কলকাতা, 15 এপ্রিল: বৈশাখের প্রথম দিন মানেই নতুন বছর শুরু ৷ আর এই নতুন বছরের শুরুতে নতুন কাজের ঘোষণা করছেন অনেকেই ৷ ঠিক যেমন 'সাবাশ ফেলুদা' এবং 'জঙ্গলে মিতিন মাসি' দু'টি প্রজেক্ট নিয়েই বড় আপডেট দিয়েছেন অরিন্দম শীল ৷ এবার আরও একটি বড় উপহার দিলেন দেব ৷ পয়লা বৈশাখে অনুরাগীদের নতুন ছবির খবর দিলেন দেব ৷ ছবির নামও এদিন সকলকে জানিয়ে দিলেন দেব ৷
এর আগে বিপুল সাফল্য পেয়েছে অভিজিৎ সেন পরিচালিত 'প্রজাপতি' ৷ এই ছবিতে দেব-মিঠুনের কাজ দেখে মন ভরে গিয়েছে অনুরাগীদের ৷ সারা ভারত জুড়ে 'প্রজাপতি' চলেছে দাপটের সঙ্গে ৷ বাবা-ছেলের সম্পর্কের এই মিষ্টি গল্প মন দাগ রেখে গিয়েছে ৷ এবার তাঁর নতুন ছবির জন্য় আরও একবার অভিজিৎ সেনের সঙ্গেই জুটি বাঁধতে চলেছেন দেব ৷ তাঁর এই নতুন ছবির কথা ঘোষণা করে দেব এদিন লেখেন, "এসে গেল আমার নতুন ছবির নাম ৷ দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং বেঙ্গলি টকিজের প্রযোজনায় আসছে 'প্রধান' ৷ পরিচালক অভিজিৎ সেন ৷"
এই ছবি নিয়ে আর কোনও তথ্যই যদিও সামনে আসেনি ৷ তবে দেব এবং অভিজিৎ সেনের জুটি যে সুপারহিট এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ শুধু 'প্রজাপতি' নয় এর আগে 'টনিক' ছবিতেও দেব-পরাণ বন্দ্যোপাধ্যায়ের জুটি সকলকে আকর্ষণ করেছিল ৷ সেই ছবিটিও বেশ সাফল্য় পেয়েছিল বক্স অফিসে ৷ এবার আরও একবার দেব-অভিজিৎ জুটি কী ম্যাজিক তৈরি তা দেখার জন্য় মরিয়া সকলেই!
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: হাতির সঙ্গে মোকাবিলা কোয়েলের, প্রকাশ্যে 'জঙ্গলে মিতিন মাসি'র পোস্টার
দেব এখন ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি 'বাঘাযতীন' নিয়ে ৷ অরুণ রায় পরিচালিত এই ছবিতে দেব অভিনয় করতে চলেছেন বাঙালি বিপ্লবী বাঘাযতীনের ভূমিকায় ৷ এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধতে চলেছে এই ছবি ৷ ছবিটি বড় পর্দায় আসতে চলেছে আগামী অক্টোবরে ৷ অন্য়দিকে দেবকে আবার দেখা যাবে ব্যোমকেশ হিসাবেও ৷