কলকাতা, 4 জুন : এক পর্দায় দুই তারকা, এমন পয়সা উসুল সুযোগ পেলে কে না দেখতে চাইবে ! আর তার উপর যদি প্রধান চরিত্রের নাম দুটি দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাহলে তো রীতিমত পোয়া বারো ৷ এই জুটিকে একসঙ্গে দেখার জন্য় বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন অনেকেই ৷ এবার অবশেষে সফল হল সেই স্বপ্ন ৷ দেব-বুম্বা জুটির এই নতুন ছবির নাম 'কাছের মানুষ' (Dev Prosenjit New Film Kacher Manush Is Coming Soon) ৷
আজ, শনিবার ইনস্টাগ্রামে ছবির প্রথম পোস্টার শেয়ার করেছেন দেব নিজেই ৷ পোস্টারে দেখা যাচ্ছে ছবি রিলিজের তারিখ 30 সেপ্টেম্বর ৷ আর সেই তিরিশেরই তিন সংখ্যার উপর বসে রয়েছেন প্রসেনজিৎ আর শূন্যর উপর দেব ৷ ছবি শেয়ার করে ক্যাপশনে দেব লিখেছেন, "এবার পুজো কাটুক "কাছের মানুষ" - এর সাথে । 30 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আমরা প্রস্তুত ৷"
ছবির পোস্টার শেয়ার করেছেন বুম্বাদাও ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পথিকৃৎ ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব ছাড়াও ছবিতে থাকবেন অভিনেত্রী ইশা সাহা ৷ দেব এন্টারটেইনমেন্টের ব্যানারেই আসতে চলেছে এই ছবি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন : সৃজিতের ছবিতে মির্জাপুরের কালিন ভাইয়া, 'শেরদিল' অবতারে ট্রেলারেই তাক লাগালেন পঙ্কজ
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পরিচালকের সঙ্গে গল্প লেখার কাজে হাত দিয়েছেন দেব ৷ তাঁকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে 'কিশমিশ' ছবিতে ৷ তাঁর এই আউট অ্যান্ড আউট প্রেমের গল্পটিও মন কেড়েছে দর্শকদের ৷ তবে এবার ইন্ডাস্ট্রির প্রিয় বুম্বাদার সঙ্গে হাত মিলিয়ে অনুরাগীদের মন জয় করতে পারবেন কি তিনি ? সেদিকেই নজর থাকবে সকলের ৷