/ ক্যায়া পতা কাল হো না হো...৷"
আরও পড়ুন:
1. সম্পত্তিভাগ অমিতাভ-জয়ার, মেয়ে শ্বেতার তবে কি 'প্রতীক্ষা'র অবসান!