হায়দরাবাদ, 24 মার্চ: হাই-অক্টেন স্পাই থ্রিলার পাঠান (Pathaan) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল 25 জানুয়ারি ৷ চার বছর পর শাহরুখ খানের মুখ্য ভূমিকায় প্রত্যাবর্তনের এই ফিল্ম বলিউডের সর্বোচ্চ আয়কারী হিসেবে রেকর্ড স্থাপন করেছে ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠানে শাহরুখ খান (Shah Rukh Khan) ছাড়াও ছিলেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানা ।
এই ছবি এ বার হাজির ওটিটি-র দরবারে ৷ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিতে কয়েকটি দৃশ্য বাদ দিয়ে দেওয়া হয়েছিল, সেগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে ওটিটি সংস্করণে ৷ ফলে এই ছবিকে আবারও নতুন করে আবিষ্কার করার সুযোগ রয়েছে দর্শকদের কাছে ৷ সম্প্রতি শেয়ার করা একটি ভিডিয়োতে এসআরকে এবং দীপিকাকে (Deepika Padukone Shah Rukh Khan reply fan queries) ভক্তদের কিছু হাস্যকর প্রশ্নের উত্তর দিতে দেখা গিয়েছে ।
একজন ভক্ত সেখানে বলেছেন যে, ফিল্মটি এমন অভিনেতাদের নিয়ে ঠাসা হয়েছে যাঁদের ডিম্পল রয়েছে অর্থাৎ যাঁদের গালে টোল পড়ে ৷ শাহরুখ কী এটা জানতেন ? এই প্রশ্ন করা হলে এসআরকে বলেন, যে তিনি খেয়ালই করেননি যে তিনি, দীপিকা, জন এবং ডিম্পল কাপাডিয়া-সহ তাঁদের সবারই ডিম্পল রয়েছে, অর্থাৎ গালে টোল পড়ে । শাহরুখ আরও বলেন যে, জনের টোলটি খুবই চোখে পড়ে এবং পুরো ফিল্মটিই ডিম্পল দিয়ে ভরা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
অন্যদিকে, দীপিকা এই প্রশ্নের জবাবে বুদ্ধিমত্তার সঙ্গে ভক্তদের বলেন যে, তিনি অন্য জীবনেও একটি ডিম্পল পেতে পারেন । এই সেশন চলাকালীন আরও অনেক আকর্ষণীয় প্রশ্নের উত্তর দিয়েছেন শাহরুখ ও দীপিকা । পাঠান ফিল্মে টাইগার চরিত্রে সলমান খানের ক্যামিয়ো চরিত্রটি ছিল সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্তগুলোর একটি ।
আরও পড়ুন: 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'র শুটিং ফেলে এস্তোনিয়া থেকে পালিয়ে আসার প্ল্যান করেছিলেন অনির্বাণ
সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন যে, এসআরকে এবং সলমানের একে অপরের প্রতি এত ভালবাসা ছিল, তাঁরা খুব আশাবাদীও ৷ তাঁরা একটি দৃশ্য বা সিকোয়েন্সকে একচেটিয়া করার পরিবর্তে একে অপরকে জায়গা করে দিতে চেয়েছিলেন । তাঁরা যে নিঃস্বার্থ হিসেবে কাজ করতে ইচ্ছুক তা টেলিভিশনে স্পষ্ট বোঝা গিয়েছে ।
পাঠানের সিক্যুয়েল নিয়ে কোনও ভাবনাচিন্তা আছে কি না, এই প্রশ্ন করলে পরিচালক বলেন, পুরো টিম পাঠানের রোমাঞ্চে বর্তমানে এতটাই নিমগ্ন যে, এখন আর এ সব নিয়ে কিছুই ভাবার সুযোগ নেই ৷ পাঠান এখনও সফল ভাবে এগিয়ে চলেছে এবং যখনই নির্মাতারা একটি সিক্যুয়াল নিয়ে প্রস্তুত হবেন তখনই একটা বড় ঘোষণা আসবে নির্মাতাদের তরফে ।