ETV Bharat / entertainment

Dev as Byomkesh: দেব এবার সত্যান্বেষী ! ইন্ডাস্ট্রিতে 17 বছর পূর্ণ করার দিনে বড় ঘোষণা অভিনেতার - ব্যোমকেশ বক্সী

বিশেষ দিনে অনুরাগীদের বড় চমক দিলেন ঘাটালের সাংসদ ৷ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়র কালজয়ী গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর চরিত্রে এবার অভিনয় করবেন তিনি (Dev to play the character of Byomkesh Bakshi) ৷

Dev as Byomkesh
দেব এবার সত্যান্বেষী ব্যোমকেশ
author img

By

Published : Jan 28, 2023, 7:43 PM IST

Updated : Jan 28, 2023, 8:27 PM IST

কলকাতা, 28 জানুয়ারি: শনিবার ইন্ডাস্ট্রিতে 17 বছরের কর্মজীবন পূর্ণ করলেন অভিনেতা দেব ৷ আর বিশেষ দিনে অনুরাগীদের বড় চমক দিলেন ঘাটালের সাংসদ ৷ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়র কালজয়ী গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর চরিত্রে এবার অভিনয় করবেন তিনি (Dev to play the character of Byomkesh Bakshi) ৷ এদিন সন্ধেয় এক সোশাল মিডিয়া পোস্টে জানিয়ে দিলেন দেব ৷ দেব জানালেন, ব্যোমকেশ হিসেবে আত্মপ্রকাশে শরদিন্দুর 'দুর্গ রহস্য' উপন্যাসটিকে বেছে নিয়েছেন তিনি ৷

শনিবার সন্ধেয় সোশাল মিডিয়ায় দেব লিখলেন, "ইন্ডাস্ট্রিতে 17 বছর পূর্ণ করার দিনে অভিনেতা হিসেবে পরবর্তী বড় ঘোষণা সেরে ফেলতে চাই ৷ দেব এন্টরটেইনমেন্ট ভেঞ্চার এবং শ্যাডো ফিল্মসের যৌথ উদ্যোগে ব্যোমকেশ দুর্গ রহস্যকে পর্দায় নিয়ে আসছি আমরা ৷ আপনাদের আশীর্বাদ চাই ৷ ছবির অন্যান্য কাস্ট, ক্রু মেম্বার এবং পরিচালকের নাম শীঘ্রই ঘোষণা হবে ৷" সাধারণতন্ত্র দিবসের দিন আগামী পুজোয় মুক্তি পেতে চলা বাঘাযতীন-এর প্রথম পোস্টার রিলিজ করেছিলেন দেব ৷ স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ৷ যদিও সেই ছবির কথা মিডিয়ার দৌলতে আগেই জেনে ফেলেছিলেন অনুরাগীরা ৷ কিন্তু এদিনের ঘোষণাটি একেবারেই 'সিলেবাস বহির্ভূত' দেব-ভক্তদের কাছে ৷

  • On the completion of 17 years in the Industry..Announcing my next as an Actor.
    "BYOMKESH দুর্গ রহস্য"
    Produced by @DEV_PvtLtd and @ShadowFilmsHere
    Need all your blessings as always. 🙏🏻
    Cast, Crew, Director announcement to follow soon.

    — Dev (@idevadhikari) January 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মিলল নায়িকা, হাজির দেবের 'বাঘাযতীন' ছবির পোস্টার

বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে ভালোই উড়েছে প্রজাপতি ৷ আপাতত বাঘাযতীনের শ্যুটিংয়ে মগ্ন দেব ৷ তারইমধ্যে ব্যোমকেশ হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা সাংসদ অভিনেতার জন্য যে কড়া চ্যালেঞ্জ, সে আর বলার অপেক্ষা রাখে না ৷ কারণ, এই ঘোষণার সঙ্গে অচিরেই উত্তম কুমার, ধৃতিমান চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, সুজয় ঘোষ, অনির্বাণ চক্রবর্তীর জুতোয় পা গলালেন তিনি ৷ তাই জেনেবুঝেই চ্যালেঞ্জটা নিলেন অভিনেতা ৷ এবার শরদিন্দুর সৃষ্টি কালজয়ী চরিত্রে নিজেকে দর্শকের কাছে দেব কতটা গ্রহণযোগ্য করে তুলতে পারেন, সেটাই দেখার ৷

