কলকাতা, 19 জুন : অভিজিৎ সেনের পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি 'প্রজাপতি' (Dev and Sweta New Movie Projapoti)। এখানে দু'জোড়া নায়ক-নায়িকাকে দেখবেন দর্শক । একদিকে মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্করের মতো দু'জন প্রথিতযশা অভিনেতা-অভিনেত্রী । অন্যদিকে দেব এবং শ্বেতা ওরফে 'যমুনা ঢাকি' ।
মিঠুন চক্রবর্তীর ছেলের চরিত্রে দেখা যাবে দেবকে । অন্যদিকে শ্বেতার চরিত্রটি বেশ সাদামাটা। 'সো-কলড' নায়িকারা যেমন ইমেজে ধরা দেন, শ্বেতাকে সেভাবে পাবেন না দর্শকরা । মনে হবে যেন পাশের বাড়ির চেনা মেয়েটা, মানে যমুনা বা ঝুমকোর মতো । সম্প্রতি শেষ হয়েছে শ্বেতা অভিনীত ধারাবাহিক 'যমুনা ঢাকি' । কেরিয়ারের শুরু থেকে লিড রোলেই তাঁকে পেয়েছেন বাংলা টেলিভিশনের দর্শকগণ । বড় পর্দাতেও স্বল্প সময়ের রোল করেছেন । এবার সটান নায়িকার ভূমিকায় ।
শ্বেতার উচ্ছ্বাসের আরও কারণ রয়েছে । তাঁর সব শর্ত মেনে নিয়েছেন পরিচালক এবং প্রযোজক । শর্ত বলতে, শ্বেতা ছোট পোশাকে স্বচ্ছন্দ নন, ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নন, এমনকী স্লিভলেশ পোশাকেও তাঁর আপত্তি । এই সব কারণ মেনে নিয়েই রাজি হয়েছেন অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেন । জুলাই থেকেই শুরু হবে শ্যুটিং । শ্বেতার কথায়, "অতনু দা, অভিজিৎ দা'র সঙ্গে কাজ করব । দেবের নায়িকা হব । এই তিনটে এক্সাইটমেন্ট কাজ করেছে আমার এই ছবিটাতে রাজি হওয়ার জন্য ।"
![New Moivie projapoti](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15599544_wb_kol.jpg)
আরও পড়ুন : 'গ্ল্যাম ফেস অব বেঙ্গল' খুঁজতে মঞ্চে র্যাম্প ওয়াকে অরিজিৎ দত্ত, নীল, ঊষসীরা
এই ছবির হাত ধরেই প্রথমবার সঙ্গীত পরিচালনায় রথীজিৎ ভট্টাচার্য । এর আগে সুজিত সরকার পরিচালিত 'গুলাবো সিতাবো' সহ বহু ছবিতে মিউজিক প্রোডিউসার হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি । এবার একেবারে সুরকারের ভূমিকায় । এমনকী অভিজিৎ সেনের আগের ছবি 'টনিক'-এরও মিউজিক প্রোডিউসার ছিলেন তিনি । সবমিলিয়ে গুণীদের ভিড়ে ফের একবার জমজমাট হতে চলেছে অভিজিতের ছবি । যেখানে দেব পাচ্ছেন বড়পর্দার আনকোরা নতুন এক নায়িকাকে । আর টলিউড পেতে চলেছে নতুন জুটিকে ।
'টনিক', 'কিশমিশ'-এর দুর্দান্ত সাফল্যের পর দেবের 'প্রজাপতি' কতদূর পাখা মেলে তার দিকে তাকিয়ে থাকবেন দর্শক । কারণ দর্শকের প্রত্যাশা তাঁকে নিয়ে আকাশছোঁয়া । অতনু রায়চৌধুরী নিবেদিত, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস এবং প্রণব কুমার গুহ প্রযোজিত এবং অভিজিৎ সেন পরিচালিত এই ছবি দর্শক দরবারে কবে আসবে তা জানতে হলে অপেক্ষা করতে হবে । অন্যদিকে দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'কাছের মানুষ' মুক্তি পাবে 30 সেপ্টেম্বর ।