কলকাতা, 7 জানুয়ারি: নন্দনে জায়গা পায়নি তো কী এল গেল? প্রজাপতি ডানা মেলছে দূর-দূরান্তে। দ্বিতীয় সপ্তাহে সারা দেশে এই ছবির মোট আয় 2.85 কোটি টাকা। যা প্রথম সপ্তাহের চেয়ে 68 লক্ষ টাকা বেশি । প্রথম সপ্তাহে এই ছবি মোট 2.17 কোটি টাকা আয় করে । উল্লেখ্য, এই পরিসংখ্যান সামাজিক মাধ্যমে শেয়ার ভাগ করে নিয়েছেন, বেহালার 'অজন্তা' সিনেমা হলের কর্ণধার তথা ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা (Dev Mithun New Film Projapoti in Box office )।
সুতরাং, দু-সপ্তাহে 'প্রজাপতি' ছবির মোট আয় 5.02 কোটি টাকা (Dev Mithun Film Projapoti Box office Collection)। প্রথম সপ্তাহে এই ছবির শো-সংখ্যা ছিল 189, দ্বিতীয় সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় 289-তে। তৃতীয় সপ্তাহে অবশ্য ছবির শো সংখ্যয় খুব বেশি হেরফের নেই । সকলের মুখেই এক বাক্যে এক উত্তর, "খুব ভাল হয়েছে প্রজাপতি (Projapoti Box office Collection) ।"
প্রসঙ্গত, এই ছবি নন্দনে জায়গা না-পাওয়ার পর বহু বিতর্ক শুরু হয় । এমনকী মিঠুন চক্রবর্তীকে ঘিরেও শুরু হয় নানা কথা । তাঁর অভিনয়শৈলী নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ । যে বক্তব্যের বিরুদ্ধে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়, সর্বোপরি বিনোদন দুনিয়ায় । তর্ক, বিতর্ক আর পালটা বিতর্ক সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে উড়ে চলেছে 'প্রজাপতি' ।
আরও পড়ুন: বিএএফটিএ র মঞ্চেও জায়গা করে নিল রাজামৌলির 'আরআরআর'
30 ডিসেম্বর সারা দেশে মুক্তি পেয়েছে এই ছবি । এই ছবির মাধ্যমেই বড় পর্দায় ডেবিউ করলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য । শুরুতেই দেবের সঙ্গে জুটি বাঁধলেন তিনি । দেব-মিঠুন ছাড়াও এই ছবিতে রয়েছেন মমতা শঙ্কর, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্বেতা ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায় । ইতিমধ্যেই তিন নম্বর ছবির কথা ঘোষণা করেছেন অভিজিৎ সেন, দেব এবং অতনু রায়চৌধুরী । এই ত্রয়ীর জুটিতে শোনা যাচ্ছে চলতে বছরের শেষে ফিরবে সেই টনিকই । বাকিটা জানার জন্য সময়ের অপেক্ষা ।