ETV Bharat / entertainment

FIFA 2022 World Cup Final: ক্যাসিয়াসের সঙ্গে বিশ্বকাপ ট্রফি উন্মোচন দীপিকার - Deepika Padukone

কথা ছিল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন (FIFA 2022 World Cup Final) ৷ সেমতোই বিশ্বকাপের অন্তিমপর্বে আজ কাতারের দোহার মাঠে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন ৷ তাঁর সঙ্গী ছিলেন 2010 স্পেনের বিশ্বজয়ী ইকের ক্যাসিয়াস ৷

FIFA 2022 World Cup Final
কিংবদন্তি ক্যাসিয়াস ও দীপিকা পাড়ুকোন
author img

By

Published : Dec 18, 2022, 10:37 PM IST

দোহা, 18 ডিসেম্বর: আসছে তাঁর ছবি 'পাঠান' ৷ আগামী বছর 25 জানুয়ারি সেই ছবি মুক্তি পাবে ৷ ইতিমধ্যেই সেই ছবির 'বেশরম রং' নামের একটি গান মুক্তি পেয়েছে ৷ এই গানের পোশাক, পোশাকের রং নিয়ে দীপিকাকে (Deepika Padukone) পড়তে হয়েছে নানা বিতর্কের মাঝে ৷ একশ্রেণির মানুষ এই ছবি বয়কটেও ডাক দিয়েছেন ৷ তবে সেসবের তোয়াক্কা না-করে বলিউড ডিভা পাড়ি দিয়েছেন কাতারে ৷ সেখানে আজ বিশ্বকাপের অন্তিমপর্বে তাঁর ট্রফি উন্মোচন করার কথা ছিল ৷ আর সেমতো কাতারের দোহার মাঠে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন দীপিকা ৷ তাঁর সঙ্গী ছিলেন 2010 স্পেনের বিশ্বজয়ী অধিনায়ক ইকের ক্যাসিয়াস ৷

FIFA 2022 World Cup Final
কিংবদন্তি ক্যাসিয়াসের হাতে বিশ্বকাপের ট্রফি

পাঠান ছবির নায়ক অর্থাৎ দীপিকার বিপরীতে যিনি অভিনয় করছেন তাঁকে নিয়েও কম সমালোচনা হয়নি ৷ চারিদিকে এখন 'বেশরম' বিতর্ক ঘুরপাক খাচ্ছে ৷ যদিও ছবির হিরোও এ সবকে বুড়ো আঙুল দেখিয়েছেন ৷ আজ বিশ্বকাপে আর্জেন্তিনা এবং ফ্রান্সের ম্যাচ শুরুর ( FIFA 2022 World Cup) আগে তাঁকে কথা বলতে দেখা গিয়েছে সম্প্রচারকারী চ্যানেলের বিশেষজ্ঞের ভূমিকায় ৷ সেই সময়ই দীপিকা পাড়ুকোন বিশবকাপের ট্রফিটি উন্মোচন করেছেন ৷ কাতারের ম্যাচ শুরু হওয়ার আগে তাঁর ট্রফি উন্মোচনের ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ তাঁর পাশাপাশি রয়েছে 2010 স্পেনের বিশ্বজয়ী অধিনায়ক ইকের ক্যাসিয়াস ৷

FIFA 2022 World Cup Final
কাতারের দোহার মাঠে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন দীপিকা ও ক্যাসিয়াস

দীপিকাকে এদিন বাদামি জ্যাকেটের সঙ্গে যে সাদা শার্টটি পড়েছিলেন তাতে তাঁকে অপরূপা লাগছিল। সেইসঙ্গে তিনি নীচে কম্বিনেশন করে পড়েছিলেন একটি কালো স্কার্ট ৷ উল্লেখ্য, কাতারে আসার জন্য তিনি গতকালই পাড়ি দিয়েছিলেন ৷ তাঁকে বিমানবন্দরে সি-অফ করতে এসছিলেন স্বামী রণবীর সিং ৷

আরও পড়ুন: এমবাপে না মেসি, ফাইনালে কাকে সমর্থন শাহরুখের

দোহা, 18 ডিসেম্বর: আসছে তাঁর ছবি 'পাঠান' ৷ আগামী বছর 25 জানুয়ারি সেই ছবি মুক্তি পাবে ৷ ইতিমধ্যেই সেই ছবির 'বেশরম রং' নামের একটি গান মুক্তি পেয়েছে ৷ এই গানের পোশাক, পোশাকের রং নিয়ে দীপিকাকে (Deepika Padukone) পড়তে হয়েছে নানা বিতর্কের মাঝে ৷ একশ্রেণির মানুষ এই ছবি বয়কটেও ডাক দিয়েছেন ৷ তবে সেসবের তোয়াক্কা না-করে বলিউড ডিভা পাড়ি দিয়েছেন কাতারে ৷ সেখানে আজ বিশ্বকাপের অন্তিমপর্বে তাঁর ট্রফি উন্মোচন করার কথা ছিল ৷ আর সেমতো কাতারের দোহার মাঠে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন দীপিকা ৷ তাঁর সঙ্গী ছিলেন 2010 স্পেনের বিশ্বজয়ী অধিনায়ক ইকের ক্যাসিয়াস ৷

FIFA 2022 World Cup Final
কিংবদন্তি ক্যাসিয়াসের হাতে বিশ্বকাপের ট্রফি

পাঠান ছবির নায়ক অর্থাৎ দীপিকার বিপরীতে যিনি অভিনয় করছেন তাঁকে নিয়েও কম সমালোচনা হয়নি ৷ চারিদিকে এখন 'বেশরম' বিতর্ক ঘুরপাক খাচ্ছে ৷ যদিও ছবির হিরোও এ সবকে বুড়ো আঙুল দেখিয়েছেন ৷ আজ বিশ্বকাপে আর্জেন্তিনা এবং ফ্রান্সের ম্যাচ শুরুর ( FIFA 2022 World Cup) আগে তাঁকে কথা বলতে দেখা গিয়েছে সম্প্রচারকারী চ্যানেলের বিশেষজ্ঞের ভূমিকায় ৷ সেই সময়ই দীপিকা পাড়ুকোন বিশবকাপের ট্রফিটি উন্মোচন করেছেন ৷ কাতারের ম্যাচ শুরু হওয়ার আগে তাঁর ট্রফি উন্মোচনের ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ তাঁর পাশাপাশি রয়েছে 2010 স্পেনের বিশ্বজয়ী অধিনায়ক ইকের ক্যাসিয়াস ৷

FIFA 2022 World Cup Final
কাতারের দোহার মাঠে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন দীপিকা ও ক্যাসিয়াস

দীপিকাকে এদিন বাদামি জ্যাকেটের সঙ্গে যে সাদা শার্টটি পড়েছিলেন তাতে তাঁকে অপরূপা লাগছিল। সেইসঙ্গে তিনি নীচে কম্বিনেশন করে পড়েছিলেন একটি কালো স্কার্ট ৷ উল্লেখ্য, কাতারে আসার জন্য তিনি গতকালই পাড়ি দিয়েছিলেন ৷ তাঁকে বিমানবন্দরে সি-অফ করতে এসছিলেন স্বামী রণবীর সিং ৷

আরও পড়ুন: এমবাপে না মেসি, ফাইনালে কাকে সমর্থন শাহরুখের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.