কলকাতা, 14 সেপ্টেম্বর: কর্মজীবনে তিনি যত সুপারস্টার হন না কেন মায়ের কাছে তিনি সেই ছোট্টটি ৷ যে কোনও সন্তানই মায়ের কাছে বোধহয় কোনও দিন বড় হয় না ৷ ঠিক এমনই এক মিষ্টি মুহূর্ত এবার অনুরাগীদের জন্য় শেয়ার করলেন দেব ৷ টলি ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেতা তিনি ৷ সামলাতে হয় রাজনৈতিক দায়িত্বও ৷ সময়ের পিছনে ছুটতে ছুটতে কখনও কখনও পরিবারের জন্য সময় বের করাটাও রীতিমতো সমস্যার হয়ে ওঠে ৷ তবু চাইলে কিন্তু ঠিকই পারা যায় ৷ বুঝিয়ে দিলেন মায়ের আদরের দীপক ৷
শুটিংয়ের মাঝেই মাকে নিয়ে ক্যামেরার সামনে হাজির হলেন অভিনেতা ৷ আর লিখলেন, "শুটিংয়ের ফাঁকে কিছুটা পারিবারিক মুহূর্ত ৷" খুব সহজ একটি লাইন ৷ কিন্তু ছবিতেই বোঝা গেল ঠিক কতখানি গভীর ভালোবাসা জড়িয়ে রয়েছে মা ছেলের এই গভীর বন্ধনে ৷ দু'জনের মুখের হাসিই দিয়ে দিল সমস্ত উত্তর ৷ ব্যাকগ্রাউন্ডের পাহাড় আর নদী যেন আরও অনেকটা বেশি সুন্দর হয়ে গেল মা ছেলের এই মিষ্টি মুহূর্তটি দেখে ৷
পুজোয় আসছে দেবের নতুন ছবি 'বাঘা যতীন' ৷ অরুণ রায়ের পরিচালনায় বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবন কাহিনি তুলে ধরবেন দেব ৷ স্বাধীনতার রক্তক্ষয়ী সংগ্রামের অধ্যায় লেখা হবে রূপোলি পর্দায় ৷ 19 অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ আর সেই ছবির প্রচার নিয়েই এখন তীব্র ব্য়স্ততা অভিনেতার ৷
আরও পড়ুন: 'শুধু তিনিই পারেন', 'জওয়ান' শাহরুখকে দেখে অভিভূত করণ
শেষ ছবিতে দেব হয়ে উঠেছিলেন ব্যোমেকেশ ৷ সেই বক্স অফিসের সম্পূর্ণ রিপোর্ট অবশ্য় এখনও হাতে আসেনি ৷ তবে 'প্রজাপতি'র মতো এই ছবি যে সাড়া ফেলেনি তা বোঝা যায় ৷ তাই 'বাঘা যতীন' ছবির হাত ধরে কীভাবে কামব্যাক করেন অভিনেতা সেটাই এখন দেখার ৷ তার ওপর এই ছবি শুধু বাংলা নয় মুক্তি পাবে হিন্দিতেও ৷ আর তাই এটাও যে একটি বাড়তি চাপ তা বলাই বাহুল্য ৷ তবে সেসব চিন্তাকে দূরে সরিয়ে মায়ের সঙ্গেই মেতে উঠলেন দেব ৷ আর তাঁদের এই সুন্দর ছবি দেখে মুগ্ধ নেটপাড়াও ৷