প্যারিস, 8 মার্চ: প্রিয়াঙ্কা চোপড়ার মতোই, দীপিকা পাড়ুকোনের লুক চলতি প্যারিস ফ্যাশন সপ্তাহে (PFW 2023)-এ সবাইকে অবাক করে দিল ৷ ইনস্টায় পোস্ট করা দীপিকার পরনে ছিল একটি লেদারের স্টাড-বোতামের কোট ৷ প্যারিসে তোলা দীপিকা নানা পোজ দেওয়া ছবিগুলিতে ধরা পড়েছে দীপিকার ফ্যাশন সেন্স ৷ সেইসঙ্গে ড্রেসের সঙ্গে ম্যাচিং করা কালো আড়ম্বরপূর্ণ ব্যাগটি যেন বেশ নজর কেড়েছে ৷ বরাবরের মতোই এই বোল্ড লুকের সঙ্গে মানানসই যাবে বলে চুল খুলে রেখেছেন চর্চিত এই অভিনেত্রী ৷ বলি তারকার এই ছবি পোস্টের সঙ্গে সঙ্গে কমেন্টের সেকশন ভরে গিয়েছে ৷
তাঁর ছবিতে কমেন্ট করেছেন অভিনেত্রী রিধিমা পণ্ডিত ৷ ফায়ার ইমোজি দিয়ে লিখেছেন,'মন'। দীপিকার লুক তাঁর ভক্তদের কাছ থেকেও সবসময়ই প্রশংসা পেয়েছে। কেউ লিখেছেন, 'আমার রানি' ৷ কারও কমেন্ট, "দীপু আমাকে 100 শতাংশ পাগল করে দিয়েছে। কেউ আবার লিখেছেন, "আপনি বড় গাউন এবং ঘাগরা, চোলি থেকে বেরিয়ে এসে এই লুক দিয়েছেন তার জন্য ধন্যবাদ।" লুই ভিটন ফ্রেঞ্চ ক্যাপিটালে নিকোলাস ঘেসকুয়েরের শোতে যাওয়ার আগে ইনস্টাগ্রামে দীপিকা এই ছবিগুলি পোস্ট করেছেন ৷
আরও পড়ুন: নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমির স্মৃতিতে ডুব দিলেন কঙ্গনা
অন্যদিকে, দীপিকা ইতিমধ্যেই ফাইটার ছবির শ্যুটিং শুরু করেছেন। এই ছবিতে তাঁকে হৃতিক রোশনের বিপরীতে দেখা যাবে ৷ সেইসঙ্গে দীপিকা ও হৃতিক জুটি হিসাবে এই প্রথম একসঙ্গে আত্মপ্রকাশ করতে চলেছেন ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা ফাইটার-এ তাঁদের ছাড়াও দেখা যাবে, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, এবং অনিল কাপুরকে ৷ আগামী বছর 25 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ফাইটারের ৷ এছাড়াও দীপিকা, অভিনেতা প্রভাস এবং অমিতাভ বচ্চনের সঙ্গে প্রজেক্ট কে-তেও কাজ করছেন ৷
'দ্য ইন্টার্ন'-এর রিমেক ছবিরও কাজ রয়েছে দীপিকার হাতে। উল্লেখ্য, গত বছর ফিফা বিশ্বকাপে ট্রফি উদ্বোধনের পর আবার এক গুরুতর আন্তর্জাতিক দায়িত্বে দেখা যাবে দীপিকাকে। 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে তিনি উপস্থিত থাকবেন। পুরস্কার দেবেন বিজয়ীদের। 12 মার্চ অস্কার প্রদানের অনুষ্ঠানটি হবে লজ অ্যাঞ্জেলেসে। 13 মার্চ সেটি ভারতে সম্প্রচারিত হবে।