কলকাতা, 28 জানুয়ারি: শনিবার ইন্ডাস্ট্রিতে 17 বছরের কর্মজীবন পূর্ণ করলেন অভিনেতা দেব ৷ আর বিশেষ দিনে অনুরাগীদের বড় চমক দিলেন ঘাটালের সাংসদ ৷ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়র কালজয়ী গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর চরিত্রে এবার অভিনয় করবেন তিনি (Dev to play the character of Byomkesh Bakshi) ৷ এদিন সন্ধেয় এক সোশাল মিডিয়া পোস্টে জানিয়ে দিলেন দেব ৷ দেব জানালেন, ব্যোমকেশ হিসেবে আত্মপ্রকাশে শরদিন্দুর 'দুর্গ রহস্য' উপন্যাসটিকে বেছে নিয়েছেন তিনি ৷

শনিবার সন্ধেয় সোশাল মিডিয়ায় দেব লিখলেন, "ইন্ডাস্ট্রিতে 17 বছর পূর্ণ করার দিনে অভিনেতা হিসেবে পরবর্তী বড় ঘোষণা সেরে ফেলতে চাই ৷ দেব এন্টরটেইনমেন্ট ভেঞ্চার এবং শ্যাডো ফিল্মসের যৌথ উদ্যোগে ব্যোমকেশ দুর্গ রহস্যকে পর্দায় নিয়ে আসছি আমরা ৷ আপনাদের আশীর্বাদ চাই ৷ ছবির অন্যান্য কাস্ট, ক্রু মেম্বার এবং পরিচালকের নাম শীঘ্রই ঘোষণা হবে ৷" সাধারণতন্ত্র দিবসের দিন আগামী পুজোয় মুক্তি পেতে চলা বাঘাযতীন-এর প্রথম পোস্টার রিলিজ করেছিলেন দেব ৷ স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ৷ যদিও সেই ছবির কথা মিডিয়ার দৌলতে আগেই জেনে ফেলেছিলেন অনুরাগীরা ৷ কিন্তু এদিনের ঘোষণাটি একেবারেই 'সিলেবাস বহির্ভূত' দেব-ভক্তদের কাছে ৷

  • On the completion of 17 years in the Industry..Announcing my next as an Actor.
    "BYOMKESH দুর্গ রহস্য"
    Produced by @DEV_PvtLtd and @ShadowFilmsHere
    Need all your blessings as always. 🙏🏻
    Cast, Crew, Director announcement to follow soon.

    — Dev (@idevadhikari) January 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মিলল নায়িকা, হাজির দেবের 'বাঘাযতীন' ছবির পোস্টার

বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে ভালোই উড়েছে প্রজাপতি ৷ আপাতত বাঘাযতীনের শ্যুটিংয়ে মগ্ন দেব ৷ তারইমধ্যে ব্যোমকেশ হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা সাংসদ অভিনেতার জন্য যে কড়া চ্যালেঞ্জ, সে আর বলার অপেক্ষা রাখে না ৷ কারণ, এই ঘোষণার সঙ্গে অচিরেই উত্তম কুমার, ধৃতিমান চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, সুজয় ঘোষ, অনির্বাণ চক্রবর্তীর জুতোয় পা গলালেন তিনি ৷ তাই জেনেবুঝেই চ্যালেঞ্জটা নিলেন অভিনেতা ৷ এবার শরদিন্দুর সৃষ্টি কালজয়ী চরিত্রে নিজেকে দর্শকের কাছে দেব কতটা গ্রহণযোগ্য করে তুলতে পারেন, সেটাই দেখার ৷

Last Updated : Jan 28, 2023, 8:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.