হায়দরাবাদ, 14 জুন : দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে প্রথমবারের জন্য স্ক্রিন শেয়ার করছেন তিনি ৷ নাগ অশ্বিন পরিচালিত প্যান ওয়ার্ল্ড ছবি 'প্রজেক্ট কে' ঘিরে তাই উৎসাহের অন্ত নেই দীপিকা পাড়ুকোন অনুরাগীদের মধ্যে ৷ গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছে ছবির শুটিং ৷ মঙ্গলবার হায়দরাবাদে সেই ছবির শুটিং চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ছুটতে হল 'ড্রিমগার্ল' দীপিকাকে (Deepika Padukone rushed to hospital from shooting floor) ৷ সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে যিনি 'কান্ট্রি অফ অনার' ভারতের মুখ ছিলেন ৷ স্বভাবতই 'প্রজেক্ট কে'-র শুটিং ফ্লোর থেকে দীপিকার হাসপাতালে স্থানান্তরিত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন দীপিকার ফ্যানেরা ৷
বিভিন্ন মিডিয়া রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী মঙ্গলবার শুটিং সেটে হঠারই হৃদস্পন্দন বেড়ে যায় রণবীর (সিং)-পত্নীর ৷ অস্বস্তি বোধ করলে কামিনেনি হাসপাতালে নিয়ে যাওয়া হয় 'পিকু' অভিনেত্রীকে ৷ স্বস্তির খবর এই যে, প্রাথমিক চিকিৎসার পর হৃদস্পন্দন স্বাভাবিক হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় অভিনেত্রীকে ৷ পুনরায় শুটিংয়ে যোগও দিয়েছেন তিনি ৷
-
#DeepikaPadukone is now perfectly fine and back to the sets of #ProjectK.
— Manobala Vijayabalan (@ManobalaV) June 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#DeepikaPadukone is now perfectly fine and back to the sets of #ProjectK.
— Manobala Vijayabalan (@ManobalaV) June 14, 2022#DeepikaPadukone is now perfectly fine and back to the sets of #ProjectK.
— Manobala Vijayabalan (@ManobalaV) June 14, 2022
সূত্রের খবর, অসুস্থ হওয়ার মুহূর্তে হায়দরাবাদে এদিন অমিতাভ বচ্চনের সঙ্গে নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন দীপিকা ৷ অমিতাভ বচ্চন, প্রভাস এবং দীপিকাকে একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে সিনে-অনুরাগীরা ৷ ফেব্রুয়ারিতে নাগ অশ্বিনের নয়া ছবির শুটিং শুরু করার পর মাঝে সাময়িক বিরতি নিয়েছিলেন বাহুবলী-স্টার প্রভাস ৷ 'রাধেশ্যাম' মুক্তি পাওয়ার পর গত মাসের শুরুতে পুনরায় 'প্রজেক্ট কে'-র শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি ৷
আরও পড়ুন : বাবার জন্মদিন, বাবাকে নিয়ে তিরুপতি দর্শনে দীপিকা
দীপিকাও কান থেকে ফিরে সম্প্রতি যোগ দিয়েছেন প্যান ওয়ার্ল্ড এই ছবির শুটিংয়ে ৷ নাগ অশ্বিন তাঁর নতুন ছবিতে দীপিকার চরিত্র নিয়ে বলতে গিয়ে জানান, "এটা অনুরাগীদের জন্য সারপ্রাইজ হিসেবে তোলা থাক ৷"